সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ মোতাবেক যে মাসে ফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করবেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে জিপিএফ অগ্রিমের কিস্তি কর্তন করতে হবে। আর্থিক ক্ষমতা অর্পণ বিধিমালা ২০১৫ জারির পর থেকে বিভাগ/ অধিদপ্তর কর্তৃক সর্বোচ্চ একটি অগ্রিমের কিস্তি ০১ বৎসর সময়ের জন্য স্থগিত রাখতে পারেন।
- Sanchaypatro Re Invest Process 2024 । সঞ্চয়পত্রের ক্ষেত্রে অনলাইনেই পুন:বিনিয়োগ চালু করা যাবে?
- ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৪ । নাগরিকদের ভোটার এলাকা পরিবর্তন ফি কত?
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
এক্ষেত্রে অফিস প্রধান নিয়োগকারী কর্তৃপক্ষ হতে হবে। আঞ্চলিক বা উপজেলা লেভেলের অফিসগুলো একবছর কিস্তি স্থগিতের ক্ষমতা রাখে না। অনুচ্ছেদটি এখান থেকে দেখে নিন: ভিউ
জিপিএফ ফেরৎতযোগ্য অগ্রিমের কিস্তি কর্তন ০১ বছর পর্যন্ত স্থগিত রাখা যায় এ সংক্রান্ত বিধি আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০১৫ দেখে নিতে পারেন: ডাউনলোড