জিপিএফ ফেরৎযোগ্য অগ্রিমের কিস্তি কর্তন ০১ বছর পর্যন্ত স্থগিত রাখা যায়।
সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ মোতাবেক যে মাসে ফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করবেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে জিপিএফ অগ্রিমের কিস্তি কর্তন করতে হবে। আর্থিক ক্ষমতা অর্পণ বিধিমালা ২০১৫ জারির পর থেকে বিভাগ/ অধিদপ্তর কর্তৃক সর্বোচ্চ একটি অগ্রিমের কিস্তি ০১ বৎসর সময়ের জন্য স্থগিত রাখতে পারেন।
- সরকারি ব্যয় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ২০২৫ । ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে কৃচ্ছ্র সাধনের নির্দেশ?
- স্কুল সরকারীকরণ প্রক্রিয়া ২০২৫ । যশোর জেলার ‘জি জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ হলো সরকারি!
- বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ২০২৫ । প্রতি বছর ১০ দিনের বাধ্যতামূলক বার্ষিক ছুটি বিধান রয়েছে?
- TDS For Govt. Staff Salary 2025 । সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে কর কর্তন বাধ্যতামূলক, আইনি নির্দেশনা জারী?
- জাতীয় বেতন কমিশন- ২০২৫ । সরকারি কলেজ শিক্ষক সমিতির প্রস্তাবনায় সর্বনিম্ন ৩২,৫০০ টাকা?
এক্ষেত্রে অফিস প্রধান নিয়োগকারী কর্তৃপক্ষ হতে হবে। আঞ্চলিক বা উপজেলা লেভেলের অফিসগুলো একবছর কিস্তি স্থগিতের ক্ষমতা রাখে না। অনুচ্ছেদটি এখান থেকে দেখে নিন: ভিউ
জিপিএফ ফেরৎতযোগ্য অগ্রিমের কিস্তি কর্তন ০১ বছর পর্যন্ত স্থগিত রাখা যায় এ সংক্রান্ত বিধি আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০১৫ দেখে নিতে পারেন: ডাউনলোড



