বেতন-ভাতা, পেনশন, জিপি ফান্ড, ভ্রমণ সংক্রান্ত ব্যক্তিগত পাওনা পরিশােধ সংশ্লিষ্ট ১ (এক) লক্ষ টাকার কম অংকের চেকের ক্ষেত্রে প্রস্তাবের সাথে মূল চেক (প্রযােজ্য ক্ষেত্রে), চেক সময়মত না ভাঙ্গানাের কারণ, চেক নগদায়ন করা হয়নি মর্মে চেক ইস্যুকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন, ব্যাংকের নন-পেমেন্ট সাটিফিকেটসহ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাজেট অনুবিভাগ-১ বাজেট অধিশাখা-২
www.mof.gov.bd
স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-৪৮৪; তারিখঃ -০৮ নভেম্বর ২০২১ খ্রিঃ
পরিপত্র
বিষয়ঃ ২০২০-২১ অর্থবছরের জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ সংক্রান্ত।
সূত্রঃ ১। অর্থ বিভাগের ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখের পরিপত্র নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.১৮০
২। অর্থ বিভাগের ২০ জুলাই ২০২১ খ্রিঃ তারিখের পরিপত্র নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.৩৭৫
সূত্রোক্ত ১নং পরিপত্র অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মধ্যে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে কিছু সংখ্যক চেক যথাসময়ে ব্যাংকে জমা না দেওয়ায় চেকের মেয়াদ উত্তীর্ণ হয়। পরবর্তীতে ২নং পরিপত্রে জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ পররর্তী ০৩ (তিন) মাস পর্যন্ত বহাল রাখা হয়। এ সময়ের মধ্যেও কিছু সংখ্যক চেক নগদায়ন করতে না পারায় জুন/২০২১ মাসে ইস্যুকৃত মেয়াদ উত্তীর্ণ চেক পুনরায় ইস্যুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছেঃ
ক) বেতন-ভাতা, পেনশন, জিপি ফান্ড, ভ্রমণ সংক্রান্ত ব্যক্তিগত পাওনা পরিশােধ সংশ্লিষ্ট ১ (এক) লক্ষ টাকার কম অংকের চেকের ক্ষেত্রে প্রস্তাবের সাথে মূল চেক (প্রযােজ্য ক্ষেত্রে), চেক সময়মত না ভাঙ্গানাের কারণ, চেক নগদায়ন করা হয়নি মর্মে চেক ইস্যুকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন, ব্যাংকের নন-পেমেন্ট সাটিফিকেটসহ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে; এবং
খ) উপানুচ্ছেদ-(ক) এ উল্লিখিত চেকসমূহের বাইরে অন্যান্য তামাদি ১ (এক) লক্ষ টাকার বেশী অংকের চেক পুনরায় ইস্যর ক্ষেত্রে প্রস্তাবের সাথে মূল চেক (প্রযােজ্য ক্ষেত্রে), চেক সময়মত না ভাঙ্গানাের কারণ এবং এ সংক্রান্ত কাজ ও সরবরাহ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার বিভাগীয় প্রধান/সচিব (Principal Accounting Officer)-এর প্রত্যয়ন, চেক নগদায়ন করা হয়নি মর্মে চেক ইস্যুকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন, ব্যাংকের ননপেমেন্ট সার্টিফিকেটসহ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
(সিরাজুন নুর চৌধুরী)
যুগ্ম সচিব (বাজেট-১)
ফোনঃ ৯৫৭৬০৪৩
ই-মেইলঃ noors@finance.gov.bd
২০২০-২১ অর্থবছরের জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ সংক্রান্ত: ডাউনলোড