সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের গাইড লাইন ২০২১

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০২১-২২ এর কর্মসম্পাদন সূচক ১.৪.১ এর আওতায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের বিষয়ে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।

এনএসসি টাওয়ার (১৮ তলা)

পুরানা পল্টন, ঢাকা-১০০০।

www.nationalsavings.gov.bd 

নং-০৮.০৪.০০০.০১২.২২.০১৩(অংশ-১).২১-২১৮৭ তারিখ:০৮ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

বিষয়ঃ সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের পাইডলাইন প্রেরণ প্রসংগে।

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০২১-২২ এর কর্মসম্পাদন সূচক ১.৪.১ এর আওতায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের বিষয়ে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

০২। এমতাবস্থায়, সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের বিষয়ে প্রস্তুতকৃত গাইড লাইন অনুসরণে বিনিয়ােগ নিশ্চিত করার জন্য গাইডলাইনটি এতদ্‌সংগে নির্দেশক্রমে প্রেরণ করা হলাে।

সংযুক্তিঃ বর্ণনামতে ০২ পাতা।

(মােঃ আমান উল্লা)

সহকারী পরিচালক (নীতি)

ফোনঃ ০২-২২৩৩৫৭৮০৪ 

ই-মেইলঃ adpolicy67@gmail.com

 

সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের গাইড লাইন ২০২১ : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2976 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *