সঞ্চয়পত্র ক্রয়ের সীমা- অনলাইনে সঞ্চয়পত্র ক্রয় করার নিয়ম – অগ্রণী ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয় পদ্ধতি ২০২৩

অগ্রণী ব্যাংক সঞ্চয়পত্র – সঞ্চয়পত্র কি যে কোন সময় ভাঙ্গানো যায়? বিশেষ প্রয়োজনে মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই বিনিয়োগকৃত টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু তাতে মেয়াদোত্তীর্ণ বা যে হারে মুনাফা পাচ্ছিলেন সেই হারে মুনাফা পাবেন না।

মেয়াদ উত্তীর্ণের পূর্বেই নগদায়ন ২০২২

পোস্ট অফিস বা ডাকঘর বাদে ব্যাংক হতে যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন তবে বেশি কিছু সুবিধা পাবেন। তা হলো অনলাইনের মাধ্যমে হওয়ায় প্রতি মাসে কুপনের ঝামেলা নাই। প্রতি কিস্তির অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ হয় তাই লাইনে দাড়িয়ে মুনাফা তুলতে হবে না। অগ্রণী ব্যাংকের হিসাবের মাধ্যমে পরিশোধ হলে এটিএম কার্ড ও বিকাশে স্থানান্তরের মাধ্যমে মুনাফা তুলা যাবে।

পেনশনার সঞ্চয়পত্রের উপরও কি আয়কর কর্তন করা হয়? হয়। যদি আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র কিনেন তবে আপনাকে কোন আয়কর দিতে হবে না এবং যদি আপনি ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনেন তবে আপনাকে ১০% হারে কর প্রদান করতে হবে। কর কেটে রেখেই মুনাফা প্রদান করা হবে। পেনশনার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে।

অনলাইনে সঞ্চয়পত্র ক্রয় করার নিয়ম কি? / সঞ্চয়পত্র ফরম পূরণ করে কাগজপত্র জমা দিলেই অনলাইনে সঞ্চয়পত্র কেনা যায়।

আপনি অনলাইন অথবা সংশ্লিষ্ট অগ্রণী ব্যাংকে গিয়ে প্রথমে যে স্কিমের সঞ্চয়পত্র ক্রয় করতে চান তার ফরম তুলে নিন। অগ্রণী ব্যাংকে হিসাব খোলা না থাকলে একটি হিসাব খুলে নিন এবং টাকা জমা দিন।

 অগ্রণী ব্যাংক সঞ্চয়পত্র

২ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনাকে টিআইএন জমা দিতে হবে।

জাতীয় সঞ্চয়পত্র কিনতে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ যা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

  1. সঞ্চয়পত্র ক্রেতার ক) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, খ) টিআইএন সার্টিফিকেট, গ) পাসপোর্ট সাইজের ২ কপি ছবি; ঘ) ব্যাংক হিসাবের চেক বহির পাতা।
  2. নমিনির ক) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন ফটোকপি, খ) পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।

একক নামে ও যৌথ নামে কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে?

একক নামে করতে হলে একক নামে ব্যাংক হিসাব লাগবে এবং যৌথ নামে কিনতে হলে যৌথ নামে ব্যাংক হিসাব লাগবে। একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা যাবে এবং যৌথ নামে সর্বোচ্চ ১ কোটি টাকার সঞ্চয়পত কেনা যাবে। সূত্র: অগ্রণী ব্যাংকে সার্কুলার

বি:দ্র: ১ লক্ষ বা ২ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিআইএন সার্টিফিকেট জমা দিতে হবে না।

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ফরম ২০২৩ । ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ফরম pdf

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

One thought on “অগ্রণী ব্যাংক সঞ্চয়পত্র ২০২৩

  • 0097337230724

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *