চিকিৎসা । আর্থিক সহায়তা

অনলাইনে সাধারণ চিকিৎসা সহায়তার জন্য আবেদন ২০২১

সরকারি কর্মচারীগণ তাদের মূল বেতন হতে সর্বনিম্ন ১% এবং সর্বোচ্চ ১৫০ টাকা প্রতি মাসে কর্তন করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে জমা দিয়ে থাকেন। প্রতি মাসে ১৫০ টাকা করে কর্তন করলে বছরে ১৮০০ টাকা কর্তন করে থাকেন। যদি ৫ বছর এভাবে ১০০ জন কর্মচারী কল্যাণ তহবিলে ১৫০ টাকা কর্তন করে তবে ১৫০*১২*৫*১০০ = ৯,০০,০০০ টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে দিয়ে থাকে।

প্রথমত http://eservice.bkkb.gov.bd/ লিংকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।

দ্বিতীয়ত Dashboard এ গিয়ে চিকিৎসা আবেদন ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

আবেদন করার নিয়মাবলীঃ

  • ১) বর্ষপঞ্জি অনুযায়ী বছরে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করা যায়;
  • ২) বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসার ২(দুই) বছরের মধ্যে আবেদন করা যাবে;
  • ৩) কর্মচারীর অবসর/মৃত্যুর পর তাঁর বয়স ৬৭ বছর পর্যন্ত এ সাহায্য দেয়া হয়;
  • ৪) আবেদনের সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ ক) ডাক্তারী ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি (অফিস প্রধান/ সংশ্লিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক); খ) ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার; গ) ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র; ঘ) ভাই/বোন বা পিতা/মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র; ঙ) খরচের হিসাব বিবরণী (কর্মচারীর স্বাক্ষর সহ); চ) জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নম্বরের জন্য বেতননির্ধারণ ফরমের ফটোকপি।
  • ৫) আবেদন ফরম www.bkkb.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে/ পূরণকৃত ফরম প্রয়োজনীয় কাগজপত্র

নিন্মবর্ণিত অফিসসমূহে জমা দেয়া যাবে

  • ক) ঢাকা মহানগরীর ক্ষেত্রেঃ মহাপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , জনপ্রশাসন মন্ত্রণালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১ তলা), সেগুনবাগিচা, ঢাকা।
  • খ) ঢাকা বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (৩য় তলা), সেগুনবাগিচা, ঢাকা।
  • গ) চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় সরকারি কার্য ভবন-১, আগ্রাবাদ, চট্টগ্রাম।
  • ঘ) রাজশাহী বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
  • ঙ) খুলনা বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বয়রা, খুলনা।
  • চ) বরিশাল বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, কশিপুর, বরিশাল।
  • ছ) সিলেট বিভাগের ক্ষেত্রেঃ উপপরিচালক , বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড , বিভাগীয় কার্যালয়, আলমপুর, সিলেট।

কর্মচারির তথ্য

  • কর্মচারির কর্মরত বিভাগ *
  • কর্মচারির কর্মরত জেলা *
  • কর্মচারির কর্মরত উপজেলা
  • কর্মচারির নাম(বাংলায়) *
  • কর্মচারির নাম (ইংরেজিতে) *
  • কর্মচারির পিতা / স্বামীর নাম (বাংলায়) *
  • কর্মচারির পিতা / স্বামীর নাম (ইংরেজিতে) *
  • কর্মচারির পদবী(বাংলায়) *
  • কর্মচারির পদবী (ইংরেজিতে)*
  • কর্মচারির অফিসের নাম ও ঠিকানা(বাংলায়) *
  • কর্মচারির অফিসের নাম ও ঠিকানা (ইংরেজিতে)*
  • কর্মচারির জন্ম তারিখ*
  • কর্মচারির জাতীয় পরিচয় পত্র নম্বর *
  • কর্মচারির মোবাইল ফোন নম্বর* +৮৮
  • কর্মচারির জাতীয় বেতনস্কেল ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নং*

ব্যাংক হিসাবের তথ্য

  • ব্যাংকের নাম*
  • নির্বাচন করুন
  • জেলার নাম *
  • নির্বাচন করুন
  • শাখার নাম *
  • নির্বাচন করুন
  • শাখার কোড নম্বর*
  • শাখার রাউটিং নম্বর*
  • ব্যাংক হিসাব নম্বর *

হাসপাতাল/ক্লিনিক এ ভর্তি তথ্য

  • রোগের নাম *
  • রোগীর সাথে কর্মচারির সম্পর্ক *
  • নির্বাচন করুন
  • সন্তান প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হলে তা কত তম
  • নির্বাচন করুন
  • হাসপাতাল/ক্লিনিক এ ভর্তি থাকলে তার নাম
  • মোট খরচের পরিমাণ (ইংরেজিতে)*

কর্মচারির অফিস প্রধানের তথ্য

  • অফিস প্রধানের নাম*
  • অফিস প্রধানের পদবি*
  • অফিস প্রধানের টেলিফোন / মোবাইল ফোন নম্বর *
  • অফিস প্রধানের ইমেইল

সংযুক্তি

  • ডাক্তারি ব্যাবস্থাপত্রের সত্যায়িত কপি*[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  • ব্যাবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার*[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  •  ক্লিনিক বা হাস্পাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাস্পাতালের মূল ছাড়পত্র[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  • ভাই / বোন বা পিতা / মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়ন পত্র[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]No file chosen
  • খরচের হিসাব বিবরণী – কর্মচারির সাক্ষরসহ*[সংযুক্তি JPG, JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে, সর্বোচ্চ সাইজ ২ MB]

উপরোক্ত তথ্যগুলো ইনপুট করে আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদন ফরম প্রিন্ট করার পর কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীলসহ ফরমের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন ফাইনাল সাবমিট করুন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “অনলাইনে সাধারণ চিকিৎসা সহায়তার জন্য আবেদন ২০২১

  • AMAR DIBETICS, URICASID, LIVER SAMASHSA ACHE

  • নির্ধারিত ফরমে কর্মচারী কল্যাণ বোর্ডে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *