দূরত্ব হিসাবের জন্য নির্ধারিত চার্ট ফলো করতে হবে – অনলাইনে টিএ ডিএ বিল দাখিল ২০২২ । দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা বিল দাখিলকরণ (ডিসটেন্স মেট্রিক্সসহ) – অনলাইনে টিএ ডিএ বিল দাখিল ২০২২
Transfer Travelling Allowance 2022– বদলিজণিত ভ্রমণ বিল অন্যান্য ভ্রমণ বিল বা টিএ /ডিএ বিলের মত নয়। বদলিজনিত ভ্রমণ বিলের ক্ষেত্রে কোন দৈনিক ভাতা হয় এবং সেখানে প্যাকিং চার্জ, নির্ধারিত বা ফিক্সড হার ধরতে হয়। পরিবার সহ যাতায়াত বিল হিসাব করতে হয়।
ভ্রমণ বিল তৈরির ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি মাথায় আনতে হবে তা হলো কোন শ্রেনী বা ক্যাটাগরির কর্মচারী তা নির্ণয় করতে হবে। কত জন ভ্রমণ করেছেন বা একা ভ্রমণ করেছেন কিনা তা নির্ধারণ করতে হবে। তাই প্রথমে একটি ভ্রমণ বিবরণী তৈরি করে ফেলুন অতপর বিল তৈরি করুন। আসুন একটি বাস্তবসম্মত উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিস্কার হওয়া যাক।
জনাব আব্দুল জলিল একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী ১৭ গ্রেডের নিরাপত্তা প্রহরী, ১৭৮২০ টাকা মূল বেতনে যুব উন্নয়নে চাকরি করেন। তাকে ঢাকা হতে যশোর বদলি করা হয়েছে। পরিবার (ছেলে মেয়ে এবং স্ত্রী) সহ তিনি বদলিকৃত কর্মস্থলে ৭ দিন ট্রানজিট কাটিয়ে যোগদান করলেন ভ্রমণ বিবরণী সহ একটি বদলি জনিত ভ্রমণ বিল তৈরি কর। সরকারি কর্মচারীদের বদলিজনিত ভ্রমণ বিবরণী নমুনা ২০২২
ডিসটেন্স মেট্রিক্সসহ / Distance Calculation by Matrix
কর্মচারীর বদলিতে ভ্রমণ বিল বা টিএ বিল তৈরির নিয়ম / যেভাবে পরিবারসহ বদলিজনিত ভ্রমণ বিল তৈরি করবেন।
Caption: ibas++ TA DA Bill Submission by Distance Matrix
বদলিজনিত ভ্রমণ বিল তৈরিতে উদাহরণটি সমাধান করি ধাপে ধাপে।
- প্রথমে ১ নং টেবিল হতে আমরা ১৭ গ্রেড অনুসারে দেখে নিলাম তিনি ক্যাটাগরি ৪ এর অন্তর্ভূক্ত। এখানে টাইমস্কেল পেয়ে ১৭ গ্রেডে এসেছেন তাই তার মূল গ্রেড ২০ ধরে ক্যাটাগরি নির্ণয় করতে হবে। ১৭ হতে ২০ গ্রেড পর্যন্ত ক্যাটাগরি ৪ এর মধ্যে পড়ে।
- দ্বিতীয়ত আমার ঢাকা টু যশোর দূরত্ব গুগল সার্চ করে দেখে নিব। “Dhaka to Jessore Distance” লিখে গুগল করুন। ২১৭ কি:মি: দূরত্ব দেখাচ্ছে।
- তৃতীয়ত, এখন আমরা পরিবার সহ ভ্রমণ করলে দূরত্বে ভিত্তিতে প্রাপ্য পরিবহন খরচে কত আসে। প্রতি কি:মি: ৮ টাকা হার গণনা করতে হবে। তাহলে ২১৭*৮*৪ = ৬,৯৪৪ টাকা। চার দিয়ে গুনন করার কারণ হচ্ছে ৪ সদস্য বিশিষ্ট পরিবার।
- চতুর্থত ক্যাটাগরি অনুসারে সপরিবারের ভ্রমণের জন্য Fixed Amount পাওয়া যাবে ৬০০ টাকা এবং প্যাকিং, বাস ভাড়া, মাইলেস হিসাব করা যাবে না। শুধুমাত্র ভ্রমণের জন্য কি:মি: হার টিএ পাওয়া যাইবে।
- পঞ্চমত তাহলে টিএ বাবদ পাওয়া যাবে ৬,৯৪৪ টাকা এবং নির্ধারিত পরিমাণে খরচ পাওয়া যাবে ৬০০ টাকা। সর্বমোট বদলিজনিত ভ্রমণ ভাতা হবে ৬৯৪৪+৬০০ = ৭,৫৪৪ টাকা।
কখন থেকে বিল অনলাইনে দাখিল করা যাবে?
আইএমইডি, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সরকারি দপ্তরসমূহে ০১/১০/২০১২খ্রি. তারিখ হতে ৩১/১০/২০২২খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাইলটিং করা হবে। উল্লিখিত বিভাগ/দপ্তরের কর্মচারীগণকে iBAS++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত এমণ ভাতা বিল দাখিল করতে হবে। অনলাইন এবং ম্যানুয়াল দুটি পদ্ধতিতেই ভ্রমণ বিল দাখিল করতে হবে।
দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা বিল দাখিলকরণ (ডিসটেন্স মেট্রিক্সসহ): ডাউনলোড
TA DA Bill Submission from ibas++ । অনলাইনে ভ্রমণ বিল দাখিল করা যাবে