iBas++ User Registration । অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।
সরকারী কর্মকর্তাদের বেতন বিল গত মার্চ/২০২০ হতেই অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন অফিসে ইতোমধ্যে এ ব্যাপারে সেল্ফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল শুরু হয়েছে।
আজ আমরা জেনে নিব কিভাবে নিজে নিজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা অনলাইনে বেতন বিল দাখিলের রেজিস্ট্রেশন করে নিতে হয়। শুরুতেই বলা যায়, এটি সাধারণত জিমেইল একাউন্ট খোলার মতই সহজ পদ্ধতি।
অনলাইনে বেতন বিলের জন্য সেল্ফ রেজিস্ট্রেশন পদ্ধতি । আইবাস++ এ সেল্ফ ড্রয়িং অফিসার রেজিস্ট্রেশন করবেন যেভাবে
- প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা সরাসরি www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে।
- তারপর Register Yourself এ ক্লিক করতে হবে।
- তারপর সুন্দর একটি ইউজার আইডি সিলেক্ট করতে হবে নিজের পছন্দ মত।
- পে ফিক্সেশনের ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর সরবরাহ করতে হবে।
- পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।
- ইমেইল এড্রেস ব্যবহার করলে বিদেশে বসেও বেতন বিল দাখিল করা হয়।
- নিচের ক্যাপচাটি হুবহু টাইপ করতে হবে এবং বুঝা না গেলে Try another এ ক্লিক করে পরিবর্তন করে নিতে হবে। তারপর Register এ চাপুন। লেখা আসবে User Created Successfully
- মোবাইলে একটি Messege যাবে যেখানে ইউজার আইডি এবং একটি অটো জেনারেটেড পাসওয়ার্ড দেওয়া থাকবে।
- এরপর লগিন অপশন আসবে সেখানে মেসেজ এ আসা User ID and Password এবং ক্যাপচা টাইপ করে Login করবেন।
- Change Password অপশন এ মোবাইলে দেওয়া অটো পাসওয়ার্ডটি Existing Password এ বসাতে হবে।
- New Password and Confirm Password এ আপনার নিজের পছন্দমত পাসওয়ার্ড বসিয়ে Change এ চাপুন। মনে রাখতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এ একই শব্দ বা সংখ্যা লিখতে হবে হুবহু।
- ব্যাস আপনার কাজ শেষ বেতন বিল সাবমিট অপশন চলে আসবে সেখান থেকে আপনি বেতন বিল সাবমিট করবেন।
ibas++ registration required NID First । যোগদানের পর কর্মকর্তা নিজে নিজেই ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।
হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনুমোদন করিতে নিতে হবে।
লক্ষণীয় বিষয়: Password খুবই সেনসেটিভ তাই Capital or Small letter হুবহু হতে হবে। ইউজার আইডি পছন্দের সময় খেয়াল রাখতে হবে সেটি যেন ইউনিক হয়। আরেকটি বিষয় শুধু অনলাইনে একাউন্ট খুলে বেতন বিল দাখিল করলেই হবে না। আপনাকে আপনার ব্যাংক ডিটেইলস এবং জাতীয় পরিচয়পত্রের কপি, চেক বইয়ের ফটোকপি সহ একটি সীটে সমস্ত চাহিত তথ্য পূরন করে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে।
আরও দেখুন: অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়? দেখে নিন।
আরও দেখুন:
-
iBAS++: বেতন বিল Submit করতে গিয়ে দেখি Insufficient Budget দেখাচ্ছে, করনীয় কি?
-
অনলাইনে বিল Submit করার পরে হিসাব রক্ষণ অফিসে হার্ড কপি পাঠানো বাধ্যতামূলক কিনা?
-
নববর্ষের বিল Submit করতে গেলে এইটা আসে, আমার করনীয় কি?
-
সরকারি কর্মচারীদের ইএফটির জন্য নতুন ফরমটির (৪ পৃষ্ঠা) PDF and Docx FORMAT
Originally posted 2020-01-03 18:34:58.
UAO সন্দ্বীপ উপজেলা চট্টগ্রামে এখনো অনলাইনে বেতন বিল চালু হয়নি, কি করা যায়?
যোগাযোগ করেন। মার্চ 2020 এর মধ্যে সব উপজেলা চালু হয়ে যাবে।
অনলাইনে বেতন বিল সাবমিট করার পর কি হার্ড কপি দিতে হবে?
প্রথমে কিছু দিন দিতে হবে পরে আর লাগবে না।
Pingback: অনলাইনে বিল Submit করার পরে হিসাব রক্ষণ অফিসে হার্ড কপি পাঠানো বাধ্যতামূলক কিনা?
Pingback: নববর্ষের বিল Submit করতে গেলে এইটা আসে, আমার করনীয় কি?
Pingback: মাসের ২ তারিখ এখনও একাউন্টে টাকা আসেনি, করনীয়?
Pingback: iBAS++: বেতন বিল Submit করতে গিয়ে দেখি Insufficient Budget দেখাচ্ছে, করনীয় কি?
Pingback: সরকারি কর্মকর্তাদের বেতন ০১ ও ০২ তারিখে EFT Transmit করবে।
Pingback: পেনশনারদের মাসিক পেনশন অনলাইনে প্রাপ্তির EFT ইএফটি ফরম।
Pingback: iBAS++ ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতকরণের উপায়।
Pingback: ibas++ registration । আইবাস++ এ একাউন্ট খোলা। - Technical Alamin
সাময়িক বরখাস্ত হওয়া সরকারি কর্মচারীর ইএফটি করার সুযোগ আছে? থাকলে কি ভাবে? কারন, ইএফটি চালু হওয়ার পর হিসাবরক্ষণ কর্মকর্তা মেনুইলি খোটাকী ভাতা প্রদান করতে নানান অজুহাত দিয়ে তা দিতে সমস্যা করছে।
অবশ্যই ইএফটি করণের সুযোগ রয়েছে। আপনার নিজ দপ্তর হতে সাময়িক বরখাস্তের আদেশ এন্ট্রি দিয়ে হিসাবরক্ষণ অফিস কর্তৃক অনুমোদন করিয়ে নিন। প্রতিমাসে সবার বেতনের মত আপনিও ইএফটিতে খোরকী ভাতা পেয়ে যাবেন।