সরকারী কর্মকর্তাদের বেতন বিল গত মার্চ/২০২০ হতেই অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন অফিসে ইতোমধ্যে এ ব্যাপারে সেল্ফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল শুরু হয়েছে।

আজ আমরা জেনে নিব কিভাবে নিজে নিজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা অনলাইনে বেতন বিল দাখিলের রেজিস্ট্রেশন করে নিতে হয়। শুরুতেই বলা যায়, এটি সাধারণত জিমেইল একাউন্ট খোলার মতই সহজ পদ্ধতি।

অনলাইনে বেতন বিলের জন্য সেল্ফ রেজিস্ট্রেশন পদ্ধতি । আইবাস++ এ সেল্ফ ড্রয়িং অফিসার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

  • প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা সরাসরি  www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে।
  • তারপর Register Yourself এ ক্লিক করতে হবে।
  • তারপর সুন্দর একটি ইউজার আইডি সিলেক্ট করতে হবে নিজের পছন্দ মত।
  • পে ফিক্সেশনের ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর সরবরাহ করতে হবে।
  • পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।
  • ইমেইল এড্রেস ব্যবহার করলে বিদেশে বসেও বেতন বিল দাখিল করা হয়।
  • নিচের ক্যাপচাটি হুবহু টাইপ করতে হবে এবং বুঝা না গেলে Try another এ ক্লিক করে পরিবর্তন করে নিতে হবে। তারপর Register এ চাপুন। লেখা আসবে User Created Successfully
  • মোবাইলে একটি Messege যাবে যেখানে ইউজার আইডি এবং একটি অটো জেনারেটেড পাসওয়ার্ড দেওয়া থাকবে।
  • এরপর লগিন অপশন আসবে সেখানে মেসেজ এ আসা User ID and Password এবং ক্যাপচা টাইপ করে Login করবেন।
  • Change Password অপশন এ মোবাইলে দেওয়া অটো পাসওয়ার্ডটি Existing Password এ বসাতে হবে।
  • New Password and Confirm Password এ আপনার নিজের পছন্দমত পাসওয়ার্ড বসিয়ে Change এ চাপুন। মনে রাখতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এ একই শব্দ বা সংখ্যা লিখতে হবে হুবহু।
  • ব্যাস আপনার কাজ শেষ বেতন বিল সাবমিট অপশন চলে আসবে সেখান থেকে আপনি বেতন বিল সাবমিট করবেন।

ibas++ registration required NID First । যোগদানের পর কর্মকর্তা নিজে নিজেই ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

iBas++ User Registration । অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।

হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনুমোদন করিতে নিতে হবে।

লক্ষণীয় বিষয়: Password খুবই সেনসেটিভ তাই Capital or Small letter হুবহু হতে হবে। ইউজার আইডি পছন্দের সময় খেয়াল রাখতে হবে সেটি যেন ইউনিক হয়। আরেকটি বিষয় শুধু অনলাইনে একাউন্ট খুলে বেতন বিল দাখিল করলেই হবে না। আপনাকে আপনার ব্যাংক ডিটেইলস এবং জাতীয় পরিচয়পত্রের কপি, চেক বইয়ের ফটোকপি সহ একটি সীটে সমস্ত চাহিত তথ্য পূরন করে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে।

 

আরও দেখুন: অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়? দেখে নিন।

আরও দেখুন: 

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

14 thoughts on “iBas++ User Registration । অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *