ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

Govt. TA DA For Official Treatment 2024 । নিজ চিকিৎসার জন্য কর্মস্থল হতে হাসপাতালে পাঠালে ভ্রমণ ভাতা পাবে?

যে সমস্ত অসুস্থ্য সরকারি কর্মচারীবৃন্দ চিকিৎসা অথবা পরামর্শের জন্য তাদের কর্মস্থল থেকে অন্যত্র প্রেরিত হন, তাঁরা বর্তমানের স্থিরকৃত (ফিক্সড) চিকিৎসা ভাতা মঞ্জুরীর পরিপ্রেক্ষিতে কোন ভ্রমণ ভাতা পাবেন কিনা এটা নিয়ে মতবাদ দেখা যায়-Govt. TA DA For Official Treatment 2024 

সরকারি দপ্তরে কর্মরত অবস্থায় আহত হয়ে হসপিটালাইজ হলে টিএ ডিএ পাওয়া যায়? হ্যাঁ। চিকিৎসা ভ্রমণ ভাতার সাথে ফিক্সড চিকিৎসা ভাতার কোন সম্পর্ক নেই। কর্মস্থল হতে অন্য চিকিৎসা বা পরামর্শের জন্য প্রেরিত হলে ভ্রমণ ভাতা প্রাপ্য হইবেন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হলেও টিএ/ডিএ দাবী করা যাবে।

চিকিৎসা ভাতা পেলে এ কি সুবিধা নেয়া যাবে না? যাবে। অথ মন্ত্রণালয়ের ২ মে ১৯৭৫ তারিখের অবি/প্রিব-২/টিএ-১১৪/৭৫/১৬২ নম্বর অফিস স্মারকের মোতাবেক চিকিৎসার জন্য ডাক্তারী ভ্রমণের জন্য স্মারক জারি করা হয়েছে।   যে সমস্ত অসুস্থ সরকারি কর্মচারীবৃন্দ চিকিৎসা অথবা পরামর্শের জন্য তাদের কর্মস্থল থেকে অন্যত্র প্রেরিত হন, তারা বর্তমানের স্থিরকৃত (Fixed) চিকিৎসা ভাতা মঞ্জুরীর পরিপ্রেক্ষিতে কোন ভ্রমণ ভাতা পাবেন কিনা এ বিষয়ে সম্প্রতি কোন কোন ক্ষেত্রে সংশয় দেখা গেছে।

চিকিৎসার জন্য ভ্রমণ ভাতা পাওয়া যাবে? সরকার এতদসম্পর্কিয় সংশ্লিষ্ট বিধিসমূহ পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, বর্তমানে স্থিরকৃত (Fixed) চিকিৎসা ভাতার সহিত চিকিৎসার জন্য ভ্রমণ ভাতা প্রদানের কোনই সম্পর্ক নেই। অতএব, এই মর্মে অবগত করানো যাচ্ছে যে, অসুস্থ সরকারি কর্মচারীবৃন্দ চিকিৎসার জন্য অথবা চিকিৎসকের পরামর্শের জন্য যদি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাদের কর্মস্থল থেকে অন্যত্র প্রেরিত হয় তাহলে তারা (অসুস্থ্য কর্মচারীবৃন্দ) প্রচলিত ভ্রমণ ভাতার বিধান অনুযায়ী ভ্রমণ ভাতা পাবেন।   

চিকিৎসার জন্য দৈনিক ভাতা

চিকিৎসার জন্য কর্মস্থল হতে অন্য প্রেরিত হলে ভ্রমণ ভাতা সংক্রান্ত আদেশটির JPG কপিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *