অনলাইনে বেতন বিল সাবমিট ও বাজেট সংক্রান্ত বিভিন্ন কাজ সহজেই সম্পাদনের জন্য সরকার চালু করেছে iBAS++ যেখানে আপনি খুব অল্প সময়ে আপনার কাজ সেরে নিতে পারে।
আইবাস++ এ কাজ করতে গিয়ে তথ্য ইনপুট বা ভুল তথ্য সংরক্ষনের দরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, অনেক ক্ষেত্রে স্থানীয় হিসাব রক্ষণ অফিসও সহায়তা করতে ব্যর্থ হয়। এ সকল সমস্যার সমাধানের জন্য নিচের হেল্প লাইনগুলোতে চেষ্টা করুন এবং ভিডিও টিউটোরিয়াল দেখে অনলাইনেই সাবমিট করুন আপনার সমস্যাটি।
বাজেট ও বরাদ্দ বিভাজন সম্পর্কিত –
- তাপস কুমার চৌধুরী (01552315123)
- মো: সালাউদ্দিন (01553447101)
বেতন বিল দাখিল ও হিসাবরক্ষণ সম্পর্কিতঃ
- সিএএন্ডএফও (সিএও) – শফিউল আলম শরীফ (ইভান) (01717143500), সাজন দাস (01680594158)
- ঢাকা ও ময়মনসিংহ বিভাগ – মাহফুজুর রহমান (01758050312), বেন আমিন মোকাম্মেল (01717058070)
- চট্টগ্রাম বিভাগ – সোহেল শরীফ তালুকদার (রনি) (01677549951)
- রাজশাহী ও বরিশাল বিভাগ – আশিকুর রহমান (01713364755)
- রংপুর ও খুলনা বিভাগ – মোসান্না হোসেন (01713028627)
- সিলেট বিভাগ – শফিউল আলম শরীফ (ইভান) (01717143500),
সিজিডিএফ – বেন আমিন মোকাম্মেল (01717058070), সব্যসাচী দাস (01515688617)
যেভাবে আপনি আইবাস++ এর মাধ্যমে আপনার সমস্যাটি সহায়তা টিমের কাছে প্রেরণ করবেন।
billalpbifani@gmail.com
Mobile no- 01812314460
Pbi nohakhali
Police buro of investigation(pbi) dhaka
Gulshan Road no- 4 levite Hospital uporsate
resister yourself এখান থেকে প্রবেশ করে ডিপিও এ্যাকাউন্ট খুলতে চাইলে NID দেয়ার দিয়ে কোড পেয়ে প্রবেশ করলাম কিন্তু ই-মেইল এড্রেস ভেরিফাই করতে যে ই-মেইল দি সেটাকে ইনভেলিট/ column E-mail does not belong to table table 1. দেখায়। এ সমস্যা সমাধানে করণীয়?
একটি স্ক্রীন সট দিন প্লিজ।
আমার ইএফটি হচ্ছে না। The employee currently is not active in any post । NID দিয়ে ঢুকার পর এটা দেখাচ্ছে।
contact accounts office. You may release from office
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ জন শিক্ষকের EFT ফরম পূরণ করতে গিয়ে দেখা যায় বার বার Please select correct employee type কথাটি লেখা আসছে । ফলে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে উদ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের পর উদ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতায় ১৬৮ জন শিক্ষকের ফরম পূরণ করা হয়। কিন্ত অবশিষ্ট ২০ জন শিক্ষকের টেকনিক্যাল সমস্যার কারণে এনআইডি নম্বর এর শেষের ০২টি সংখ্যা গড়মিলের কারণে ২০জন শিক্ষকের ফরম এন্ট্রি করা সম্ভব হয়নি বিধায় সঠিক এনআইডি নম্বর লিপিবদ্ধ পূর্বক পূনরায় ২০ জন শিক্ষকের তথ্য সংশ্ষ্টি হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে উদ্ধতন কর্তৃপক্ষ সমীপে প্রেরণ করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও অদ্যাবধি কোন সমাধান না পাওয়ায় ২০ জন শিক্ষককে ফেব্রুয়ারী-২১ মাসের বেতন ভাতা প্রদান করা সম্ভব হয়নি বিধায় এতদবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানানো হল।
লিখিত চিঠি যদি হিসাবরক্ষণ অফিসে পাঠিয়ে থাকেন তবে তার একটি কপি স্ক্যান করে আইবাস++ হেল্প ডেক্স এ প্রেরণ করুন। https://bdservicerules.info/category/ibas-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%A1%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A5%A4-%E0%A6%87-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82/
আমার User ID (৪৮২৪৯০৬৩২৯৩৮৫) Open করা যাচ্ছে না। আইডি ওপেন করার সময় নিম্নবর্ণিত কমান্ড আসে।
১ম বার লগইন করার সময় No DDO Mapped with User. Please map a DDO to User.
২য় বার লগইন করায় সময় An unexpected error has occurred. Please contact the system administrator.
***এই সমস্যার সমাধান কি
Mobile No-01712659920
NID-19654824906329385
অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে। সার্ভারে কাজ চলছে।
আমার এনআইডি দিয়ে employee information entry (new) তে gpf @ loan option না থাকায় আমার বেতন বিল সাবমিট করতে পারছি না। সমাধান চাই। মোবা ০১৭১২৮৭৫৮০৯
অনুগ্রহ করে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন। সমাধান পাবেন।
রেজিস্ট্রার ইউরসেল্ফ এ যাবতীয় ইনপুট দেওয়ার পর পাসওয়ার্ড অাসেনি। এক্ষেত্রে করণীয় কী?
contact accounts office
আমার ডিডিও পরিবর্তন হয়েছে।সেক্ষেত্রে আমাকে কি পুনরায় নতুন ডিডিও আইডি খুলতে হবে। আর ডাটা কি পুনরায় ইনপুট করতে হবে।
এইচ এম ইশার আলী উপজেলা প্রশিক্ষক উপজেলা আনসার ভিডিপি অফিস কলারোয়া সাতক্ষীরা 0171201386
আমার ডিডিও পরিবর্তন হয়েছে সেক্ষত্রে পুনরায় নতুন ডিডিও আইডি খুলতে হবে আর পুনরায় কি ডাটা এন্ট্রি দিতে হবে?ইশার আলী, উপজেলা প্রশিক্ষক ,উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, কলারোয়া ,সাতক্ষীরা
সাময়িক বরখাস্ত অফিসার
No suspension entry link shown
June 20 পর্যন্ত ম্যানুয়াল ok ছিলো
এরপর থেকে কোনো ভা তা তোলা হয়নি
Eft ibas Salary sheet show full amount
No editing option
No suspension link
Please suggest what do I do
At first entry suspension in service stage management and attach documents then submit bill, make sure you have budget in খোরাকি ভাতা কোড।
https://bdservicerules.info/ddo-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-attachment-deputation-lien-prl-suspension-approve-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A5%A4/
রেজিষ্ট্রেশন করতে ভুল করেছি।
Self drawing officer এর জায়গায় DDO দিয়ে সাবমিট করেছি।
NID- 1464036092
Phone- 01740773005
Office code- 104263
contact to respected Accounts office
খোরপোষ ভাতার কোড ডিডিও আইডিতে খোলে দেয়ার জন্য।
সাময়িক বরখাস্ত এর উৎসব ভাতা আসে কিন্তু খোরপোষ ভাতা আসেনা ।
বাজেট ও আছে।
খোরপোষ ভাতার বাজেট থাকলে আসার কথা। ফলো দি লিংক https://bdservicerules.info/ddo-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-attachment-deputation-lien-prl-suspension-approve-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f%e0%a5%a4/
আমার বেতন বিল জানুয়ারি ২০২১ মাসে ইএফটি এর আওতায় আনা হয়। আমি যখন আমার ইএফটি ফরম পূর্বণ করি তখন আমার সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম উত্তোলনের কর্তন সাধারণ ভবিষ্য তহবিলের ছকে পূরণ না করে ভুলক্রমে গৃহ নির্মাণ অগ্রিমের ছকে পূরণ করে ফেলি। ফলে প্রতিমাসে আমার ৭,০০০/- টাকা গৃহ নির্মাণ অগ্রিম ঋণ পরিশোধ বাবদ কর্তন হয়। প্রকৃত পক্ষে আমার কোনো গৃহ নির্মাণ অগ্রিম ঋণ নেই।
এমতাবস্থায়, আমার উক্ত অর্থ ফেরত বা প্রাপ্তির উপায় কি।
আমার জাতীয় পরিচয় পত্র নম্বর-১৯৮২৭২২৭৪০৭১৩৫৭৭০
মোবাইল নম্বর-০১৭২৯৯২৯৩৯৬
অনুগ্রহ করে আপনি আপনার নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।
বিএডিসি তে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম।
এখন ডিপার্টমেন্ট সিফ্ট করে এলজিইডি এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চলে আসছি।
বিএডিসি থেকে আইবাস একাউন্ট রিলিজ করার পড়েও এলজিইডি র জন্য একাউন্ট করতে পারছে না। করনীয় কি?
রিলিজ করার পূর্বে হিসাবরক্ষণ অফিস হতে বেতন সংরক্ষণ করে থাকে। এটি মূলত রিলিট করারও ১০-১৫ দিন আগে করতে হবে। কারণ প্রধান হিসাবরক্ষণ অফিস কর্তৃক Pay Protection সম্পন্ন করতে হয়। আমার জানা মতে। অপেক্ষা করুন হয়ে যাবে।
আমার লগিন আইডি ও মোবাইল নং দিয়ে জুন মাস হতে লগিন করতে না পারায় বেতন বোনাস পাচ্ছি না। লগিন আইডি-nurmohammadsarker_74
Nid-19746512839360919
Mobile-01733295892
অনুগ্রহ পূর্বক সমাধান জানানোর জন্য অনুরোধ রইলো।
সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগযোগ করুন।
আমি একাউন্টস অফিসের একজন কর্মকর্তা। মাসিক একাউন্ট কারেন্ট কিভাবে বের করবো?
আমি হিসাব বিভাগের একজন কর্মকর্তা। মাসিক একাউন্ট কারেন্ট কিভাবে বের করবো? ধন্যবাদ।
মাসিক হিসাব আইবাস++ থেকে বের করতে চাচ্ছেন?
I am Mohammad Emdadul Haque Mondol. Assistant Upazila Education Officer, Shibgonj, Bogura. My NID no-19771010654031014. In according to my NID and certificate my name is correct that is above.But in iBASS++ system my name shown Emddul that is wrong. Correct Emdadul. Please help me.
login to your ibas++ account and submit to help desk
সুপ্রিয়, আমি মোছা: জাকিয়া সুলতানা,সহ:শিক্ষক,শেখহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,সদর,যশোর। আমার 2020 ও 2021 ইনক্রিমেন্ট বাতিল করে 13তম গ্রেডে ফিক্মেশন করেছি এবং সংরক্ষণ নিয়েছে। কিন্তুু দু:খের বিষয় পরেরদিন বেতন নির্দ্ধার বিবরণী প্রিন্ট করার চেষ্টা করি কিন্তুু আইডি ও ভেরিফিকেশন কোড দেওয়ার পর 4 সংখ্যার কোড দিলে ম্যাসেজ দেখাচ্ছে আনার উন্নীত গ্রেডে বেতন নির্দ্ধারন বিবরণীটি প্রক্রীয়াধীন । সম্পন্ন হয়ে বেতন নির্দ্ধারন করা যাবে। দয়া করে সমাধান চাই।
হিসাবরক্ষণ অফিসারের আইডি হতে প্রিন্ট করে অনুমোদন করিয়ে নিন।
জন্ম নিবন্ধন হারিয়ে গেছে
নিবন্ধন অফিস থেকে সংগ্রহ করুন।
আমার বাবা বাংলাদেশ রেলওয়ে তে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করেন, অফিস থেকে জানালো যে আমাদের পরিবারের সকল সদস্য নাকি অফিসে গিয়ে স্ব শরীরে সাক্ষাৎ করতে হবে, আমাদের সকলের এনআইডি/জম্ম নিবন্ধন জমা দিতে হবে.? এই তথ্যটি কতটুকু যৌক্তিক.??
এবং বর্তমানে আব্বুর সাথের সমস্ত সহকর্মীর ইদ বোনাস আসলেও আব্বুর ইদ বোনাস আসে নাই, সেক্ষেত্রে কি করনীয়.??
এমনটি হওয়ার কথা নয়। তবে নমিনি সংক্রান্ত তথ্য এন্ট্রি দিতে হবে তবুও এটার সাথে বেতন বোনাস বন্ধ হওয়ার কোন সম্পর্ক নেই।
জিপিএফ এর নমিনি পরিবর্তনের জন্য New nominee information entry তে তথ্যাদি দেয়ার পর save button push করলে বারবরই দেখাচ্ছে please enter nominee information. আমিতো কোনভাবেই নমিনির তথ্যাদি save করতে পারছি না ।
কয়েকদিন পরে ট্রাই করুন হয়ে যাবে।
আমি সদ্য দ্বিতীয় শ্রেনীর একটা পদে যোগদান করি।আমি আইবাস এ বিল সাবমিট করার পর নিন্মোক্ত এস এম এস এসেছে কিন্তু DDO এর ID তে login করার পর আমার এই বিল দেখাচ্ছে না।আমার এই সমস্যা টি দেখার জন্য অনুরোধ করছি।
Forwarded from +880 1554-702104:
Your salary bill for the month of March-2022 (Bill #34191) has been accepted and forwarded to DDO.
– iBas++
others bill এ গিয়ে চেক করুন।
আমি ডাঃ খালিদ- বিন- কাশিম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)(অতিঃ দাঃ) দেলদুয়ার, টাংগাইল। আমি একটি অতিরিক্ত ডিডিও আইডির জন্য আবেদন করেছি। দেলদুয়ার হিসাব রক্ষন অফিস হতে একটি স্ক্রল নাস্বার দেয়া হয়েছে যা 167071 তাং 26/05/2022. এখনো আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যায় নি। পরবর্তী করনীয় কি জানালে উপকৃত হবো।
হিসাবরক্ষণ অফিস আইডি পাসওয়ার্ড দিবে। হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।
আমার বিদ্যালয়ের নাম-পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,উপজেলা-ফুলবাড়িয়া,জেলা-ময়মনসিংহ কিন্তু আইবাস ++ এ বিদ্যালয়ের নাম নেই। হিসাবরক্ষণ অফিসের সহায়তা নিয়েছি কাজ হয়নি। আপনার সাহায্য একান্ত প্রয়োজন।
ধন্যবাদান্তে,
প্র:শি:
পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফুলবাড়িয়া,ময়মনসিংহ ।
আইবাস++ টিমের সহায়তা নিতে হলে উপযুক্ত ডকুমেন্ট লাগবে এবং হিসাবরক্ষণ অফিসের মাধ্যমেই তাদের সাথে যোগাযোগ করতে হবে।
আমার জুলাই, ২০২২ মাসের জিপিএফ চাদা, কিস্তি কর্তন করা হয় এবং অবশিষ্ট টাকা ব্যাংকে জমা হয়। কিন্তু অনলাইনে জুলাই, ২০২২ মাসের বিল ডাউনলোড করা হলে সেখানে জিপিএফ চাদা, কিস্তি কর্তন ঘরে ০০ দেখাচ্ছে।
প্রথমে বেতন বিল হিসাব করে দেখুন কর্তন নিশ্চিত হয়েছে কিনা। যদি জিপিএফ কেটে থাকে এবং তা জিপিএফ লেজারে হিট করে না থাকে তবে আপনি হিসাবরক্ষণ অফিসে যোগযোগ করুন তার এন্ট্রি দিয়ে দিবে।
আমার ইউজার আইডি সাময়িকভাবে ইনএক্টিভ রাখা হয়েছে।বেতন বিল করতে পারছি না।
হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে একটিভ করে নিতে হবে।
আমি পরিবহন পুল থেকে uno অফিস এ যোগদান করেছি। আমার একার বেতন আলাদা ddo এর মাধ্যেমে সাবমিট করা হয়। ddo ৯০ দিন পার হবার পর পাসওয়ার্ড রিউনিউ করি ০৪-০৪-২০২৩ তারিখে। এখন সমস্যা হলো আমি, আমার বৈশাখী ভাতা এবং ঈদ বোনাস সাবমিট দিতে পারছি না। ফেস্টিবাল বিল এ গেলে এই লেখাটা শো করে।
An unexpected error has occurred. Please contact the system administrator
সেক্ষেত্রে আমি কি করতে পারি। প্লিজ হেল্প মি।
আপনি ব্রাউজার চেঞ্জ করে দেখুন। তাতেও যদি কাজ না হয়। হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে সমাধান করে নিন।
পূর্বের চাকুরিতে পূর্বের NID দিয়ে আইবাস++ এ তথ্য এন্ট্রি করা ছিল(বিঃদ্রঃ পূর্বের চাকুরি হতে ইস্তফা দেওয়ার পরে পে ফিক্সেসন বাতিল করে পুর্বের চাকুরিরত অফিস আইবাস++ থেকে আমাকে রিলিজ করে দিয়েছেন)। বর্তমানে নতুন চাকুরিতে স্মার্ট NID দিয়ে আইবাস++ এ তথ্য এন্ট্রি করায় সমস্যা সৃষ্টি হয়েছে।বলছে বর্তামানে একই ব্যক্তির ২টি তথ্য। এখন সমাধান কিভাবে করব? উপজেলা হিসাব রক্ষণ অফিসারও সমাধান করতে পারছেন না। এখন কি করনিও অনুগ্রহ করে জানালে উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ।
চলতি ফিক্সেশনও বাতিল করতে হবে। মনে রাখবেন আইবাস++ এবং পে ফিক্সেশন দুটি সার্ভার হতেই বাতিল করতে হবে। ডাটা মুছে ফেলতে হবে।
আইবাস++ এর ডাটা কিভাবে এবং কোথায় থেকে বাতিল করা যায়? হিসাব রক্ষণ অফিসারও বিষয়টি ক্লিয়ার হতে পারছেন না কি করবেন? অনুগ্রহ করে জানালে উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ।
হিসাবরক্ষণ অফিসার মাস্টার ডাটা থেকে তথ্য মুছে দিবে এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধান বা ডিডিও রিলিজ করে দিবে। বিভাগীয় বা প্রধান হিসাবরক্ষণ কার্যালয় পে ফিক্সেশন ডিলিট করে দিবে। আপনি দুটি এনআইডি নম্বর হতে ফিক্সেশন তথ্য মুছে দেওয়ার ব্যবস্থা নিন। আপনার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে প্রধান বা বিভাগীয় অফিসে চিঠি প্রেরণ করান।
শ্রদ্ধেয় অ্যাডমিন সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। (হিসাবরক্ষণ অফিসার মাস্টার ডাটা থেকে তথ্য মুছে দিবে এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধান বা ডিডিও রিলিজ করে দিবে) এখানে হিসাবরক্ষণ অফিসার এবং ডিডিও বলতে সংশ্লিষ্ট উপজেলার হিসাবরক্ষণ অফিসার বুঝানো হয়েছে? নাকি অন্য কোনো অফিসার বুঝানো হয়েছে তা যদি অনুগ্রহ করে বলে দিতেন তাহলে ভালো হতো। অগ্রিম ধন্যবাদ।
আমাকে সঠিকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তথ্য প্রদানকারী স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি।
আপনি যে অফিস কর্মরত ছিলেন সেই অফিসের অফিস প্রধান বা ডিডিওকে বুঝানো হয়েছে।
আপনাদের হেল্প ডেস্ক এর মোবাইল নম্বরগুলো ভুল আছে, দয়া করে আপডেট করবেন।
updated.
অনলাইনে দাখিলকৃত গৃহ নির্মাণ ঋণের আবেদন প্রত্যাহারের উপায় কী?
পরবর্তী ধাপে রেসপন্স না করলে বাতিল হয়ে যাবে।
আসসালামু আলাইকুম, আমি ২০ দিনের মত পরিবার পরিকল্পনা তে ফার্মাসিস্ট পদে চাকরি করি এবং শুধু IBAS এ ইনফরমেশন গুলা সেভ করে, ২০ দিন পরে আমি স্বাস্থ্য অধিদপ্তরের একটা চাকরিতে যোগদান করি, এখন এই চাকরিতে পে- ফিকশেসন করতে পারছি না। করনীয় কি বা আগের অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করা যাবে।
হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ মাধ্যমে ফিক্সেশন ডিলিট করুন। ঢাকার ক্ষেত্রে সেগুনবাগিচা, সিজিএ ভবনে যাবেন। উপজেলা বা জেলার ক্ষেত্রে বিভাগীয় অফিসে যোগাযোগ করুন।
আইবাসে খোরাকী ভাতা এন্ট্রি দেয়ার ক্ষেত্রে – স্যালীরী ইন ফরমেশনে 303 কোডে এন্ট্রি দিয়েছি, সার্ভিস ইনফরমেশনে লিভ ইন ব্যারাক-ইয়েস দিয়েছি, বেসিক ইনফরমেশনে ম্যারিজ স্ট্যোটাসে-অবিবাহিত দিয়েছি কিন্তু তারপরও তাহারা বেতনের সাথে খোরাকী ভাতা পায়নি তার কারন কি ?
সার্ভিস স্টেজমেন্ট এ এন্ট্রি করে অনুমোদন করিয়ে নিতে হবে। কর্মককর্তাদের ক্ষেত্রে এজি অফিস এবং কর্মচারীদের ক্ষেত্রে ডিডিও অনুমোদন করবে। খোরাকী ভাতা কোডে বাজেট থাকতে হবে।
আসসালামু আলাইকুম। আমি সদ্য পদোন্নতি প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, নড়াইল ডিসি অফিস, বেতন বিল সাবমিট করার জন্য আইবাসে ইউজার আইডি খুলে সাবমিট করেছি কিন্তু পাসওয়ার্ড মেসেজ পাইনি, ফলে নতুন পাসওয়ার্ড সেট করে লগইন করা সম্ভব হচ্ছে না। কিভাবে সমাধান করব বুঝতে পারছি না
হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন। তারা না পারলে তাদের মাধ্যমে আইবাস++ এ যোগাযোগ করতে হবে।
আমি ইউজার ম্যানুয়াল অনুযায়ী Register Yourself ও Registation করেছি কিন্তু sms এর মাধ্যমে কোনা password পাইনি। এখন আর নতুন করে Registation করতে পারছিনা। NID নম্বর দিলে You have allready submitted iBAS++ user account application which is in progress দেখায়. আগের Registation টি কি বাতিল করে আবার নতুনভাবে Registation করা যাবে ?
এটি কিভাবে সমাধান করতে পারি।
আবার রেজিস্ট্রেশন করা যাবে না। অনুগ্রহ করে ১ বা ২ দিন অপেক্ষা অতরপ হেল্প লাইনে কল করুন।
ডিডিও বদলী হয়েছেন। বর্তমানে নতুন একজন ডিডিও দায়িত্ব নিয়েছেন। জেলা হিসাবরক্ষণ অফিস হতে নতুন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে ডিডিও হিসেবে একটিভ করার জন্য অনুরোধ করে আইবাস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এখনও আইবাস কর্তৃপক্ষ এটা সমাধান করেনি। এখন কিভাবে আমি আইবাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। খাগড়াছড়ি জেলা,চট্টগ্রাম বিভাগ।
আমি জানুয়ারী /২০২৪ পদোন্নতি প্রাপ্ত হয়ে পদোন্নতি প্রাপ্ত পদে যোগদান করে পে ফিক্সেশন করি। কিন্তু বর্তমানে আমি কোন ভ্রমণ ভাতা বিল সাবমিট করতে গেলে পূর্বের পদ দেখায়, এর কারণ এবং সমাধান কি?
হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন। মাস্টার ডাটায় তথ্য পরিবর্তন করে দিলে দেখাবে না।
আমি কৃষি মন্ত্রণালয়ের কর্মরত থাকাকালীন মাউশিতে নিয়োগ পাই চলতি 2024এ 1 ফেব্রুয়ারি
কৃষি থেকে31 জানুয়ারি ইস্তেফা দেই আর সব কিছু সমাপ্তি করতে (release) ৩মাস লাগে ইতিমধ্যে তারা ভুলবসত 2মাস(ফেব-মার্চ) বেতন প্রদান করে। সেটি আমি সম্পূর্ণ শোধ করি। ফেব- জুন 5 মাসের আমার পাওনা মাউশি হতে কিন্তু হিসাবরক্ষক অফিস( AG purana paltan শিক্ষা ) বলে আমার কোন বকেয়া পাওনা নেই বা হলে সেটা আমরা সমাধান করতে পারছি না আপনি ibas অফিসে যোগাযোগ করেন। এখন আপনি kindly সমাধান দেন…..
এটি আইবাস++ কর্তৃপক্ষ, মৎস্য ভবনে গিয়ে সমাধান করতে হবে।
মোবাইল নাম্বার প্রয়োজন
অনুগ্রহ করে মেইল করুন: alaminmia.tangail@gmail.com
Ibas a login korte parci na. Forgot password dile mobile number not registered ase. How to solve?? Defense person.
Accounts office এ যোগাযোগ করুন।
বাজেট এন্ট্রি ইউজার হিসেবে ইউএনও স্যার ছিলেন। ইউএনও স্যার বদলী হওয়ায় বর্তমানে এসিল্যান্ড স্যার দায়িত্বে আছে কিন্তু তিনি এখনও আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান নি। এ মাসেও নতুন ইউএনও স্যার পদায়ন হওয়ার সম্ভাবনা কম। বাজেট এন্ট্রি ইউজার হিসেবে আমি রেজিস্ট্রেশন করেছি আজকে । ডিডিও এর থেকে সিকিউরিটি কোড পাইনি যেহেতু আমাদের ডিডিও নাই। এখন কী করণীয়??
অপেক্ষা করতে হবে। এসিল্যান্ডকে যদি ডিডিও শীপ দেয় বা নতুন ইউএনও আসে তবেই বেতন বিল ফরওয়ার্ড হবে।
কর্মরত কর্মচারীদের বেতন বিলে গেলে সবকিছু ঠিক থাকে কিন্তু সবার নাম দেখায় না । ফলে মাসিক বেতন বিল দাখিল করতে পারছিনা। দয়া করে সমাধান চাই।
এটি সাময়িক। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন।