আনসার রেশন সুবিধা ২০২৫ । বাহিনীর সদস্য দৈনিক রেশন ভাতা ১২০ টাকা পায়?
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থায়ী আনসার ব্যাটালিয়ন সদস্য/সদস্যাদের অনুকূলে দৈনিক রেশন ভাতার বিদ্যমান হার ১০৪/- (একশত চার) টাকা হতে বৃদ্ধি করে ১২০/- (একশত বিশ) টাকা পুন:নির্ধারণ করা হয়েছে-আনসার রেশন সুবিধা ২০২৫
আনসার কি? আনসার হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (Bangladesh Ansar and Village Defence Party)। এটি বাংলাদেশের একটি সুশৃঙ্খল আধাসামরিক বাহিনী। এই বাহিনীর প্রধান কাজ হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সরকারকে সহায়তা করা। আনসার বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা, দুর্যোগ মোকাবিলায় সরকারকে সহায়তা করা, আনসার বাহিনীর ইতিহাস বেশ পুরোনো। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ভারতীয় গার্ডের কিছু সদস্য, যারা পরবর্তীতে পাকিস্তানের নাগরিক হন, তারা আনসার বাহিনী গঠন করেন। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত হয় এবং ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। আনসার বাহিনী দেশের বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আনসারদের বেতন ভাতাদি কেমন? আনসার বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন: আনসার বাহিনীতে বিভিন্ন পদ রয়েছে, যেমন: পিসি, এপিসি, আনসার সদস্য ইত্যাদি। প্রতিটি পদের জন্য বেতন ও ভাতা ভিন্ন। সমতল ও পার্বত্য অঞ্চলে কর্মরত আনসার সদস্যদের ভাতা ভিন্ন হয়। বিভিন্ন ধরনের কাজের জন্য আনসার সদস্যরা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। সাধারণভাবে, আনসার বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা নিম্নরূপ:
- আনসার সদস্যদের দৈনিক ভাতা: আনসার সদস্যদের দৈনিক ভাতা ৫৪০ টাকা।
- আনসার সদস্যদের মাসিক ভাতা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে সমতল এলাকায় মাসিক ১৩ হাজার ৫০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৪ হাজার ২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
- বিভিন্ন পদের ভাতা: পিসি/এপিসি দৈনিক ২৫০/৩৯ টাকা হিসাবে ৩০ দিনে ৭৫১১/৭০ টাকা, আনসার সদস্য ২৬১/০১টাকা হিসাবে ৩০ দিনে ৭০২০/-টাকা বেতন ভাতা হিসাবে প্রাপ্ত হন।
- উৎসব ভাতা: পিসি/এপিসি ৫৫৯৫/৩০ টাকা হারে ২টি এবং আনসার ৫১০৩/৬০ টাকা হারে ২টি উৎসব/বোনাস প্রাপ্ত হন।
- এছাড়া, আনসার সদস্যরা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেশন সুবিধা ২০২৫ । বাহিনীর সদস্য দৈনিক রেশন ভাতা ১২০ টাকা পায়?
আনসার ব্যাটালিয়ন সদস্য/সদস্যাদের দৈনিক রেশন ভাতার পুনঃনির্ধারিত হার ০১ জানুয়ারী ২০২৫ তারিখ হতে কার্যকর হবে; আনসার ব্যাটালিয়ন সদস্য/সদস্যাদের রেশন ভাতা প্রাপ্যতা নিশ্চিতকরতঃ এ ভাতা প্রদান করতে হবে। আনসান ও ভিডিপি অধিদপ্তরের চলতি অর্থবছরের নিজস্ব Resource Ceiling-এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। দৈনিক রেশন ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় প্রশাসনিক ও আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। আনসার ব্যাটালিয়ন সদস্য/সদস্যাদের রেশন ভাতা বৃদ্ধিকরণে ৩১/১২/২০২৪ তারিখের ৭.০০.০০০০.১৭৪.৩০.০০৬.২৩-৭৫ নং স্মারকমূলে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে; এবং এতে মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সদয় অনুমোদন রয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ম শ্রেনীর ২৮৫ জন কর্মকর্তা, ২য় শ্রেণীর ৮১১ জন কর্মকর্তা, ৩য় শ্রেনীর ১৯৬৬ জন কর্মচারী ৪র্থ শ্রেনীর চুক্তিভিত্তিক কর্মচারী ২৬ জন ব্যাটালিয়ন আনসার ১৫৩৬০ জন, মহিলা, আনসার ৬৭২ জন, আনসার ভিডিপি ও টিডিপি প্রশিক্ষণার্থী ৯৩৪৩ জন সহ সর্বমোট ২৮৭৪৫ জন রেশন সুবিধা পান।
- ৪ সদস্য বিশিষ্ট পরিবারের জন্য ৮৬ কেজি রেশন।
- সর্বমোট ২৮,৭৪৫ জনকে রেশন প্রদান করা হয়।
- চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তরাও রেশন পেয়ে থাকেন।
- GPF Calculation by AG Office 2025 । এজি অফিস যে সূত্রগুলো ব্যবহার করে জিপিএফ মুনাফা নির্ণয় করে?
- Bank Officer Loan Ceiling 2025 । ব্যাংক কর্মকর্তাদের গৃহ নির্মাণ ঋণ সিলিং ১ কোটি ২৫ লক্ষ টাকা?
- Interest Free Govt. Loan 2025 । বিনা সুদে ৩০ লক্ষ টাকা ঋণ সুবিধা চান সরকারি কর্মচারীরা?
- অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ । একজন প্রবাসী শুল্ক ছাড়া বছরে সর্বোচ্চ ২টি মোবাইল আনতে পারবে?
- Desertion Pension For Govt. Staff 2025 । নিখোঁজ কর্মচারীর পেনশন কখন করা হয়?
২৮৭৪৫ জন আনসার ব্যাটালিয়ন রেশন সুবিধার আওতায় এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড