আয়কর রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদন।

জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো/ জেলা সঞ্চয় অফিস বা বাংলাদেশ ব্যাংক হতে আয়কর রিটার্ন দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য নিম্নবর্ণিত ছকে আবেদন করে সনদ সংগ্রহ করতে হয়।  কম্পিউটার টাইপ ছকে আবেদন বাঞ্চনীয়। অবশ্যই ই-মেইল এ্যড্রেস ও মোবাইল নম্বর দিতে হবে।

বরাবর,

সহকারী পরিচালক

জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো/ জেলা সঞ্চয় অফিস

………………………………………………………

বিষয়: আয়কর রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদন।

মহোদয়

উপরি উক্ত বিষয়ে বিনীতি নিবেদন এই যে, আমি আপনার অফিস হতে নিম্নবর্ণিত সঞ্চয়পত্রসমূহ ক্রয় করি। ২০……….-…………….অর্থ বছরের আয়কর রিটার্ণ দাখিলের জন্য বর্ণিত সঞ্চয়পত্রসমূহ হতে যে উৎসে আয়কর কর্তন করা হয়েছে তার সনদসমূহ প্রয়োজন। সঞ্চয়পত্র সমূহের আইডি স্লিপ এর ফটোকপি এতদসঙ্গে যুক্ত করা হলো।

ক্রমিক নং সঞ্চয় প্রকল্পের নাম  রেজি নং ক্রয়ের তারিখ টাকার পরিমাণ
০১।
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।

অতএব, মহোদয় আমাকে উৎসে আয়কর কর্তনের সনদসমূহ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

নিবেদক

………………………………………………

নাম-

ঠিকানা-

জাতীয় পরিচয়পত্র নং

মোবাইল নম্বর-

ই-মেইল-

সংযুক্তি-

১। সঞ্চয়পত্রসমূহের আইডি স্লিপ

২। জাতীয় পরিচয়পত্র।

আয়কর রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2976 posts and counting. See all posts by admin

5 thoughts on “আয়কর রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *