উচ্চমান সহকারী হতে “প্রশাসনিক কর্মকর্তা” পদে পদোন্নতির প্রজ্ঞাপন।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বীজ প্রত্যয়ন এজেন্সী’র উচ্চমান সহকারী জনাব মো: ফায়েজ উদ্দিন-কে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১০ম গ্রেড, টাকা ১৬০০০০-৩৮৬৪০/- বেতন স্কেলে ” প্রশাসনিক কর্মকর্তা” এর শূন্য পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। যদি প্রধান সহকারী বা সুপার পদ হতে প্রশাসনিক পদে পদোন্নতির বিধান বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি মন্ত্রণালয়
সম্প্রসারণ-৩ অধিশাখা
www.mopa.gov.bd
নং-১২.০৫৪.০১২.০০.০১৫.২০১৩-৩২; তারিখ: ২১/০১/২০২১
প্রজ্ঞাপন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় এর ০৬ জানুয়ারি ২০২১ তারিখের ৮০.০০.০০০০.১০৮.১২.০২৮.২০২০.০১ সংখ্যক স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বীজ প্রত্যয়ন এজেন্সী’র উচ্চমান সহকারী জনাব মো: ফায়েজ উদ্দিন-কে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১০ম গ্রেড, টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতন স্কেলে ” প্রশাসনিক কর্মকর্তা” এর শূন্য পদে পদোন্নতি প্রদান করা হলো।
২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মো: মনিরুজ্জামান)
উপসচিব
ফোন নং-৯৫৬৮৪১১
উচ্চমান সহকারী হতে প্রশাসনিক কর্মকর্তা” পদে পদোন্নতির প্রজ্ঞাপন: ডাউনলোড