আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

ক্রেডিট কার্ড গ্রহণে আয়কর দিতে হবে কিনা।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৭৫(২) ধারা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়।

(১) সরকারের এমপিও এর অধীনে সুবিধাপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান;
(২) কোন পাবলিক বিশ্ববিদ্যালয়;
(৩) কোন ফান্ড;
(৪) কোন যাদেরকে অফিসিয়াল গেজেটে আদেশ জারীর মাধ্যমে রিটার্ন দাখিল থেকে বোর্ড অব্যাহতি প্রদান করেছেন;
(৫) ১৮৪ এ ধারা অনুযায়ী একজন ব্যক্তি করদাতা যার কোন করযোগ্য আয় নাই কিন্তু তাকে জমি বিক্রির জন্য ১২ ডিজিটের টিআইএন (TIN) নিতে হবে।
(৬) ১৮৪ এ ধারা অনুযায়ী একজন ব্যক্তি করদাতা যার কোন করযোগ্য আয় নাই কিন্তু তাকে ক্রেডিট কার্ড গ্রহণের জন্য ১২ ডিজিটের টিআইএন (TIN নিতে হবে।

TIN থাকলেই রিটার্ণ দাখিল বাধ্যতামূলক কিনা জেনে নেয়া যাক।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *