২০২১-২২ অর্থ বছরের বাজেটে অর্থ আইন, ২০২১ এর মাধ্যমে মূল সংযোজন কর আইন, ২০১২ এর তৃতীয় তফসীলে নিম্নবর্ণিত মূসক আরোপযোগ্য সেবাসমূহের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন করের হারে পরিবর্তন আনয়ন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা
নথি নং-০৮.০১.০০০০.০৭৩.০৩.০০৪.১৩(অংশ-৭)/৩৭৮; তারিখ ০১ জুলাই ২০২১
বিষয়: ২০২১-২২ অর্থবছরের বাজেটে রেস্তোরাঁ খাতে মূসক (ভ্যাট) হার বিষয়ে আনীত পরিবর্তন সমূহ অবহিতকরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, ২০২১-২২ অর্থ বছরের বাজেটে অর্থ আইন, ২০২১ এর মাধ্যমে মূল সংযোজন কর আইন, ২০১২ এর তৃতীয় তফসীলে নিম্নবর্ণিত মূসক আরোপযোগ্য সেবাসমূহের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন করের হারে পরিবর্তন আনয়ন করা হয়েছে:
শিরোনাম সংখ্যা | সেবার কোড | সেবার নাম | ২০২০-২১ অর্থবছরে বলবৎ মূসক হার | ২০২১-২২ অর্থ বছরে পরিবর্তিত মূসক (ভ্যাট) হার |
০০১ | ০০১.২০ | নন এসি রেস্তোরাঁ | ৭.৫% | ৫% |
০০১.২০ | এসি রেস্তোরা | ১৫% | ১০% |
২। এমতাবস্থায়, উপরি উল্লিখিত পরিবর্তন অনুযায়ী EFDMS এ বাস্তবায়ন করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সম্প্রতি প্রামানিক
দ্বিতীয় সচিব
মূসক: তথ্য প্রযুক্তি ও প্রকল্প ব্যবস্থাপনা
রেস্তোরাঁ খাতে মূসক (ভ্যাট) হার পরিবর্তন ২০২১: ডাউনলোড