বাংলাদেশ সরকার নতুন পরিপত্র-সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়িচালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের প্রাপ্যতা যুগোপযোগীকরণের লক্ষ্যে এ বিষয়ে ইত:পূর্বে জারিকৃত সকল পরিপত্র/অফিস স্মারকসমূহ বাতিলপূর্বক সাজ-পোশাকের প্রাপ্যতা, রং ও মূল্য সরকার নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করেছে-সাজ পোশাক (Liveries ) প্রাপ্যতা ২০২৪
সর্বশেষ আদেশ কত সালে জারি হয়েছে? ২০১৩ সালের পরিপত্র বাতিল করে ২০১৮ সালে নতুন পরিপত্র জারি করা হয়েছে। ১৬-২০ তম গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা পরিপত্র। ড্রাইভার ও কারিগরী কর্মচারীদের জন্য ভিন্ন পরিপত্র। গাড়ি চালক ও কারিগরী কর্মচারীদের সাজ পোষাক বা লিভারিজ আলাদা অর্ডারে প্রদান করা হয়।
প্রতি বছর কি কি পোষাক পাওয়া যায়? হাফ সাফারি ০৩ সেট প্রতি দুই বছর পর পর ২৫০০ টাকা। ক্যাপ ০২টি প্রতি দুই বছর পর পর ১৫০ টাকা। স্যান্ডেল ২ জোড়া প্রতি দুই বছর পর পর ১৫০০ টাকা অথার্ৎ প্রতি বছর জুতা মোজা ছাতা পাওয়া যায় এবং ২ বছর পর পর জুতা মোজা ছাতাসহ ফুল সাফারি, হাফ সাফারি পাওয়া যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ জুন ২০১৮ ০৫.০০.১২১.১৮.০২১.০৮.১৭/১(১৫০) নম্বর পরিপত্রের মাধ্যমে যুগউপযোগী পোষাকের মূল্য নির্ধারণ করা হয়েছে।
গাড়ি চালকদের গ্রীষ্মকালীন পোষাক মূল্য নিম্নরূপ: প্রতি দুই বছর অন্তর অন্তর পাবেন(পুরুষ)।
- হাফ সাফারি ০৩টি-২৫০০ টাকা প্রতিসেট
- ক্যাপ ০২টি-১৫০ টাকা প্রতিটি
- জুতা ০২ জোড়া-২০০০ টাকা প্রতি জোড়া
- স্যান্ডেল সু ২ জোড়া-১৫০০ টাকা প্রতি জোড়া
- মোজা ০৪ জোড়া-১৫০ টাকা প্রতি জোড়া
- ছাতা ০১টি-৩০০ টাকা প্রতিটি
- নাম ফলক ০১ টি-১৫০ টাকা প্রতিটি
গাড়ি চালকদের শীতকালীন পোষাক মূল্য নিম্নরূপ: প্রতি দুই বছর অন্তর অন্তর পাবেন (পুরুষ)।
- ফুল সাফারি ০১টি-৩০০০ টাকা প্রতিসেট
- ভি-গলা ফুল সোয়েটার ১টি-১০০০ টাকা প্রতিটি
গাড়ি চালকদের গ্রীষ্মকালীন পোষাক মূল্য নিম্নরূপ: প্রতি দুই বছর অন্তর অন্তর পাবেন(মহিলা)।
- হাফ সাফারি/থ্রি পিস ০৩টি-২৫০০ টাকা প্রতিসেট
- চামড়ার জুতা ০২ জোড়া-১৮০০ টাকা প্রতি জোড়া
- চামড়ার স্যান্ডেল সু ২ জোড়া-১৫০০ টাকা প্রতি জোড়া
- মোজা ০৪ জোড়া-১৫০ টাকা প্রতি জোড়া
- লেডিস ছাতা ০১টি-৩০০ টাকা প্রতিটি
- নাম ফলক ০১ টি-১৫০ টাকা প্রতিটি
গাড়ি চালকদের শীতকালীন পোষাক মূল্য নিম্নরূপ: প্রতি দুই বছর অন্তর অন্তর পাবেন (মহিলা)।
- ফুল সাফারি/থ্রি পিস ০১টি-৩০০০ টাকা প্রতিসেট
- কার্ডিগান ১টি-১০০০ টাকা প্রতিটি
শুধুমাত্র ড্রাইভার ও কারিগারি কর্মচারীদের জন্য প্রযোজ্য । গাড়ি চালকগণ প্রায় ২০ হাজার টাকা পোষাক প্রাপ্য হয়
কারিগরী কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোষাকের প্রাপ্যতাতা সংক্রান্ত পরিপত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
লিভারেজ বা সাজ পোষাক প্রাপ্যতার শর্তাবলী কি?
- সাজ পোশাকের ক্ষেত্রে দেশীয় টেক্সাইল এবং দেশীয় দ্রব্য অগ্রাধিকার দিতে হবে।
- সাজ পোষাক ক্রয়ে সরকারি বিধি অনুসরণ করতে হবে।
- অফিস সময়ে গাড়ি চালক ও কারিগরী কর্মচারীদের প্রদত্ত সাজ পোশাক পরিধান করা বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরূদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ক্রমেই নগদ অর্থ প্রদান করা যাবে না।
প্রশ্নোত্তর পর্ব
- প্রশ্ন: ১৫ গ্রেড ধারী ড্রাইভারও কি পাবে পোষাক?
- উত্তর: হ্যাঁ। উচ্চতর গ্রেড পেয়ে গ্রেড ১৫ হলেও তার মূল বা বেইজ গ্রেড ১৬ তাই তারা পোশাক ও ধোলাই ভাতা পাবে।
সাজ পোষাক / লিভারেজ Liveries 2019 । ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পোষাক প্রাপ্যতা পরিপত্র
bhaiya,,govt office assistant e kono ministry er under e ki specific dress pore thakte hoy???eta ki mendatory???
আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ইলেক্টিশিয়ান পদে চাকরি করি আমি পোশাক বিল পাব কি?
গ্রেড কত? ১৬ হলে পাবেন না।
তাহলে ১৬ নং গ্রেডের কারিগরি কর্মচারি কি সাজ পোশাক পাবেনা
বিধি মোতাবেক তো পাওয়ার কথা। কারণ এই পরিপত্রে গ্রেড উল্লেখ নেই।
পরিবহনের বাহিরে ইলেক্টিশিয়ানরা কী এই পরিপত্র অনুযায়ী সাজ পোষাক পাবে…
না। যদি ১৭-২০ গ্রেডের মধ্যে থাকতেন তবে পেতেন।
আমি 19/03/19 সালে ১ম জয়েন্ট দিছিে, আমি কখন পোষাক ও ধোলাই ভাতা পবো?
দুই বছর পূর্ণ হওয়ার পরই।
সমাজ সেবা অধিদফতরের ১৬ তম গ্রেডের বড় ভাইয়া/ খালাম্মা/নার্স পদের সরকারি চাকুরিজীবীরা কি পোষাক ভাতা প্রাপ্য হবেন?
নার্স পদের জন্য আলাদা আদের্শ রয়েছে।
একজন ষোল গ্রেডের কর্মচারি পোষাক পেতে চাকুরি স্থায়ী হওয়া কি প্রয়োজন আছে? বর্তমানে চাকুরি চার বছর চলছে।রেভিনিউ রাজস্ব খাতে চাকুরি করছে
বর্তমান পরিপত্রে স্থায়ীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে দু বছরের অধিক যেহেতু সেহেতু স্থায়ী না হলে চাকরি করছেন কিভাবে? এ দৃষ্টি থেকে কর্তৃপক্ষ চাইলে দিতে পারে।
করিগরী কর্মচারী কারা?
যেমন ইকুইপমেন্ট এটেনডেন্ট ১৯ গ্রেড মোট কথা বৈদ্যুতিক কাজ বা ইঞ্জিনিয়ারিং কাজের ছোট খাটো পোস্ট যেগুলো ২০-১৭
অফিস সহকারী পদে চলতি দায়িত্বে থাকলে কি পোশাক ভাতা পাবেন?
অফিস সহকারীগণ এখন পোষাক ভাতা পান না। বাতিল করা হয়েছে।
১৬ তম গ্ৰেডের ৮ম শ্রেণী পাশ ড্রাইভার কোন শ্রেণীর । তৃতীয় না চতুর্থ
তৃতীয় শ্রেণীর।
আমি 14/07/2019 সালে জয়েন্ট করেছি । আমি কি সাজ পোশাক পাবো।
আমি 14/07/2019 সালে কৃষি গবেষনায় যোগদান করেছি। আমি কি এখন সাজ পোশাক পাবো।
আমি গাড়ী চালক পদে 14/07/2019 সালে কৃষি গবেষণায় যোগদান করেছি। আমি কি সাজ পোশাক পাবো।
অবশ্যই পাবেন। কেন নয়?
১৫-১১ গ্রেডের কর্মচারীদের কি ড্রেস কোড আছে?
না। মানান সহি হতে হবে। উগ্র ড্রেসআপ যেন না হয়।
গাড়ীচালক কোন শ্রেনীর ৩ না ৪ প্রমানক সহ উত্তর চাই
৩য় শ্রেণীর। ১৬-১১ গ্রেড তৃতীয়। যদিও বর্তমানে গ্রেড পদ্ধতি অনুসৃত। পোষাক প্রাপ্তির জন্য গাড়ি চালক ৩য় শ্রেণীর হলেও পোষাক পাবে।
গাড়ীচালক পদে যোগদানের কতদিন পর পোশাক প্রাপ্য হবে?? দয়া করে জানাবেন।
চাকরি স্থায়ী করণের পর বকেয়া সহ পাওয়া যাবে। এক বছর পর পর ফুল পোষাক। পরের বছর জুতা মোজা ছাতা। মোট কথা প্রতি বছরই পাওয়া যাবে।
আমার পদের নাম টেকনিশিয়ান (কারিগর),গ্রেড -15 পদে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল ম্যাটস,কুমিল্লায় কর্মরত 10জুন 2018 সালের জিও অনুযায়ী আমি সাজ পোষাক(লিভারেজ) প্রাপ্য হব কিনা। উত্তর জানা জরুরী
না। ১৭-২০ গ্রেড হতে হবে।
১১-১৬ গ্রেডের কারিগরি কর্মচারী (যেমন: প্রিন্টিং মেশিন অপারেটর, মেকানিক, প্লাম্বার, ফুড প্রসেসিং টেকনিশিয়ান ইত্যাদি) হলে সাজ-পোশাক ভাতা পাবে কিনা?
১১-১৬ গ্রেড পাবে না।