সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা প্রকাশ করা হয়েছে গত ১ লা জুলাই-২০১৮ খ্রি: তারিখে। এই ঋণের আওতায় এক কর্মকর্তা-কর্মচারিকে সর্বোচ্চ ৭৫ লাখ এবং সর্বনিম্ন ২০ লাখ টাকা ঋণ দেয়া হচ্ছে। এই কার্যক্রম শুরু থেকে গৃহ নির্মাণ ঋণের সুদের হার ছিল ১০ শতাংশ। এর মধ্যে ঋণ গ্রহীতা চাকরিজীবী দেবেন ৫ শতাংশ, বাকি ৫ শতাংশ সরকার থেকে ভর্তুকি দেয়া হবে।
সারসংক্ষেপ:
- ব্যাংক এ ঋণ প্রদান করবেন।
- ২০-৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে।
- চাকুরী অবশ্যই স্থায়ী হতে হবে।
- রাজস্ব খাতে হতে হবে।
- রাষ্ট্রয়াত্ত ব্যাংক, সোনালি, রুপালি, জনতা, অগ্রনী এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কর্তৃক এ ঋণ প্রদান করা হবে।
- বেতন ভাতাদি অটোমেশনের আওতায় থাকতে হবে।
- এ ঋণ সবোর্চ্চ ২০ বছর মেয়াদে প্রদান করা হবে।
সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণের সুদের হার কত । ৫% সরকার বহন করবে অবশিষ্টাংশ কর্মচারীকে বহন করতে হবে।
২০-৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ পাচ্ছে সরকারি চাকরিজীবিরা বিস্তারিত জানতে নীতিমালা দেখুন: ডাউনলোড
Ami akti house loan korte chai ki bave krobo amake janaben ami akjon police
কত টাকার?
আমার চাকরির বয়স এক বছর।আমি কি এই ঋণ নিতে পারবো ? কিভাবে পাবো ?
স্থায়ীকরণ হতে হবে।
Ami akjon teacher.job er boyos 10 bosor. Ami ki pabo.and kibabe.
Ami teacher.house loan nite cai but kibabe.
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলে পাবেন।
প্রথমে ব্যাংকের সাথে কথা বলে, অর্থ মন্ত্রণালয়ের মঞ্জুরীর জন্য পাঠাতে হবে।
আমার স্ত্রী একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমরা 40লাখ টাকা লোন নিতে চাই।
গ্রেড অনুসারে যা হয় তা পাবেন। ব্যাংকে যোগাযোগ করুন।
Pingback: সরকারি গৃহ নির্মাণ ঋণ পেতে অর্থ মন্ত্রণালয় ও জনতা ব্যাংক লিমিটেড’র সাথে ৪% সুদে সমঝোতা স্মারক!
Pingback: সরকারি গৃহ নির্মাণ ঋণ পেতে অর্থ মন্ত্রণালয় ও জনতা ব্যাংক ৪% সুদে সমঝোতা স্মারক!
I HAVE NEED HOUSE LOAN . I AND MY WIFE BOTH GOV, EMPLOYEE. I HAVE NO OWN HOUSE.
AFJAL
talk to bank and try to get approval from ministry of finance
আমি সেনাবাহিনীতে স্থায়ী অসামরিক কর্মচারী আমি এই লোন পাবো?
জি পাবেন না। নীতিমালাটির সংজ্ঞা দেখুন।
Pingback: যে ৫টি বেসরকারি ব্যাংক গৃহ নির্মাণ ঋণ প্রদান করবে সরকারি কর্মচারীদের! - বাংলাদেশ সার্ভিস রুলস
আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে নাকি? আমাদের অগ্রনী ব্যাংক কালিয়াকৈর, গাজীপুর ম্যানেজার তিন মাস ধরে বিভিন্ন অজুহাতে ঘুরাচ্ছে।অলরেডি তার কথার উপর ভিত্তি করে একটা জমি বায়না করা হয়েছে। এখন বলছে জমি কেনার ফর্ম নাই। নানান জায়গায় খুজছি পাচ্ছি না এইভাবে ঘুরাচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না। প্লিজ ভাই একটু সহায়তা করেন।
অনুগ্রহ করে ম্যানেজারকে ম্যানেজ করুন অথবা উক্ত ডকুমেন্ট সংগ্রহ করুন।
আমি মংলা বন্দর কর্তৃপক্ষ একজন স্থায়ী কর্মচারী। আমি কি লোন এর আওতাধীন
না। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
4% গৃহ নির্মান লোন নিলে স্ট্যাম্প শুল্ক ও ফিস মওকুফ। আমি লিংকে পেয়েছি এবং ইউটিউবে দেখেছি।
প্রশ্ন হচ্চে ঃ সেই গেজেটের কপি থাকলে আবশ্যেই দিবেন।
এ রকম তথ্য আমার জানা মতে নেই।
অনেক ধন্যবাদ!! অনেক কিছু জানতে পারলাম।১৩ তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কত টাকা লোন পাওয়া যাবে, কত করে মাসিক কিস্তি দিতে হবে জানালে খুব উপকৃত হতাম।
লোন সাধারণত ব্যাংকে যে টাকা ঢোকে তার অর্ধেক কিস্তি হিসেবে হিসাব করে কত মাসের জন্য নিবেন সেভাবেই নির্ধারণ হয়।
আমি একজন সরকারি কর্মকর্তা। আমার গ্রেড ৯ম। চাকরি স্থায়ী। আমি গৃহ নির্মাণের জন্য ৪০ লাখ টাকা লোন নিলে কিস্তি কত টাকা? ৫% হিসেবে সরকার কত টাকা এবং আমাকে ৫% হিসেবে কতটাকা কিস্তি দিতে হবে? প্লিজ জানাবেন।
১০৮০৫ টাকার মত।