গৃহ নির্মাণ ঋণের আবেদন অগ্রায়ন সংক্রান্ত।

সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালার আওতায় প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ হতে ঋণ আবেদনকারীর আবেদন অর্থ বিভাগে অগ্রায়ন করা হয়। উক্ত আবেদনপত্রের সাথে প্রার্থিত কাগজপত্র সংযুক্ত না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই আবেদনসমূহ নিষ্পত্তি করতে বিলম্ব হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১

গৃহ নির্মাণ ঋণ কোষ

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.২০৬.৯৯.৯৯.০০৭.১৯.৫৭৩; তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২০

বিষয়: সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা, ২০১৯ এর আওতায় গৃহ নির্মাণ ঋণের আবেদন অগ্রায়ন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালার আওতায় প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ হতে ঋণ আবেদনকারীর আবেদন অর্থ বিভাগে অগ্রায়ন করা হয়। উক্ত আবেদনপত্রের সাথে প্রার্থিত কাগজপত্র সংযুক্ত না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই আবেদনসমূহ নিষ্পত্তি করতে বিলম্ব হচ্ছে।

০২। বর্ণিত অবস্থায় নিম্নেবর্ণিত কাগজপত্রসহ ঋণ আবেদনকারীর আবেদন অগ্রায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ক) সরকার কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণের প্রাপ্যতা সংক্রান্ত যথাযথ প্রত্যয়ন (Form-1)- এর মূল কপি।

খ) Online এ বেতন বিল দাখিল সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্র (Form-2) এর মূল কপি।

গ) সংশ্লিষ্ট ব্যাংক প্রদত্ত মঞ্জুরীপত্রসহ  iBAS++ সফটওয়্যার অনুসরণপূর্বক প্রস্তুতকৃত Repayment Schedule -এর মূল কপি।

উল্লেখ্য, Form-1 এবং Form-2 এর নমুনা অর্থ বিভাগের website (www.mof.gov.bd) এ প্রদর্শিত আছে।

(দিল আফরোজা)

উপসচিব

ফোন: ৯৫৪৬১২০

সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা, ২০১৯ এর আওতায় গৃহ নির্মাণ ঋণের আবেদন অগ্রায়ন সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *