বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

Govt Staff Higher Scale Pay Fixation । জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ মােতাবেক বেতন নির্ধারণ সংক্রান্ত পৃষ্ঠাংকন।

অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগের এসআরও নং ৮১-আইন/২০১৬ তারিখ ৩০ মার্চ, ২০১৬ এ ১লা জুলাই, ২০১৫ খ্রি: তারিখ হতে ৩০ জুন, ২০১৬ খ্রি. তারিখ পর্যন্ত কোন কর্মচারী যে তারিখে বার্ষিক বর্ধিত বেতন প্রাপ্য হতেন সে তারিখের পরিবর্তে সকল কর্মচারী ১৫/১২/২০১৫ খ্রি. তারিখে বার্ষিক বর্ধিত বেতন প্রাপ্য হবেন মর্মে নির্দেশনা রয়েছে। ফলে উপজেলা/থানা রিসাের্স সেন্টারে কর্মরত ইনস্ট্রাক্টরগণের ৬ষ্ঠ গ্রেড (উচ্চতর গ্রেড) প্রাপ্তির পূর্বে ১৫/১২/২০১৫ খ্রি. তারিখে বার্ষিক বেতন বৃদ্ধির পর প্রাপ্য বেতনের ভিত্তিতে ৬ষ্ঠ গ্রেডে (উচ্চতর গ্রেড) বেতন নির্ধারিত হবে। এ সংক্রান্ত পত্রে সিজিএ কর্তৃক পৃষ্ঠাংকন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন-১ অধিশাখা।

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০১৯.১১:০৪ তারিখঃ ২০ জুন, ২০২২ খ্রি.

বিষয়ঃ জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ মােতাবেক উচ্চতর গ্রেড প্রাপ্যতার তারিখ এবং বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ একই হলে বেতন নির্ধারণ। 

সূত্রঃ (১) হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং ০৭.০৩.০০০০.০০০.০৩.৪৮৯.০৩.২১, তারিখ ০৩/০২/২০২২

(২) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০১.০৩১.০০,০০,০১৭.২০১৩.২৩১, তারিখ ২৬/০৫/২০২২।

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রদ্বয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগের এসআরও নং ৮১-আইন/২০১৬ তারিখ ৩০ মার্চ, ২০১৬ এ ১লা জুলাই, ২০১৫ খ্রি: তারিখ হতে ৩০ জুন, ২০১৬ খ্রি. তারিখ পর্যন্ত কোন কর্মচারী যে তারিখে বার্ষিক বর্ধিত বেতন প্রাপ্য হতেন সে তারিখের পরিবর্তে সকল কর্মচারী ১৫/১২/২০১৫ খ্রি. তারিখে বার্ষিক বর্ধিত বেতন প্রাপ্য হবেন মর্মে নির্দেশনা রয়েছে। ফলে উপজেলা/থানা রিসাের্স সেন্টারে কর্মরত ইনস্ট্রাক্টরগণের ৬ষ্ঠ গ্রেড (উচ্চতর গ্রেড) প্রাপ্তির পূর্বে ১৫/১২/২০১৫ খ্রি. তারিখে বার্ষিক বেতন বৃদ্ধির পর প্রাপ্য বেতনের ভিত্তিতে ৬ষ্ঠ গ্রেডে (উচ্চতর গ্রেড) বেতন নির্ধারিত হবে।

(মােঃ সফিউল আলম)

উপসচিব

 

জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ মােতাবেক বেতন নির্ধারণ সংক্রান্ত পৃষ্ঠাংকন: ডাউনলোড

উচ্চতর গ্রেড প্রাপ্যতার তারিখ এবং বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ একই হলে বেতন নির্ধারণ পদ্ধতি ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *