সরকারি কর্মচারীদের ফিডার পদে পদোন্নতির বয়স পূর্ণ হলে সাধারণত পদোন্নতির জন্য আবেদন করতে হয়। অটো পদোন্নতির কোন সুযোগ নেই। তাই আবেদন করতে হয় এবং আবেদনের সাথে কিছু সংযোজনী প্রদান করতে হয়। নিচে আবেদনের নমুনা ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাট দেওয়া হলো।

বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর, ৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি
শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭।

(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়: হিসাব সহকারী পদে বিভাগীয় কোটায় পদোন্নতির জন্য আবেদন।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ০৭/০৮/২০১৩ খ্রি: তারিখের ১৫.৫৩.০০০০.০১৩.১১.০০৩.১৩-৩৪৫ (২৯) নম্বর অফিস আদেশ মোতাবেক অফিস সহায়ক পদে বাংলাদেশ বেতার, সাভার, ঢাকায় ১৮/০৯/২০১৩ খ্রি: তারিখে যোগদান করে সন্তোষজনকভাবে চাকুরী করে আসছি। নন-ক্যাডার অফিসার ও কর্মচারীদের নিয়োগবিধি,১৯৮৫ এর তাফশীল এর ৪১ নং ক্রমিক অনুসারে বর্তমান পদে আমার চাকুরীর বয়স ০৪ বছর ০৮ মাস পূর্ণ হওয়ায় আমি পদোন্নতির আবেদন জানাচ্ছি।

অতএব, হুজুর সমীপে বিনীত প্রার্থনা, দয়া করে আমাকে নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় কোটায় হিসাব সহকারী পদে পদোন্নতি দিতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক,
তারিখ:

(————————)
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।
সংযুক্ত:
১। নিয়োগ পত্রের অফিস আদেশের সত্যায়িত ফটোকপি।
২। যোগদানের অফিস আদেশের সত্যায়িত ফটোকপি।
৩। দাপ্তরিক কর্ম বন্টনের অফিস আদেশের সত্যায়িত ফটোকপি।
৪। শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি।
৫। চাকুরীর সন্তোষজনক প্রত্যয়ন পত্র।
৬। চাকুরী স্থায়ীকরণ আদেশের সত্যায়িত ফটোকপি।

চাকুরী সন্তোষজনক প্রত্যয়নপত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে,, বাংলাদেশ বেতার, সাভার, ঢাকার অফিস সহায়ক জনাব মোঃ ———– গত ১৮/০৯/২০১৩ খ্রি: তারিখ অত্র দপ্তরে যোগদান করেন। রেকর্ড মোতাবেক তার চাকুরী সন্তোষজনক।

  • হিসাব সহকারী পদে পদোন্নতির জন্য আবেদন পত্রের নমুনার ওয়ার্ড ফাইল ও পিডিএফ কপি সংগ্রহ করুন: ডাউনলোড
  • পদোন্নতির জন্য আবেদনপত্র Word File সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
  • পদোন্নতির জন্য আবেদনপত্র PDF File সংগ্রহ করতে পারেন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3063 posts and counting. See all posts by admin

3 thoughts on “Promotion Letter For Govt. Employee Sample । পদোন্নতির জন্য আবেদন করবেন যেভাবে।

  • চাকুরীর শিক্ষানবিশ কাল শেষে স্থায়ী করনের জন্য আবেদনের ফরমেট দিলে উপকৃত হব।

  • টিউটোরিয়াল ক্যাটাগরিতে যান।

  • Hmm it looks like your blog ate my first comment (it was super long) so I guess I’ll just sum it
    up what I had written and say, I’m thoroughly enjoying your blog.
    I as well am an aspiring blog writer but I’m still new to everything.
    Do you have any points for rookie blog writers?
    I’d certainly appreciate it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *