প্রশিক্ষক সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হার পুন: নির্ধারণ।
মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হার নির্দেশক্রমে নিম্নরুপভাবে পুন:নির্ধারণ করা হয়েছে।
১. প্রশিক্ষক সম্মানী
ক) ১,২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে প্রতি ঘন্টার সেশনের জন্য(যুগ্নসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের জন্য)
খ. ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে প্রতি ঘন্টার সেশনের জন্য(উপ-সচিব ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য)
২. প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা
ক) ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য(৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের জন্য)
খ) ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য(১০ম গ্রেড ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য)
৩. কোর্স পরিচালকের সম্মানী (যদি থাকে)
১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য।
৪. কোর্স সমন্বয়কের সম্মানী (যদি থাকে)
৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য।
৫. সাপোর্ট স্টাফদের সম্মানী (প্রতি কোর্সে সর্বোচ্চ ৩ জন)
৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে জন প্রতি প্রতি দিনের জন্য।
৬. প্রশিক্ষনার্থীদের চা/নাস্তা
প্রতি বেলা ৪০ টাকা হারে ২ বেলা সর্বোচ্চ ৮০ টাকা জনপ্রতি দৈনিক।
৭. প্রশিক্ষণার্থীদের দুপুরের খাবার (দিনব্যাপী প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে)
সর্বোচ্চ ৫০০ টাকা জনপ্রতি দৈনিক।
পুন: নির্ধারণ আদেশ ২০১৯ মোতাবেক বেড়ে গেল প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীদের ভাতা, চা নাস্তা ও দুপুরের খাবার/ নাস্তার হার।
মূল আদেশের JPEG কপিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
নির্দিষ্ট কাজের জন্য প্রদত্ত সম্মানী ভাতা ও দিনের দৈনিক ভাতা একত্রে প্রাপ্যতা প্রসংগে
আলাদা প্রদানের সুযোগ নাই। আউটসোর্সিং বিধিমালা দেখুন।
ইন হাউজ প্রশিক্ষণে কোর্স কোঅর্ডিনেটর ৩য় শেণীর কর্মচারী হতে পারবে কিনা?
পারবে।
প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হলে দৈনিক ভাতা প্রাপ্য নয়, এরকম একটা আদেশ আছে। এটা কোথায় খুজে পাবো জানালে উপকৃত হবো। আদেশের কপিটি ইমেইল করলে আরো খুশি হবো।
অগ্রিম ধন্যবাদ
আমার জানামতে সরাসরি এমন আদেশ নেই। তবে একই কাজের জন্য একাধিক সুবিধা প্রাপ্য হবেন না।