বয়স্ক ভাতা প্রাপ্তিতে আর কোন বিড়ম্বনা নয়। বয়স্ক ভাতার আবেদন এখন অনলাইনেই করা যাবে এবং বয়স্ক ভাতার আবেদন করতে এখন অফলাইন ফরম সংগ্রহ করতে হবে না।
বয়স্ক ভাতা নিয়ে তালবাহানার শেষ হতে যাচ্ছে। তাই কোন কম্পিউটারের দোকানে বসেই সেড়ে ফেলুন বয়স্ক ভাতার আবেদন অথবা ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে আবেদন করুন। বয়স্ক ও বিধবা ভাতা অনলাইন আবেদন করা যায়। আবেদন করতে এখানে ক্লিক করুন।
বয়স্ক ভাতার টাকা কবে দিবে? বয়স্ক ভাতার টাকা চলতি মাসের শুরু হতেই প্রদান করা শুরু হয়েছে। যারা বয়স্ক ভাতা এখনও পাননি ধৈর্য ধরুন এবং নিশ্চিত হউন যে, আপনি নগদে একাউন্ট খুলে জমা দিয়েছেন। বর্তমানে সরকারি ভাতা গুলো নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনার তথ্য যদি আপডেট করা না থাকে তবে আপনি ইউনিয়ন সেবা কেন্দ্রে অথবা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে তথ্য সংশোধন করে নিবেন। মাসিক ৬০০ টাকা হিসেব করে ৩ মাস বা ৬ মাস অন্তর বয়স্ক ভাতা প্রদান করা হয় মোবাইলে।
বয়স্ক ভাতার ফরম কোথায় পাবো? আপনি বয়স্ক ভাতার ফরমের জন্য ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্রে যোগাযোগ করুন অথবা অনলাইন হতেও ডাউনলোড করা যায়। অনলাইন হতে বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যারা নতুন ভাতা গ্রহনে ইচ্ছুক তাদের জন্য ভাতা প্রাপ্তির যোগ্যতা
আবেদন করতে যা যা লাগবে
ভাতার টাকা বিকাশ নাকি নগদে প্রদান করা হয়?
https://technicalalamin.com/%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a9-%e0%a5%a4/
আমার আইডি শংসধিত করতে চাই /আগের বয়স
03/09/1977/
শংসধিত বয়স
15/12/1988/এটা আমার নতুন আবেদন আইডি আমি এটার শংসধিত চাই/ আর আমার বডি শিকনেচার আছে কালাম হবে/ মফিকুল
আমি সব কিছু দিছি কিনতু আমার একানে বারবার ওয়াট কুজতেছ কিনতু আমার াওয়াট এখানে দিতে পারতিছ না। কেনো?
পরিষদে যোগাযোগ করুন।
এখন তো আর আবেদন করা যাচ্চে না
আর কবে থেকে আবেদন করা যাবে
কিছু যদি বলতেন
এখন স্থগিত আছে। নোটিশ দিলে আবেদন করবেন।
আবেদন করেছি অনেকদিন হয়েছে।সকল কাগজপত্র জমাও দিয়েছি কিন্তু এখনও ভাতার টাকা পাইনি
হেল্প লাইনে একটু যোগাযোগ করুন। বর্তমানে আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে।
এই আবেদন টি কত দিন পর চালো হতে পারে
এটি সাময়িক সমস্যা দ্রুত সমাধান হবে আশা করছি।
আমিও তো অনেক দিন ধরে দেখতেছি অনলাইনে আবেদন স্থগিত। কবে খুলবে একটু বললে ভালো হতো।
অপেক্ষা করুন।
আমি অনেক দিন যাবত বয়স্ক ভাতার আবেদন করেছি এখন ও টাকা পাচ্ছিনা কেন
অপেক্ষা করতে হবে।
md faruk islam
সাইটে ডোকা যাচ্ছে না কেন?
ভাই প্রায় ৪ ঘন্টা ধরে বসে আছি আবেদন এর link গেলে এই লেখা আসে Whoops, looks like something went wrong. এখন কি করার আছে ?
সার্ভার ডাউন। কি আর করবেন অপেক্ষা ছাড়া?
সার্ভার ডাউন।
কবে থেকে ওয়েব সাইড বন্দ হলো। বয়স্ক ভাতার আবেদন কি আর ২০২২ সালে হবে না?
অপেক্ষা করুন হবে। মেইনটেইন্স কাজ চলছে।
manobistudioandelectronics@gmail.com
সিস্টেম উন্নয়নের কাজ চলছে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সিস্টেম উন্নয়নের কাজ চলছে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আবেদন জমা দানের শেষ তারিখ বেধে দিয়ে এই ধরণের প্রহসন কেন ভাই? আপনারা কবে মানুষ হবেন?
সার্ভার ডাউন অনুগ্রহ করে অপেক্ষা করুন।
আবেদন ত করতে পারছি ন। সার্ভার বন্ধ। কখন খুলবেন যদি একটু বলতেন। সময় ও ত শেষের দিকে
অপেক্ষা করা ছাড়া উপায় নাই। টাইম এক্সটেনশন হতে পারে।
ভাই দয়া করে সার্ভারটা চালু করে দেন *** সময় সীমা তো অনেক কম।
দ্রুতই হবে আশা করছি
ভাই কবে ঠিক হবে।
আবেদনের সাইড বন্ধ দেখােচ্ছে
অপেক্ষা করুন।
শিগ্রই অবশ্যই।
ভাই আবেদন করতে পারছি না তো কবে ঠিক হবে জানেন ক ভাই
mesars.shawontraders@gmail.com
আবেদনের সাইট বন্ধ দেখাচ্ছে
আপডেটের কাজ চলছে
একটু অপেক্ষা করতে হবে।
পুর্বে আবেদন করা হয়ছে লেখা আসে ভাইয়া ফরম টা ডাউনলোড করার উপায় বলেদেন পিলিচ
এখন অনলাইনেই আবেদন করতে হবে।
আগের করা আবেদনপত্র পিন্ট দিবো কিভাবে ?
ভাতার আইডি কপি প্রিন্ট দেওয়ার আগে পেচটি কেটি গিয়েছে। আইডি কপি পাব কি ভাবে
বগুড়া জেলা নাই কেনো।
কে বারে হামরা বগুড়ার মানুষ কি ভাতা পামো না নাকি।
প্রকল্পের আওতায় নাই।
সমাজসেবা অধিদপ্তরে যোগযোগ করুন। পেয়ে যাবেন।
আগের টা প্রিন্ট দিতে হবে না। যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
আমার একটি সমস্যা দেখা দিয়েছে। আমি আবেদন করার পর আবেদন ফরমটি ডাউনলোড করে না রাখায় পুনরায় অনলাইন আবেদন কাজটি প্রিন্ট করতে পারছিনা। কিভাবে অনলাইন আবেদনকৃত কাগজটি পাব?
ইউনিয়ন পরিষদের সমাজসেবা কর্মীর সাথে যোগাযোগ করুন।
আগের আবেদন করা সে গুলো প্রিন্ট দিবো কিভাবে
আমি একটি আবেদন করেছি কিন্তু মোবাইল নম্বর টা আরেকজনের নামে রেজিস্টেশন করা। সেক্ষেত্রে করনীয় কী ?
ভাই বয়স্ক ভাতা আবেদন করতে গিয়ে Whoops, looks like something went wrong.
এটা কেন দেখাচ্চছে ভাই
সার্ভার লোড বেশি।
নিচের নামে একটি মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে নিতে হবে।
সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রিন্ট দিতে হবে।
আমি আবেদন করেছি, কিন্তু পিন্ট করতে পারিনি,এখন পিন্ট কপি পাওয়ার উপায় জানতো চাই?
সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করুন। ইউনিয়নপরিষদে গেলেও হবে।
আমি কাগজটা পিন্ট করতে পারিনি,এখন নতুন করে পিন্ট কপি হাতে পাবে কিভাবে পিলিজ জানাবেন স্যার?
ইউনিয়ন পরিষদ বা সমাজসেবা কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। প্রিন্ট করে দিবে।
আবেদন পত্র হারানো গেলে আবার ডাউনলোড করা যায়? আর না গেলে সে ক্ষেত্রে করণীয় কী?
ওয়া্ড দেখাচ্ছে না কেন
AMI
সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করুন বা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে ডাউনলোড করে দিবে।
আগে যারা আবেদন করেছে কিন্তু টাকা পায়নি তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা করা হবে?
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
১। বর্তমান ঠিকানায়, চট্টগ্রাম বিভাবের কক্সবাজার জেলার কোন অপশন নাই। বাংলাদেশের মানচিত্র থেকে কক্সবাজার জেলা কি বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে নাকি?
২। টেকনাফ উপজেলার, টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাড়া আর কোন ওয়ার্ড এর অপশন ই আসতেছে না। এইটার সলিউশন কি?
এটার সল্যুসন হচ্ছে অপেক্ষা করতে হবে। এখনও ঐ এলাকাগুলো অনলাইনে আবেদনের আওতায় আনা হয়নি। ক্রমান্বয়ে হবে।
স্যার,
আমি ২০১৪ সালে রিটায়ার করেছি। ২০১৫ সাল থেকে পেনশন পাচ্ছি। আমি ব্রেইনের একটি রোগে ভূগছি। এতে হাটার সময় ব্যালান্স রাখতে পারিনা। ডাক্তার আমাকে এম আর আই করতে বলেছে। অনেক টাকার প্রয়োজন। আমার এখন ৭২ বৎসর। পেনশনের টাকায় আমার সংসার চলেনা। আমি কি বয়স্ক ভাতা পাবো?
না পাবেন না। তবে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর্থিক সাহায্যের আবেদন এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে আর্থিক সহায়তার আবেদন করতে পারেন। চিকিৎসার ব্যবস্থাপত্র অবশ্যই যুক্ত করে আবেদন করবেন।
১৫ মার্চের পর বয়স্ক ভাতার আবেদনের সুযোগ হবে কি?
কৌশলে আমার আইডি ব্যবহার করে অন্য একজন বয়স্ক ভাতা ভোগ করছে কিভাবে জানতে পারবো কোন ব্যক্তি আমার ভাতা নিচ্ছে?
অনলাইনে জানা সম্ভব না। আপনি স্থানীয় ইউনিয়ন অফিসে যোগাযোগ করুন। তবে আপনি যদি বয়স্ক ভাতার আবেদন করতে যান তবে ইতোমধ্যে আবেদন করা হয়েছে দেখাবে। বর্তমানে আবেদন বন্ধ আছে।
অনলাইনে আবেদন করেছি , আর কোন প্রসেস আছে কি ভাই, থাকলে জানাবেন
ইউনিয়ন পরিষদে সমাজসেবা দপ্তরে যোগাযোগ রাখুন।
সাধারণ মানুষ গুলোকে অনেক সহযোগিতা করা জন্য অনুরোধ রইল,, চেয়ারম্যান, মেম্বার,, এবং সমাজসেবা অধিদপ্তর টাকা নিয়ে কার্ড করে দিচ্ছে এর একটা ব্যবস্থা নেওয়া হইক,,
অনলাইন আবেদন এটি অনেকটাই রোড করবে। যদি সম্পূর্ণ অটোমেশন আনা হয়। ধন্যবাদ
Aedon korchi kintu copy download/print kori nai
ekhon ki kore paowa jabe??
ইউপি উদ্যোক্তার সাথে যোগাযোগ করুন।
Pingback: বয়স্ক ভাতা ২০২৩ । প্রতি বছর কয়বার বয়স্ক ভাতা প্রদান করা হয়? » বাংলাদেশ সার্ভিস রুলস