বিদেশ ভ্রমণ ভাতা বিধি ২০১৫

কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন অঞ্চল/দেশ ভিত্তিক বৈদেশিক মুদ্রায় নির্ধারিত সর্বসাকুল্য ভাতা (Comprehensive Allowance) আদেশ জারীর তারিখ থেকে ৩০% বৃদ্ধি করে নিম্নেবর্ণিত হারে নির্দেশক্রমে পুন: নির্ধারণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

ব্যয় নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ

ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা-২

নং- ০৭.১৫২.০৯৯.০০.০০১.২০০৪.৩৫ তারিখ: ২৪-০৮-২০১৫ খ্রি:

পরিপত্র

বিষয়: সরকারি কাজে বিদেশ ভ্রমনকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য সর্বসাকুল্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত

উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের বিগত ০৯ অক্টোবর ২০১২ তারিখের অম/অবি/ব্যা:নি:-২/২(১৯)২০০০-০৪/অংশ-১/২২১(১০০০) নং স্মারকের ৪নং অনুচ্ছেদের (ক) ও (খ) -এ বর্ণিত বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গ এবং ৬ নং অনুচ্ছেদের (ক) তে বর্ণিত সাধারণ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন অঞ্চল/দেশ ভিত্তিক বৈদেশিক মুদ্রায় নির্ধারিত সর্বসাকুল্য ভাতা (Comprehensive Allowance) আদেশ জারীর তারিখ থেকে ৩০% বৃদ্ধি করে নিম্নেবর্ণিত হারে নির্দেশক্রমে পুন: নির্ধারণ করা হলো:

কর্মকর্তার পর্যায় বর্তমান নির্ধারিত সর্বসাকুল্য ভাতা (Comprehensive Allowance) মার্কিন ডলারে
গ্রুপ-১ গ্রুপ-২ গ্রুপ-৩
(বিশেষ পর্যায়ের (ক) –(২) উপ-পর্যায়) ৩২৮ ২৬৩ ২৬৩
সাধারণ পর্যায়  
২৬৩ ২১৫ ১৯৬
২৩১ ১৯৬ ১৭৮
২১৫ ১৭৮ ১৬৫
১৭৮ ১৫০ ১৩১

(বিলকিস জাহান রিমি)

উপ সচিব

সরকারি কাজে বিদেশ ভ্রমনকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য সর্বসাকুল্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *