বেসরকারি নিরাময় কেন্দ্রসমূহের রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও মাদকাসক্তির চিকিৎসার প্রসাব ঘটানোর জন্য বেসরকারী মাদকাসাক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর জন্য সরকারী অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৯ প্রণয়ন করা হয়েছে।
১। শিরোনাম: এই নীতিমালা ” বেসরকারী মাদকাসাক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর জন্য সরকারী অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৯” নামে অভিহিত হইবে।
২। প্রয়োগ ও প্রবর্তন: এ নীতিমালা ০১ জানুয়ারি, ২০২০ তারিখ হতে কার্যকর হইবে।
৩। সংজ্ঞা:
৪। অনুদান প্রদানের উদ্দেশ্য।
৫। আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন পদ্ধতি।
৬। অগ্রাধিকার।
৭। অনুদান প্রাপ্তির শর্তাবলী।
৮। যাচাই বাছাই কমিটির কার্যপরিধি।
৯। মহাপরিচালকের ক্ষমতা।
১০। অনুদান প্রাপ্তির সময়কাল।
১১। আবেদন আহবান পদ্ধতি।
১২। অনুদানের অর্থ বন্টন পদ্ধতি।
১৩। আবেদন আহবান ও প্রক্রিয়াকরণ সময়সীমা।
১৪। সংশোধনের ক্ষমতা।
বেসরকারী মাদকাসাক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর জন্য সরকারী অনুদান সংক্রান্ত নীতিমালা ২০১৯ : ডাউনলোড