আর্থিক ক্ষমতা অর্পন নীতিমালা,২০২০, আর্থিক ক্ষমতা অর্পণ, ২০২০ অনুসারে যানবাহন মেরামত,মনিহারি ক্রয়, RFQ পদ্ধতিতে পন্য ক্রয় ও মেরামত এবং DPM /CPM পদ্ধতিতে পন্য ক্রয় ও মেরামত ব্যয় সীমা আঞ্চলিক অফিস (ক শ্রেণীর অফিসের অন্তর্ভুক্ত) হওয়ায় নিম্নরূপ ভাবে নির্ধারণ করা হয়েছে।

ক্রমিক নংখাতসমূহআর্থিক ক্ষমতা (আর্থিক বছরে ব্যয় সীমা)মন্তব্য
০১।অন্যান্য মনিহারি৩.০০ লক্ষ টাকা পর্যন্ত। 
০২।মোটরযান মেরামতঅনুর্ধ্ব ৫০ হাজর টাকা।(একটি যানবাহন) 
০৩।অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি মেরামতপূর্ণক্ষমতা বাজেট থাকা সাপেক্ষে (পিপিআর বিধি মতে) 
০৪।সরাসরি নগদ ক্রয় (Cash Purchase)একক ক্ষেত্রে ২৫ হাজার টাকা। তবে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত। 
০৫।পন্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় (RFQ)দেশের অভ্যন্তরে প্রতিক্ষেত্রে এককালীন ৫ লক্ষ টাকা যার বার্ষিক সীমা সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা। 
০৬।পূর্ত কার্য ও ভৌত সেবাপ্রতিক্ষেত্রে এককালীন ১০ লক্ষ টাকা যার বার্ষিক সীমা সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা। 
০৭।দাপ্তরিক সভা এবং বোর্ড/কমিটি/কমিশন ইত্যাদির সভায় অপ্যায়ন ব্যয়জনপ্রতি ৪০ টাকা হারে সর্বমোট ৫০ জনের ২ হাজার টাকা এবং ৫০০ টাকা হারে সর্বোচ্চ ১০০ জনের ৫০ হাজার টাকা। 
০৭।বিদ্যুৎ, পানি এবং অন্যান্য ফি/কর পরিশোধবাজেট থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। 
০৮।ডাক, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট এবং টেলিফোন বিল পরিশোধবিদ্যামান বিধি ও শর্ত পালন এবং বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। 
০৯।সার্ভিস পোস্টেজবাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। 
১০।প্রচার, বিজ্ঞাপন, পরিবহন ব্যয়বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। 
১১।আউসোর্সিং এর মাধ্যমে সেবা ক্রয়/গ্রহণবাজেট বরাদ্দ, অর্থ বিভাগের সম্মতি, স্কিম দলিলে সংশ্লিষ্ট আইটেম বরাদ্দ এবং পিপিআর প্রতিপালন। 
১২।শ্রমিকের মজুরিবাজেট বরাদ্দ, অর্থ বিভাগ কর্তৃক নির্ধারিত হার পরিপালন এবং স্কিমের ক্ষেত্রে স্কিম দলিলে সংশ্লিষ্ট আইটেম অন্তর্ভূক্ত থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। 
১৩।সরকারি গাড়ি/ যানবাহন নিবন্ধন ও ফিটনেস বাবদ ব্যয়বিদ্যমান বিধি ও শর্তপালনসহ বাজেট বরাদ্দ সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। 
১৪।প্রশিক্ষণ কোর্সের অপ্যায়ন ব্যয়রিফ্রেসমেন্ট বাবদ জনপ্রতি ৪০ টাকা এবং দুপুর/রাতের খাবার বাবদ ৩০০ টাকা। 
১৫।ভ্রমণ ব্যয় মঞ্জুরিপূর্ণ ক্ষমতা। 
১৬।কম্পিউটার সামগ্রীবাজেট থাকা সাপেক্ষে ৫.০০ লক্ষ টাকা পর্যন্ত। 
১৭।ব্যবহারের/মেরামতের অযোগ্য দ্রব্য সামগ্রি বিক্রয়প্রকাশ্য নিাম/টেন্ডার/টেন্ডার/কোটেশনের শর্তে পূর্ণ ক্ষমতা। 
১৮।অনুমোদিত স্কিমের প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত আদেশ জারীশুণ্য ক্ষমতা। 
    
    

যানবাহন মেরামত,মনিহারি ক্রয়, RFQ/DPM/CPM পদ্ধতিতে পন্য ক্রয় ও মেরামতে ব্যয় সীমা: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2986 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *