গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর অধীনে অবসর গ্রহণকারী কর্মচারীগণ উক্ত আইনের ৭ ধারার অধীনে অবসর উত্তর ছুটি প্রাপ্য। নিম্নোক্ত প্রকার অবসর উক্ত আইনের আওতাধীন অবসর না হওয়ায় নিম্নোক্ত প্রকার অবসরের ক্ষেত্রে অবসর-উত্তর ছুটি প্রাপ্য নয়:-
(ক) অক্ষমতাজণিত অবসরগ্রহণের ক্ষেত্রে;
- সরকারি ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রাপ্তির বিধান ২০২৫ । পদোন্নতির সময় পার হলেও কি পূর্বের তারিখে পদোন্নতি পাওয়া যায়?
- ৯ পে-স্কেলের দাবি নামা ২০২৫ । প্রধান উপদেষ্টার কার্যালয়ের এপিএস এর নিকট স্মারকলিপি জমা?
- Pension Calculation bd 2025 । আনুতোষিক ও নীট পেনশন নির্ণয় করার নিয়ম (উদাহরণসহ) দেখুন
- Pension Period Fill Up 2025 । পেনশনযোগ্য চাকরিতে ঘাটতি প্রমার্জন/ মওকুফ এর বিধান।
- বিসিএস সার্ভিস পুনর্গঠন প্রস্তাব ২০২৫ । সরকারি চাকরি থেকে ক্যাডার শব্দটি কি বাদ দেওয়া হবে?
(খ) পদ বিলুপ্তির কারণে অবসরগ্রহণের ক্ষেত্রে; এবং
(গ) সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরদানের ক্ষেত্রে।