The Stamp Act 1899 । সর্বনিম্ন কত টাকার বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়?
সরকারি দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়। ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগে? হ্যাঁ লাগে। যদিসরকার বর্তমানে বেতন বিলের সাথে রেভিনিউ স্ট্যাম্পের জন্য ১০ টাকা কেটে রাখার ব্যবস্থা করেছে- The Stamp Act 1899
এনবিআর ট্যাক্স রেডিনিউ খাত হতে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে অর্থ আইন, ২০১২ এর মাধ্যমে Stamp Act, 1899 (Act II of 1899) এর ধারা- ৪ (১) ও ধারা-৩০ এবং Schedule-1 এর ৬৫টি এন্ট্রির মধ্যে ৪১টি এন্ট্রিতে বর্ণিত শুল্ক(Duty) পুনঃ নির্ধারণপূর্বক ০১ জুলাই, ২০১২ তারিখে কার্যকর করেছে।
- Receipt (রেভিনিউ স্ট্যাম্প) -৪০০/- টাকার উর্ধ্বে লেনদেন)- ১০ টাকা।
সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়? ৪০০ টাকা উর্দ্ধে লেনেদেন হলেই ১০ টাকা রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়। ৫৩ নং সিরিয়ালে দেখুন। পাওয়ার অব এর্টোনিতে ১০০-৮০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাপ লাগে। মর্টগেইজ এ ৫০-৫০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাপ লাগে।
সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়: ডাউনলোড
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
- আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
- উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
- চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।
- আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট। (MS Word) Nikosh Font
- রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।
- মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী এর উপর আয়কর ১০%।
- রেভিনিউ স্ট্যাম্প কি? রেভিনিউ স্ট্যাম্প এর ব্যবহার।
- বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
- অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
- ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।
I have read so many articles or reviews on the topic of the blogger lovers except this piece of writing is really a fastidious post, keep it up.
৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা রাজস্ব স্ট্যাম্প লাগবে না, ২০২৩ সালের গেজেট
অনুগ্র করে গেজেট সংগ্রহ থাকলে মেইল করুন। alaminmia.tangail@gmail.com