সিলিং এর অতিরিক্ত বিনিয়োগ মুনাফা ব্যতিত নগদায়ন সংক্রান্ত।

বিনিয়োগকারীর জনাব সমাপ্তি ঘোষাল পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের উর্ধ্বসীমা অতিক্রম করেছেন তথা ১৫ লক্ষ টাকা অতিরিক্ত বিনিয়োগ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

নীতি শাখা

এনএসসি টাওয়ার (১৮ তলা), ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা

www.nationalsavings.gov.bd

স্মারক নম্বর: ০৮.০৪.০০০০.০১২.৯৯.০০১.২১.৪৩; তারিখ: ০৪ অক্টোবর ২০২১

বিষয়: সিলিং এর অতিরিক্ত বিনিয়োগ মুনাফা ব্যতিত নগদায়ন সংক্রান্ত।

সূত্র: জনাব সমাপ্তি ঘোষাল এর ০১-০৯-২০২১ খ্রি: তারিখের আবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় সঞ্চয় অধিদপ্তর অবগত হয়েছে যে, জনাব সমাপ্তি ঘোষাল জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, মুন্সিগঞ্জ হতে নিম্নোক্ত সঞ্চয়পত্র ক্রয় করেছেন।

ক্রম. নং সঞ্চয়পত্রের নাম রেজি নং ইস্যুর তারিখ বিনিয়োগের পরিমাণ মন্তব্য
০১। পরিবার সঞ্চয়পত্র ১১৯/১৬ ০৭-১১-২০১৬ ৩০ লক্ষ  
০২। ০৬৬/১৬ ২৭-০৭-২০১৬ ১০ লক্ষ  
০৩। ২০২১-০৪৯৫৮৩৪ ০২-০৬-২০২১ ২০ লক্ষ  
সর্বমোট = ৬০ লক্ষ  

লক্ষ্যনীয় যে, বিনিয়োগকারীর জনাব সমাপ্তি ঘোষাল পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের উর্ধ্বসীমা অতিক্রম করেছেন তথা ১৫ লক্ষ টাকা অতিরিক্ত বিনিয়োগ করেছেন।

০২। এমতাবস্থায় উল্লিখিত বিনিয়োগকারীর সর্বশেষ বিনিয়োগকৃত ২০ লক্ষ টাকার বিপরীতে গৃহীত মুনাফা কর্তনপূর্বক অবশিষ্ট মূল টাকা নগদায়ন করে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(মো: এনায়েত হোসেন)

উপপরিচালক

ফোন: ০২-৯৫৭৭৮০৪

ইমেইল: [email protected]

সিলিং এর অতিরিক্ত বিনিয়োগ মুনাফা ব্যতিত নগদায়ন সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *