অফিস সহকারীদের অগ্রিম ইনক্রিমেন্ট সংক্রান্ত আদেশ ও বিস্তারিত।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন-১, শাখার ০৪/০১/২০১৮ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১১০.০০.১৬৫.১৭.৩৮ নম্বর পত্র মোতাবেক ০৮ (আট) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরতরা যদি দুটি অগ্রিম ইনক্রিমেন্ট উপসচিব জনাব মো: মশিউর রহমান এর মঞ্জুরীতে পেয়েছেন সুতরাং আপনিও পাবেন।
অনৈতিক কথা: এজি অফিস শুধু ডকুমেন্ট দেখে। টাকা দিলে ওরা সব পাশ করে দেয়।
প্রামানক সমূহ তুলে ধরা হলো:
- বিস্তারিত দুটি অগ্রিম ইনক্রিমেন্ট এর মঞ্জুরীর কপিতে দেখুন: ডাউনলোড
- ১৭-১১-২০১৮ খ্রি: তারিখে বাংলাদেশ বেতারে ২টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে: ডাউনলোড
- জুলাই/১৮ মাসেও ২টি ইনক্রিমেন্ট প্রদান করা হয়েছে: ডাউনলোড
- ৭ নভেম্বর-২০১৮ তে ২টি ইনক্রিমেন্ট সংক্রান্ত আদেশ জারি করা হয়: ডাউনলোড
অন্যদিকে ২টি ইনক্রিমেন্ট প্রদানের পর প্রাপ্ত সমুদয় অর্থ সরকারি কোষাগারে ফেরতের আদেশ: ডাউনলোড
এমন অনেক দপ্তর রয়েছে যেখানে জাতীয় বেতন স্কেল ২০১৫ জারি পর তাদের ২টি ইনক্রিমেন্ট প্রদান করা হয়েছে। কিছু দপ্তর অর্থ ফেরত প্রদানের জন্য পত্র প্রেরণ করেছেন কিন্তু অনেক দপ্তর রয়েছে এমন পত্র প্রেরণ করেনি। কিছু কর্মচারী ২টি ইনক্রিমেন্ট সুবিধা ভোগ করবে সারা জীবন আর কিছু বঞ্চিত হবে এটা তো হতে পারে না।
দুটি ইনক্রিমেন্ট প্রাপ্তির ১৯৮৬ ও ২০০৮ সালের আদেশ দুটির পিডিএফ কপি সংগ্রহ করুন: ডাউনলোড
আরও দেখুন:
- চাকুরি বয়স ০৬ মাস না হলে ইনক্রিমেন্ট নয়।
- পে স্কেল ২০১৫ জারিতে ডাবল ইনক্রিমেন্ট প্রাপ্তির গেজেট।
- অফিস সহকারীদের অগ্রিম ইনক্রিমেন্ট সংক্রান্ত আদেশ ও বিস্তারিত।
- ICT ডিগ্রীধারী নন-ক্যাডার ১টি অগ্রিম ইনক্রিমেন্ট-ই প্রাপ্য হবেন
- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম গ্রেডে সরাসারি নিয়োগে প্রারম্ভিক বেতনে ০১ অতিরিক্ত ইনক্রিমেন্ট।
- ২টি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হোক না হয় পদবী সংস্কার করা হোক।
- অবসর উত্তর ছুটিকালে বার্ষিক বেতন বৃদ্ধি।
Originally posted 2018-11-16 09:38:00.
Pingback: পে স্কেল ২০১৫ জারিতে ডাবল ইনক্রিমেন্ট প্রাপ্তির গেজেট।