শিক্ষা ভাতা । পোষাক । রেশন

Govt. Free Dress For Civil Aviation 2025 । ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের পােশাক কি কি?

৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী গ্রীষ্মকালীন পােশাক-পরিচ্ছদের অংশ হিসাবে ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহকরণ কাজের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার/প্রতিষ্ঠান জয় এন্টারপ্রাইজ সিএএবি’র সদর দপ্তর প্রশাসন স্টোরে কর্মচারীদের মাপ অনুযায়ী ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহ করেছে। সরবরাহকৃত ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) প্রাপ্যতা অনুযায়ী সিএএবি’র সকল দপ্তর, ইউনিট, বিমানবন্দরসমূহে কর্মরত স্থায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী বিতরণ করা প্রয়ােজন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯

www.caab.gov.bd

নথি নং-৩০.৩১.০০০০.২১১.৩২.৬১৫.২০.২৮৭ তারিখ: ২১/১২/২০২১ খ্রিঃ।

বিজ্ঞপ্তি

অত্র কর্তৃপক্ষের ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী গ্রীষ্মকালীন পােশাক-পরিচ্ছদের অংশ হিসাবে ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহকরণ কাজের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার/প্রতিষ্ঠান জয় এন্টারপ্রাইজ সিএএবি’র সদর দপ্তর প্রশাসন স্টোরে কর্মচারীদের মাপ অনুযায়ী ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) সরবরাহ করেছে। সরবরাহকৃত ব্লাউজ ও পেটিকোট (সেলাইকৃত) প্রাপ্যতা অনুযায়ী সিএএবি’র সকল দপ্তর, ইউনিট, বিমানবন্দরসমূহে কর্মরত স্থায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী বিতরণ করা প্রয়ােজন। এ লক্ষ্যে ব্লাউজ ও পেটিকোট গ্রহণের নমুনা ফরম প্রস্তুত করা হয়েছে।

২.০ ১লা জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২১ এর মধ্যে যে সকল কর্মকর্তা ও কর্মচারী (প্রাপ্যতা অনুযায়ী) পিআরএল গমন করেছেন তারা ব্লাউজ ও পেটিকোট প্রাপ্য হবেন এবং পিআরএল গমনকারী ৩য় ও ৪র্থ শ্রেণির সাধারণ মহিলা কর্মচারী পিআরএল গমনের অফিস আদেশ সংযুক্ত করবেন।

৩.০ এমতাবস্থায়, সদর দপ্তরের ব্লাউজ ও পেটিকোট গ্রহণের নমুনা ফরম, সিএ-২৬০ ফরম পূরণপূর্বক ঢাকাস্থ বিভিন্ন বিভাগের স্টোর ইউনিট এবং ঢাকার বাইরের প্রত্যেক বিমানবন্দর হতে প্রাপ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট শাখায় কর্মরত ৩য় ও ৪ক্কোর্থ শ্রেণির সাধারণ মহিলা কর্মচারীদের নামের তালিকাসহ আগামী ০৩(তিন) দিনের মধ্যে সদর দপ্তর প্রশাসন ষ্টোরে একজন প্রতিনিধি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

সংযুক্তি ব্লাউজ ও পেটিকোট গ্রহণের নমুনা ফরম।

(মােহাম্মদ আবিদুল ইসলাম)

সহকারি পরিচালক (প্রশাসন)

সিএএবি, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা

৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের পােশাক-পরিচ্ছদের প্রাপ্যতা: ডাউনলোড

বি:দ্র: এটি শুধুমাত্র বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) ৩য় ও ৪র্থ শ্রেণির সাধারণ মহিলা কর্মচারীদের গ্রীষ্মকালীন পোশাক হিসেবে ব্লাউজ ও পেটিকোট সরবরাহ করা হয়। এছাড়া, জুতা ও মোজাও সরবরাহ করা হয়। ব্লাউজ ও পেটিকোট-সিএএবি’র সদর দপ্তরের প্রশাসন স্টোর থেকে কর্মচারীদের মাপ অনুযায়ী ব্লাউজ ও পেটিকোট সরবরাহ করা হয়। সরবরাহকৃত ব্লাউজ ও পেটিকোট সিএএবি’র সকল দপ্তর, ইউনিট, বিমানবন্দরসমূহে কর্মরত কর্মচারীরা পান। জুতা ও মোজা- সিএএবি’র ৩য় ও ৪র্থ শ্রেণির পুরুষ ও মহিলা কর্মচারীদের গ্রীষ্মকালীন পোশাক-পরিচ্ছদের অংশ হিসেবে জুতা ও মোজা সরবরাহ করা হয়। জুতার মাপ সংগ্রহের জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট প্রক্রিয়া নেওয়া হয়।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “Govt. Free Dress For Civil Aviation 2025 । ৩য় ও ৪র্থ শ্রেণির (সাধারণ মহিলা) কর্মচারীদের পােশাক কি কি?

  • কাস্টমস এবং ভ্যাটে একজন সিপাই, ড্রাইভার বা সাব ইন্সপেক্টর এর পোশাকের প্রাপ্যতা কতটুকু দয়া করে জানাবেন…??

  • ১৭-২০ গ্রেড প্রতিবছর জুতামোজা ছাতা পাবেন। ২ বছর অন্তর অন্তর পোষাক পাবেন সকল পোষাক। সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *