ডিজিটাল নিরাপত্তা আইন  ২০১৮ এর ২৯ নম্বর অনুচ্ছেদ মোতাবেক মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করলেই ০৩ বছরের কারাদন্ড!

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর নিম্ন অনুচ্ছেদ অনুসারে মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করলেই ০৩ বছরের কারাদন্ড।  

২৯। মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার, ইত্যাদি। –

(১) যদি কোন ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোন ইলেকট্রানিক্স বিন্যাসে penal code (act XLV of 1860) এর Section 499 এ বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ডে, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।    

২। যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ দ্বিতীয় বার বা পুন:পুন সংঘটন করেন, তাহা হইলে উক্ত অনধিক ৫(পাঁচ) বৎসর কারাদন্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ডে, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।  

৩০। আইনানুগ কর্তৃত্ব বর্হিভূত ই-ট্রানজেকশন এর অপরাধ ও অর্থ দন্ড।-(১) যদি কোনো ব্যক্তি- (ক) কোনো ব্যাংক, বিমা বা অর্থ কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হইতে কোনো ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করিয়া আইনানুগ কর্তৃত্ব ব্যতিেক ই=ট্রানজেকশন করেন বা (খ) সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত কোনো ই-ট্রানজেকশনকে অবৈধ ঘোষণা করা সত্তেও ই-ট্রানজেকশন করেন,   তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।   (২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদন্ডে, বা অনধিক ৫(পাঁচ) লক্ষ টাকা অর্থ দন্ডে, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।    

ডিজিটাল নিরাপত্তা আইন  ২০১৮ এর PDF কপি দেখে নিতে পারেন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *