প্রায়ই আমরা এটা নিয়ে দ্বিধাদন্ধে থাকি যে, বিয়ের আগে মাকে নমিনি দিয়েছি, বিয়ের পর বউকে পুন:রায় নতুন করে নমিনি দেওয়া বাধ্যতামূলক কিনা। মূলত পরিবার হওয়ার সাথে সাথে মা আর নমিনি থাকে না জিপিএফ এর ক্ষেত্রে। সুতরাং এটি নিয়ে তটস্থ হওয়ার সুযোগ নেই। পরিবার থাকলে ইচ্ছাকৃত ভাবেও মা বা বাবাকে নমিনি দেয়া যাবে না।
উত্তরাধিকারী মনোনয়ন প্রদান প্রসঙ্গে নিম্নরূপ সিদ্ধান্ত রয়েছে।
১) এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করা যাবে।
২) একাধিক ব্যক্তিকে মনোনয়নের ক্ষেত্রে প্রত্যেকের প্রাপ্য অংশের পরিমাণ উল্লেখ করতে হবে।
৩) পরিবার থাকলে পরিবার বর্হিভূত মনোনয়ণ প্রদান করা যাবে না।
৪) পরিবার না থাকলে পিতা-মাতা, ভাই-বোন বা অন্য যে কোন ব্যক্তিকে মনোনীত করা যাবে।
৫) পরিবার বহির্ভূত মনোনয়নের ক্ষেত্রে পরিবার হওয়ার সংগে সংগে উহা আপনা হতে বাতিল হয়ে যাবে।
৬। যে কোন সময় পূর্বের মনোনয়ন বাতিল করে নূতনভাবে মনোনয়ন প্রদান করা যাবে। [বিধি -৬, জিপিএফ বিধিমালাত, ১৯৭৯]
- মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে?
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?
জিপিএ এর ক্ষেত্রে পরিবার বলতে যা বুঝায়:
পরিবার বলতে স্বামী/স্ত্রীগণ ও সন্তান এবং মৃত পুত্রের স্ত্রী বা স্ত্রীগণ ও তাদের সন্তানকে বুঝায়। (বিধি-২, জিপিএফ, ১৯৭৯]