প্রায়ই আমরা এটা নিয়ে দ্বিধাদন্ধে থাকি যে, বিয়ের আগে মাকে নমিনি দিয়েছি, বিয়ের পর বউকে পুন:রায় নতুন করে নমিনি দেওয়া বাধ্যতামূলক কিনা। মূলত পরিবার হওয়ার সাথে সাথে মা আর নমিনি থাকে না জিপিএফ এর ক্ষেত্রে। সুতরাং এটি নিয়ে তটস্থ হওয়ার সুযোগ নেই। পরিবার থাকলে ইচ্ছাকৃত ভাবেও মা বা বাবাকে নমিনি দেয়া যাবে না।
উত্তরাধিকারী মনোনয়ন প্রদান প্রসঙ্গে নিম্নরূপ সিদ্ধান্ত রয়েছে।
১) এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করা যাবে।
২) একাধিক ব্যক্তিকে মনোনয়নের ক্ষেত্রে প্রত্যেকের প্রাপ্য অংশের পরিমাণ উল্লেখ করতে হবে।
৩) পরিবার থাকলে পরিবার বর্হিভূত মনোনয়ণ প্রদান করা যাবে না।
৪) পরিবার না থাকলে পিতা-মাতা, ভাই-বোন বা অন্য যে কোন ব্যক্তিকে মনোনীত করা যাবে।
৫) পরিবার বহির্ভূত মনোনয়নের ক্ষেত্রে পরিবার হওয়ার সংগে সংগে উহা আপনা হতে বাতিল হয়ে যাবে।
৬। যে কোন সময় পূর্বের মনোনয়ন বাতিল করে নূতনভাবে মনোনয়ন প্রদান করা যাবে। [বিধি -৬, জিপিএফ বিধিমালাত, ১৯৭৯]
- NID Online Copy 2025 । এনআইডি অনলাইন কপি কি সকল কাজে ব্যবহারের অনুমতি আছে?
- লাম্পগ্র্যান্ট মঞ্জুরীর বিধান ২০২৫ । যে সকল ক্ষেত্রে পাওনা ছুটি নগদায়ন করা যাবে না
- ভূমি উন্নয়ন কর (খাজনা) ২০২৫ । সরকারি ভূমি উন্নয়ন কর হিসাব দেখুন
- Social Media Use instructions bd 2025 । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নতুন সরকারি নির্দেশনা কি?
- বেসরকারি মেডিকেল কোর্স ফি ২০২৫ । প্রাইভেটে ডাক্তারি পড়তে প্রতি মাসে কত টাকা খরচ হয়?
জিপিএ এর ক্ষেত্রে পরিবার বলতে যা বুঝায়:
পরিবার বলতে স্বামী/স্ত্রীগণ ও সন্তান এবং মৃত পুত্রের স্ত্রী বা স্ত্রীগণ ও তাদের সন্তানকে বুঝায়। (বিধি-২, জিপিএফ, ১৯৭৯]