প্রায়ই আমরা এটা নিয়ে দ্বিধাদন্ধে থাকি যে, বিয়ের আগে মাকে নমিনি দিয়েছি, বিয়ের পর বউকে পুন:রায় নতুন করে নমিনি দেওয়া বাধ্যতামূলক কিনা। মূলত পরিবার হওয়ার সাথে সাথে মা আর নমিনি থাকে না জিপিএফ এর ক্ষেত্রে। সুতরাং এটি নিয়ে তটস্থ হওয়ার সুযোগ নেই। পরিবার থাকলে ইচ্ছাকৃত ভাবেও মা বা বাবাকে নমিনি দেয়া যাবে না।
উত্তরাধিকারী মনোনয়ন প্রদান প্রসঙ্গে নিম্নরূপ সিদ্ধান্ত রয়েছে।
১) এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করা যাবে।
২) একাধিক ব্যক্তিকে মনোনয়নের ক্ষেত্রে প্রত্যেকের প্রাপ্য অংশের পরিমাণ উল্লেখ করতে হবে।
৩) পরিবার থাকলে পরিবার বর্হিভূত মনোনয়ণ প্রদান করা যাবে না।
৪) পরিবার না থাকলে পিতা-মাতা, ভাই-বোন বা অন্য যে কোন ব্যক্তিকে মনোনীত করা যাবে।
৫) পরিবার বহির্ভূত মনোনয়নের ক্ষেত্রে পরিবার হওয়ার সংগে সংগে উহা আপনা হতে বাতিল হয়ে যাবে।
৬। যে কোন সময় পূর্বের মনোনয়ন বাতিল করে নূতনভাবে মনোনয়ন প্রদান করা যাবে। [বিধি -৬, জিপিএফ বিধিমালাত, ১৯৭৯]
- Govt. Washing Allowance 2025 । ধোলাই ভাতা কখন ও কারা পাবেন?
- সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা ২০২৫ । বিদ্যুৎ সাশ্রয়ে কত তাপমাত্রা নিচে এসি চালানো যাবে না?
- আনসার রেশন সুবিধা ২০২৫ । বাহিনীর সদস্য দৈনিক রেশন ভাতা ১২০ টাকা পায়?
- আনসার সদস্যদের বেতন-ভাতা ২০২৫ । ১০ হাজার টাকা করে দুটি উৎসব ভাতা পায়?
- আনসার বেতন ২০২৫ । একজন ব্যাটালিয়ন আনসার এর মাসিক মূল বেতন ১৭ গ্রেডে ৯০০০ টাকা?
জিপিএ এর ক্ষেত্রে পরিবার বলতে যা বুঝায়:
পরিবার বলতে স্বামী/স্ত্রীগণ ও সন্তান এবং মৃত পুত্রের স্ত্রী বা স্ত্রীগণ ও তাদের সন্তানকে বুঝায়। (বিধি-২, জিপিএফ, ১৯৭৯]