বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

Pay Scale Upgradation 2025 । উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে?

বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে-Pay Scale Upgradation 2025

“উন্নীত স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি” বলতে সাধারণত সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কারো চাকরির গ্রেড, অভিজ্ঞতা বা পদোন্নতির ভিত্তিতে তার বেতন কাঠামো পুনঃনির্ধারণ করার প্রক্রিয়াকে বোঝায়। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে।

উন্নীত স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি কি? বর্তমান স্কেল ও মূল বেতন নির্ধারণ কর্মচারীর বর্তমান গ্রেড ও মূল বেতন নির্ধারণ করতে হবে।কর্মচারী যেই গ্রেডে উন্নীত হচ্ছেন, সেই স্কেলের ধাপ (Pay Scale Step) অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে। নিকটবর্তী উচ্চতর ধাপ-নির্বাচন নতুন স্কেলে এমন একটি ধাপ নির্বাচন করতে হবে, যার মূল বেতন কর্মচারীর বর্তমান মূল বেতনের চেয়ে কমপক্ষে একটি ধাপ বেশি হয়। সাধারণত তার বর্তমান মূল বেতনের চেয়ে নিকটবর্তী উচ্চতর ধাপ অনুসরণ করা হয়। নতুন মূল বেতন নির্ধারণ-নির্ধারিত ধাপে তার মূল বেতন নির্ধারিত হবে। সেটিই হবে তার উন্নীত স্কেলের নতুন মূল বেতন। ইনক্রিমেন্ট প্রযোজ্যতা (যদি থাকে)-কিছু ক্ষেত্রে, উন্নীত হওয়ার পর একটি বার্ষিক ইনক্রিমেন্ট অতিরিক্ত যোগ করা হতে পারে, যদি বিধি অনুযায়ী প্রযোজ্য হয়।

ধরা যাক, একজন কর্মচারী ১০ম গ্রেডে আছেন, তার মূল বেতন ২৫,৫০০ টাকা। তিনি ৯ম গ্রেডে পদোন্নতি পেলেন। ৯ম গ্রেডে ধরা যাক বেতন স্কেল শুরু হয়েছে ২৩,০০০ থেকে এবং প্রতি ধাপে বৃদ্ধি ১,০০০ টাকা। তাহলে তার বর্তমান মূল বেতন (২৫,৫০০) এর পরবর্তী ধাপ হবে ২৬,০০০ টাকা। তাই ৯ম গ্রেডে তার বেতন নির্ধারণ হবে ২৬,০০০ টাকা ধাপে। পদ্ধতিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতিমালা বা সরকারের বেতন কাঠামো অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-১ অধিশাখা।

www.mof.gov.bd

নথি নং-০৭.০০.০০০০.১৬১.৩১.০০৭.১২.৩৪১ তারিখ: ২৬ নভেম্বর ২০১৯ খ্রি:

বিষয়: ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ।

সূত্র: ভূমি মন্ত্রণালয়ের স্মারক নং-৩১.০০.০০০০.০৪৬.৬৮.১৯৫.১২.৭৪৭; তারিখ: ১৩/১০/২০১৯ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:

(ক) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;

(খ) বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইস্কেলসহ নিরূপনকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(গ) বর্তমান মূল বেতন নিরূপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(ঘ) বর্তমান মূল বেতন নিরূপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান না হলে সে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(ঙ) শুধু বেতন নির্ধারণী সুবিধা প্রাপ্য হবেন, GFR এর ৫৭ বিধি অনুসারে আদেশ জারীর তারিখের পূর্বের কোন আর্থিক বকেয়া প্রাপ্য হবেন না। তবে যে সব কর্মচারী ইতোমধ্যে পিআরএল/অবসরে গমন করেছেন তা এ আদেশ বলে পুন: নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রাপ্য হবেন।

স্বাক্ষরিত

(হায়াত মো: ফিরোজ)

উপসচিব

ফোন: ৯৫৫০৭৮১

প্রতি

সচিব

ভূমি মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 

ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ সংক্রান্ত আদেশটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *