বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ অধিশাখা।
www.mof.gov.bd
নথি নং-০৭.০০.০০০০.১৬১.৩১.০০৭.১২.৩৪১ তারিখ: ২৬ নভেম্বর ২০১৯ খ্রি:
বিষয়: ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ।
সূত্র: ভূমি মন্ত্রণালয়ের স্মারক নং-৩১.০০.০০০০.০৪৬.৬৮.১৯৫.১২.৭৪৭; তারিখ: ১৩/১০/২০১৯ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:
(ক) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;
(খ) বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইস্কেলসহ নিরূপনকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে;
(গ) বর্তমান মূল বেতন নিরূপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে;
(ঘ) বর্তমান মূল বেতন নিরূপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান না হলে সে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে;
(ঙ) শুধু বেতন নির্ধারণী সুবিধা প্রাপ্য হবেন, GFR এর ৫৭ বিধি অনুসারে আদেশ জারীর তারিখের পূর্বের কোন আর্থিক বকেয়া প্রাপ্য হবেন না। তবে যে সব কর্মচারী ইতোমধ্যে পিআরএল/অবসরে গমন করেছেন তা এ আদেশ বলে পুন: নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রাপ্য হবেন।
স্বাক্ষরিত
(হায়াত মো: ফিরোজ)
উপসচিব
ফোন: ৯৫৫০৭৮১
প্রতি
সচিব
ভূমি মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ সংক্রান্ত আদেশটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।