ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

জেলা ও উপজেলায় কর্মরতদের বেতন ভাতার বিল EFT!

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ২১/০৮/২০১৯ খ্রি: তারিখের ০৭.০৩.০০০০.০০৩.১৪.৪০৮.১৬.৩৬৮ নম্বর পত্রের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতা বিল অনলাইনে দাখিল ও ইএফটি’র মাধ্যমে পরিশোধ প্রসঙ্গে নিদের্শ দেওয়া হয়েছে।

iBAS++ এর মাধ্যমে আগস্ট-ডিসেম্বর, ২০১৯ খ্রি: সময়ের মধ্যে সংযুক্ত সূচি (ROAD MAP) অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতার বিল অনলাইনে দাখিল এবং Electronic Fund Transfer (EFT) এর মাধ্যমে পরিশোধের নির্দেশণা রয়েছে। উক্ত নির্দেশণা বাস্তাবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে অনলাইনে দাখিল এবং EFT পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখিত রোড ম্যাপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ডিএও এবং ইউএও সমূহকে পিইএমএস কর্মসূচি হতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

অনলাইনে বেতন বিল দাখিল ও ইএফটি বাস্তাবায়ন সংক্রান্ত নির্দেশনাটি পেতে পারেন: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: উপজেলায় কি নাগাদ ইএফটি চালু হচ্ছে?
  • উত্তর: কর্মকর্তাদের ডিসেম্বর/১৯ এর মধ্যে ইএফটি চালু শেষ হবে।

  • প্রশ্ন: কর্মচারীদের ইএফটি কখন চালু হবে?
  • উত্তর: কর্মকর্তাদের শেষ, হলেই কর্মচারীদের ইএফটি চালু হবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।