নৈমিত্তিক ছুটি চাকুরী বিধিমালা স্বীকৃত ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটিজনিত অনুপস্থিতিকে কাজে অনুপস্থিতি হিসাবে গণ্য করা হয় না। বাংলাদেশ চাকুরী বিধিমালার প্রথম খন্ডের ১৯৫ নং বিধির টীকা ২-এ উলেলখিত শর্ত সাপেক্ষে এইরূপ ছুটি মঞ্জুর করা হয়। এই ধরণের ছুটিতে অনুপস্থিত কর্মকর্তার কর্মদায়িত্ব পালনের জন্য কোন বদলীর (Substitute) ব্যবস্থা করা হইবে না।
তাই নৈমিত্তিক ছুটি ভোগকারী কর্মকর্তার অনুপস্থিতির কারণে যদি জনস্বার্থ ক্ষুন্ন হয় তাহা হইলে ছুটি প্রদানকারী ও ছুটি ভোগকারী কর্মকর্তা উভয়েই দায়ী থাকিবেন। দুই পাশে সরকারি বা সাপ্তাহিক ছুটি লাগিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া যাবে না।
- নৈমিত্তিক ছুটি কর্মকাল হিসাবে গন্য হয়।
- জনস্বার্থে যখন তখন নেয়া যাবে না।
- সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটি দুই পাশে লাগোয়া থাকা যাবে না।
- বিশেষ ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি সবোর্চ্চ ১০ দিন নেয়া যেতে পারে।
- এটা কোন অধিকার নয়।
- দুই পাশে ছুটি লাগিয়ে মধ্যবর্তী ছুটি নিলে বন্ধের দিনও ছুটি হিসাবে গন্য হবে।
পঞ্জিকাবর্ষে সকল সরকারী কর্মচারী বৎসরে সর্বমোট ১৫ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করিতে পারিবেন। (পরবর্তীতে এটি ২০ দিন করা হয়েছে)
কোন সরকারী কর্মচারীকে একসংগে ১০ দিনের বেশী নৈমিত্তিক ছুটি প্রদান করা যাইবে না। তবে, অত্র বিভাগের ২৫-২-১৯৮২ তারিখের বিজ্ঞপ্তি ইডি (রেগ-৬)/ছুটি-১৩/৮০-১৪ মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলায় কর্মরত সকল কর্মচারীকে এক বৎসরে মঞ্জুরযোগ্য ১৫ দিনের নৈমিত্তিক ছুটি একই সংগে ভোগ করিতে দেওয়া যাইতে পারে। নৈমিত্তিক ছুটির দরখাস্তের ফরম । CL Leave Form
কোন কর্মকর্তা আবেদন জানাইলে সর্বোচ্চ ৩ দিনের নৈমিত্তিক ছুটি একবার বা একাধিকবার রবিবার অথবা অন্য কোন সরকারী ছুটির দিনের পূর্বে অথবা পরে সংযুক্ত করার অনুমনি প্রদান করা যাইতে পারে। যে ক্ষেত্রে এই ধরণের আবেদন করা হইবে না বা অনুমতি দেওয়া হইবে না, সেই সকল ক্ষেত্রে রবিবার বা সরকারী ছুটির দিনগুলিও নৈমিত্তিক ছুটি হিসাবে গণ্য করা হইবে।
নৈমিত্তিক ছুটি নিয়ে কত দূরে যাওয়া যায়?
নৈমিত্তিক ছুটি নিয়ে কত দুরে যা নৈমিত্তিক ছুটিতে থাকালীন কোন ব্যক্তিকে সদরদপ্তর হইতে এমন দূরত্বে যাইতে অনুমতি দেওয়া যাইবে না, যেখান হইতে সদরদপ্তরের কাজে যোগদানের আদেশ পাওয়ার পর কাজে যোগদান করিতে ৪৮ ঘণ্টার অধিক সময় লাগিতে পারে। নিয়মিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ অথবা অধন্তন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ নৈমিত্তিক ছুটি এবং তৎসংগে সদরদপ্তর ত্যাগের অনুমতি প্রদান করিতে পারিবেন। গুরুতর অসুস্থ্যতা, বিশেষ করিয়া সংক্রামক ব্যধির (যেমন, গুটি বসন্ত) ক্ষেত্রে কাজে যোগদানের নির্দেশ প্রাপ্তির সংগে সংগেই কাজে যোগদান সম্ভব নয় বিধায় এই সকল ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার প্রশ্ন উঠে না। তবে ব্যক্তিগত অসুবিধা, সামান্য অসুস্থ্যতা (যেমন, সাধারণ জ্বর) ইত্যাদি কারণে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যাইতে পারে। দুই পাশে সরকারি বা সাপ্তাহিক ছুটি লাগিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া যাবে না।
বিস্তারিত জানতে ডাউনলোড করুন: ডাউনলোড
নৈমিত্তিক ছুটির আবেদন । নৈমিত্তিক ছুটি সর্বোচ্চ কত দিন ভোগ করা যায়?
শুধু রবিবার ছুটি। সোমবার সকুলে হাজির সেক্ষেএে ছুটি হিসাব কয়টি হবে।আবার শুধু বৃহসপতিবার ছুটি কাটিয়ে রবিবার সকুলে হাজির সে ক্ষেএে হিসাবে কয়টি ছুটি হবে।মাঝেশুধু শুক্রবার ও শনিবার। এইবার ছুটি হিসাবে কয়টি হবে।
একদিনই কাটবে। এগুলো নীতির বিভ্রাট।
মনে করেন, রবিবার -মঙ্গলবার নৈমিত্তিক ছুটি অনুমোদন হয়েছে। হওয়ার পর সরকার যদি নির্বাহী আদেশে ছুটি দেয় উক্ত তিনদিন, অর্থাৎ প্রকৃতপক্ষে আমি সকল অফিসিয়াল ডে উপস্থিত ছিলাম (আগের বৃহস্পতিবার ও পরের বুধবার)। এক্ষেত্রে আমার নৈমিত্তিক ছুটি ৩ দিন কাটা যাবে নাকি কোন নৈমিত্তিক ছুটি কাটা যাবে না? অনুগ্রহপূর্বক রেফারেন্স সহ উত্তর দিলে সিনিয়রকে দেখাতে পারব। অগ্রীম ধন্যবাদ।
কাটা যাবে না। এমন পরিস্থিতি নৈমিত্তিক ছুটি বিধিমালায় নাই। নৈমিত্তিক ছুটি মূলত কর্তৃপক্ষের অনুমতিতে হয় তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
বুধবার সকারী ছুটির পর বৃহস্পতিবার ছুটি নিলে কি চার দিন ছুটি ধরা হবে
২ অথবা ৩ দিন নিতে হবে। যে কোন এক দিকে।
Friday and Saturday erpor Wednesday theke off thakle Sunday-tuesday suti Nile mot koyti suti count Hobe??
৪ দিন নিলেই হবে।