ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

সরকারি পদে বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪ । কোন পদে যোগদানকালীন বেতন কত টাকা দিয়ে শুরু হয়?

বাংলাদেশের সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের কোন গ্রেডের বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা কত তা নিয়ে আমরা সন্ধিহান। জানতে ইচ্ছা করে কোন গ্রেডের কর্মচারী কত বেতন পান-সরকারি পদে বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪

সরকারি নাকি বেসরকারি চাকরিতে বেতন বেশি? আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন কর্মকর্তা বা কর্মচারীর বেতন কত? আমরা সঠিক তথ্যটি জেনে চাকরিতে আবেদন করলে বা চাকরিতে ঢুকলে বিভ্রান্ত হবো না। অনেকেরই ধারনা সরকারি কর্মচারি ও কর্মকর্তাগণ বিপুল পরিমাণ বেতন পেয়ে থাকেন আসলে ব্যাপারটি এমন নয়। বেসরকারি চাকরিগুলোতে আকর্ষনীয় বেতন ভাতাদি থাকে যা সরকারি চাকরিতে থাকে না।

সরকারি চাকরিতে সর্বোচ্চ ক্যাডার বেতন কত? সরকারি চাকরিতে বিসিএস ক্যাডার পদগুলোতে ২২০০০ টাকা মূল বেতন হতে শুরু হয়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা সহ সর্বমোট ৩৩৩০০-৩৬০০০ টাকা দিয়ে শুরু হয়ে বেতন বৃদ্ধি ও পদোন্নতির মাধ্যমে ৭১২০০ টাকা মূল বেতনে পৌছে। মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বিশেষ সুবিধা সহ সর্বমোট ১,০২,২২০ হতে ১,২০,০০০ টাকার মত বেতন পেয়ে থাকেন। চাকরি শেষে ৭০-৮০ লক্ষ টাকা এককালীন পান এবং মাসিক পেনশন হিসেবে ৩৫-৪০ হাজার টাকা পেয়ে থাকেন।

কর্মচারীদের সর্বোচ্চ বেতন কত? সরকারি কর্মচারীগণ ৮২৫০ টাকা হতে ১২৫০০ টাকা মূল বেতনে চাকরি শুরু করেন। মূল বেতন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা সহ সর্বমোট ১৫০০০ টাকা হতে ২৪ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকেন। সর্বোচ্চ মূল বেতন ২৪০০০ টাকা, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা সহ ২৮০০০ টাকা হতে ৩৩০০০ টাকা মোট বেতন পেয়ে থাকেন। চাকরি শেষে ২৫ থেকে ৩৫ লক্ষ টাকা এককালীন পেনশন পান এবং ১০-১৫ হাজার টাকা মাসিক পেনশন পান।

প্রশ্নোত্তর দেখে নিন

  • প্রশ্ন: একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত বেতন পান?
  • উত্তর: ৯ম গ্রেডে ২২০০০ টাকায় বেতন শুরু হয় একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের।

  • প্রশ্ন: একজন পুলিশের এসআই কত টাকা বেতন পান?
  • উত্তর: ১০ম গ্রেডে ১৬০০০ টাকায় বেতন শুরু হয় একজন স্নাতক পাশ করা ব্যক্তি।

বিভিন্ন পদের নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী কার কত বেতন, কোন গ্রেডে চাকরি করেন এবং কি শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি চাকরি নিয়েছেন তা জানতে বিস্তারিত দেখুন

সরকারি পদ ভিত্তিক গ্রেড, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা । শুধু মূল বেতন উল্লেখ করা হলো সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা যোগ্য হবে

  • অফিস সহায়ক-২০-৮২৫০-এস.এস.সি বা সমমান পাশ।
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
  • হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
  • উচ্চমান সহকারী-১৪-১০২০০- স্নাতক বা সমমান।
  • হিসাব রক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
  • প্রশাসনিক কর্মকর্তা-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
  • সহ-সম্পাদক-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
  • সহকারী বিজনেস ম্যানেজার-১২-১১৩০০- স্নাতক বা সমমান।
  • গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
  • মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এস.এস.সি পাশ।
  • অডিটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান পাশ।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ১৩ -১১০০০-স্নাতক পাশ, সর্টহ্যান্ড সার্টিফিকেট সহ।
  • অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
  • ক্যাটালগার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • কম্পিউটার অপারেটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড
  • রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
  • স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  • রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
  • টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
  • ইক্যুইপমেন্ট এটেনডেন্ট-১৯-৮৫০০-বিজ্ঞানে এস.এস.সি বা সমমান পাশ।
  • প্লাম্বার-২০-৮২৫০-অষ্টম শ্রেনী পাশ।
  • এমএলএসএস-২০-৮২৫০- অষ্টম শ্রেনী পাশ।
  • গার্ড (নিরাপত্তা প্রহরী)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  • মালী-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  • পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  • সিপাহি (জিডি)-১৭-৯০০০-এস.এস.সি পাশ।
  • নির্বাহী প্রকৌশলী-৫-৪৩০০০-প্রকৌশলে স্নাতক।
  • সহকারী প্রকৌশলী-৯-২২০০০-প্রকৌশলে স্নাতক।
  • হিসাব রক্ষক-১১-১২৫০০-স্নাতকোত্তর বা সমমান।
  • ফটোকপি অপারেটর-১৯-৮৫০০-মাধ্যমিক স্কুল পাশ বা সমমান।
  • সার্ভেয়ার-১৫-৯৭০০-মাধ্যমিক স্কুল পাশ সার্ভে ডিপ্লোমাসহ
  • উপ-সহকারী প্রকৌশলী-১০-১৬০০০-প্রকৌশলে ডিপ্লোমা
  • পিএ-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
  • বাস/ট্রাক চালক-১৬-৯৩০০-অষ্টম শ্রেনী পাশ।
  • সেকশন অফিসার-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
  • সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  • লাইব্রেরিয়ান-৯-২২০০০- ডিপ্লোমা পাশ।
  • ইউনিয়ন পরিষদ সচিব-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • মেশিন অপারেটর-১৮-৮৮০০-মাধ্যমিক স্কুল পাশ।
  • প্রভাষক-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
  • ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ। (কোন কোন দপ্তরে ১৬ আবার কোন দপ্তরে ১৮ রয়েছে)
  • বাবুর্চি-১৯-৮২৫০-এস.এস.সি পাশ।
  • হিসাব রক্ষণ কর্মকর্তা-৯-২২০০০-স্নাতক বা সমমান।
  • বিসিএস ক্যাডার যোগদান-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
  • মেডিকেল অফিসার-৯-২২০০০-এমবিবিএস পাশ।
  • সহকারী সচিব-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
  • অগ্নি নির্বাপক মোটর চালক-১৪-১০২০০-মাধ্যমিক স্কুল পাশ।
  • নার্স (মিডওয়াইফ)-১০ম গ্রেড-১৬০০০-নার্সিং এ ডিপ্লোমা।
  • হাউজকিপার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
  • বৈজ্ঞানিক কর্মকর্তা-৯-২২০০০-বিজ্ঞানে স্নাতক।
  • আইন কর্মকর্তা-৯-২২০০০-আইনে স্নাতক বা সমমান।
  • প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান সহ বিএ/বিএড
  • এমপিও ভূক্ত সহকারী প্রধান শিক্ষক-৯-২২০০০-স্নাতক বা সমমান
  • প্রধান প্রকৌশলী-৩-৫৬৫০০-প্রকৌশলে স্নাতক বা সমমান।
  • পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ।
  • পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-উচ্চ মাধ্যমিক পাশ।
  • সহকারী আইন কর্মকর্তা-৯-২২০০০-আইন বিষয়ে স্নাতক।
  • ফরেস্টার-১৫-৯৭০০-ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি।
  • ক্যাটালগার-১৪-১০২০০-গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
  • সেলস্যম্যান-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
  • ক্যাশিয়ার-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
  • পাম্প অপারেটর-১৬-৯৩০০-অষ্টম শ্রেণী পাশ। কোন প্রতিষ্ঠানে ১৯ গ্রেড।
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-স্নাতক পাশ।
  • চিকিৎসা সহকারি-১৪-১০২০০-ফার্মাসিস্ট সার্টিফিকেট সহ ৩ বছরের অভিজ্ঞতা।
  • টেলিফোন অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশ ও টিএন্ডটি বোর্ড হইতে সার্টিফিকেট।
  • প্রোগ্রামার-৬-৩৫০০০-কম্পিউটার সায়েন্সসহ ৪ বছরের অভিজ্ঞতা।
  • কন্ট্রোল অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশসহ কম্পিউটারে অভিজ্ঞতা।
  • সহকারী প্রকৌশলী (তড়িৎ)-৯-২২০০০-বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
  • সহকারী প্রোগ্রামার-৯-২২০০০-বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
  • গ্রন্থাগারিক-৯-২২০০০-যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী।
  • ফটোগ্রাফার-১১-১২৫০০-উচ্চ-মাধ্যমিকসহ ফটোগ্রাফি ডিপ্লোমা।
  • জেলার-৯-২২০০০-স্নাতক পাশ। পদোন্নতি যোগ্য পদ।
  • ফায়ার সাভিস স্টেশন অফিসার-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
  • প্রদর্শক- ১০ -১৬০০০-স্নাতক বা সমমান।
  • সিনিয়র কম্পিউটার অপারেটর – ২২০০০- বিএসসি ইঞ্জিঃ ইন CSE/ ICT
  • সেকশন অফিসার-২২,০০০-  স্নাতকোত্তর
  • উপ সহকারি কৃষি কর্মকর্তা-১৬০০০-এইচ.এস.সি সহ ৪ বছরের কৃষি ডিপ্লোমা।

ক্রমান্নয়ে আপডেট করা হচ্ছে আপনার কাছে এ সংক্রান্ত কোন তথ্য থাকলে তা শেয়ার করতে পারেন। তথ্যে ভুল থাকতে পারে সঠিক তথ্যটি দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।

জাতীয় বেতন স্কেল ২০১৫ ইনক্রিমেন্ট, জাতীয় বেতন স্কেল ২০১৮ গেজেট pdf, বাংলাদেশ গেজেট ২০১৫ pdf, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রাপ্য মূল বেতন বিবরণী, জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট pdf download, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ pdf, জাতীয় বেতন স্কেল ২০১৫ ৭(১), জাতীয় বেতন স্কেল ২০১৫ ধাপ,

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: যোগদানকালীন বেতন স্কেলের প্রথম অংক?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: মূল বেতনের সাথে আর কি কি ভাতা পাওয়া যায়?

উত্তর: কর্মকর্তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা। কর্মচারীদের ক্ষেত্রে ঐ দুটি সহ টিফিন, যাতায়াত ও অন্যান্য।

কোন পদে কোন গ্রেড

সম্পূর্ণ নিয়োগ বিধি দেখুন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

39 thoughts on “সরকারি পদে বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪ । কোন পদে যোগদানকালীন বেতন কত টাকা দিয়ে শুরু হয়?

  • http://www.1qws.com/sitemap.xml
    2019年6月11日に新しいワークキー(KW)に変更された
    2019年6月11日に毒電波といも言われる
    新しいワークキー(KW)が配信されてきて
    今まで不正に改造されていたB-CASカードで有料チャンネルが
    視聴できなくなりました。

  • স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রনালয়ে অধিনস্ত
    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেশ কিছু পদের কোন তথ্য নেই এখানে যেমন
    ১। মেকানিক/নলকূপ মেকানিক
    ২। ভি এস ম্যাশন
    ৩। ভি এস লেবার
    এই তথ্যগুলো পেলে উপকৃত হবো ধন্যবাদ

  • বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা বেতন ও গ্রেড জানা দরকার।

  • ১২৫০০ গ্রেড ১৪

  • উপ-সহকারী মেডিকেল অফিসার, এই পদটি দেয়া নেই

  • ফায়ার সাভিস
    স্টেশন অফিসার গ্রেড ১২ (দীতীয় শ্রেনীর পদমর্যাদা)
    পি স সি কর্তক নিয়োগ

  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেড, এটা দেন নাই।

  • এড করে দেওয়া হলো।

  • অনেক সুন্দর উত্তর দিছেন। টাইমস বাংলাদেশ times-bangladesh.com থেকে ধন্যবাদ।

  • নার্স- ১০ম গ্রেড-১৬০০০

  • সংশোধিত।

  • উপজেলা হিসাব রক্ষন অফিসার কি সরকারি গেজেটিড কর্মকর্তা

  • জি। গেজেটেড।

  • Mid maraz ali,
    ১২ নং গ্রেড ২য় নেয়,৩য় শ্রেনী।
    ১-৯ ১ম শ্রেনী
    ১০ ২য় শ্রেনী
    ১১-১৬ ৩য় শ্রেনী
    ১৭-২০ ৪তু্র্থ শ্রেনী

  • উইভিংটেকনিশিয়ান দের বেপারে জানতে চাইলাম

  • কাজের ধরন: To maintain the quality of woven fabric in accordance with international quality requirements.
    ∎ Provide support to a team of personnel for better productivity and quality.

  • Great article can’t imagine a more incredible article.

  • সিনিয়র কম্পিউটার অপারেটর [৯ম গ্রেড] – ২২০০০- বিএসসি ইঞ্জিঃ ইন CSE/ ICT

  • যুক্ত করা হয়েছে। ধন্যবাদ

  • সেকশন অফিসার
    গ্রেড ও বেতন স্কেল : ৯ ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০)
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

  • যুক্ত করা হয়েছে। ধন্যবাদ

  • উপ সহকারি কৃষি কর্মকর্তা??

  • হিসাবরক্ষক কি দ্বিতীয় শ্রেণীর?

  • না। তৃতীয় শ্রেণী। হিসাবরক্ষণ অফিসার দ্বিতীয় শ্রেণীর।

  • *স্টের হেলপার* পদটি কোন স্কেলে পড়ে, পে স্কেলে নাকি মজুরি কমিশনে একটু জানাবেন?
    আর কত নং গ্রেডে পড়বে?

  • সিনিয়র ইলেক্ট্রিশিয়ান
    ও ফোরম্যান কোন পদটি কত গ্রেডের জানাবেন প্লিস।

  • ইলেকট্রিশিয়ান ৯৩০০ অর্থাৎ ১৬ গ্রেডের। ফোরম্যান ১২৫০০ টাকা অর্থাৎ ১১ গ্রেড

  • বেতন বৈষম্য তো রয়েছেই। তবে আপনি কি ব্যতিক্রমভাবে বৈষম্যের স্বীকার হচ্ছেন?

  • রেলওয়ে সুপারভাইজার পোস্ট কি ২য় শ্রেণির নাকি ৩য় শ্রেণির?

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ১৩ তম গ্রেড।

  • কোন কোন প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদ 14 গ্রেডের আবার কোন কোন প্রতিষ্ঠানে 11 গেডে তার কারন কি? হিসাব রক্ষন পদ 14 গেড হতে 11 তম গেডে কোন আপডেট থাকলে জানাবেন।

  • বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এর গ্রেড কি আর বেতন কত?

  • চাকরির গ্রেড:৩ বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

  • ল্যাব সহকারী তো 18 গ্রড

  • এখানে দেখুন ১৬। কোন কোন অফিসে ১৩ আছে। https://dgnm.gov.bd/site/notices/84554611-69a0-49c3-8083-3a98d2cd0239/%E0%A7%A7%E0%A7%A9-%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%8F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%93-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *