প্রায়শই সরকারি কর্মচারিদের সদর দপ্তর বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক বদলি করা হলেও সংশ্লিষ্ট অফিস প্রধান আদেশ অমান্য করে দপ্তরিক প্রয়োজন দেখিয়ে জনস্বার্থে বদলিকৃত কর্মচারীদের অব্যাহতি বা অবমুক্ত করেন না। এ রীতি কর্মচারী ছাড়াও কর্মকর্তাদের ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে কর্মচারী বা কর্মকর্তাদের বদলি আদেশের ৬ মাস পরেও অব্যাহতি বা অবমুক্ত কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে কর্মচারীদের ক্ষেত্রে আদেশটি প্রযোজ্য না হলেও জনস্বার্থে বদলিকৃত কর্মকর্তাদের অবমুক্তির ক্ষেত্রে নিচের আদেশটি প্রযোজ্য হইবে।
কোন কর্মকর্তাকে বদলি করা হলে বদলির তারিখ হতে সর্বোচ্চ ০২ (দুই) সপ্তাহের মধ্যে আবশ্যিকভাবে উক্ত কর্মকর্তাকে বদলিকৃত কর্মস্থলে যােগদানের জন্য অব্যাহতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ১৬তম দিবসে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (stand Released) বলে গণ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
ঊনি-২ শাখা
নং-০৫.০১৩১.০১৯.০২.০০.০০১.২০১০-৯৭৬ তারিখ: ২৫ আগস্ট ২০১০
বিষয়: বদলিকৃত কর্মকর্তাবৃন্দের বদলি/নিয়ােগ আদেশের বাস্তবায়ন।
Rutes of Business, 1996 43 Schedule-1 এ বর্ণিত Allocation of Business Among the Different Ministries and Divisions অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগে কর্মকর্তা পদায়নের এখতিয়ার সংস্থাপন মন্ত্রণালয়ের। সে অনুসারে মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/পরিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষা এবং ভিন্ন ভিন্ন পদের কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাবৃন্দকে জনস্বার্থে তাদের শিক্ষা, অভিজ্ঞতা ও সরকারের প্রয়ােজন বিবেচনায় সচিবালয়সহ দপ্তর/সংস্থাসমূহে ও মাঠ পর্যায়ে প্রেষণ, বদলি/নিয়ােগ করা হয়।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন কর্মকর্তা বদলিকৃত পদে যােগদান করতে বিলম্ব/অনিচ্ছা প্রকাশ করেন। আবার কখনাে কখনাে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদলিকৃত কর্মকর্তাকে অব্যাহতি প্রদানেও বিলম্ব করে। ফলে সংস্থাপন মালয়ের প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে ও কর্মকর্তাবৃন্দের হলনাগাদ তথ্য সংরক্ষণে বিভ্রাট দেখা দিচ্ছে, যা সুষ্ঠু প্রশাসন ব্যবস্থাপনার অন্তরায়।
এমতাবস্থায়, কোন কর্মকর্তাকে বদলি করা হলে বদলির তারিখ হতে সর্বোচ্চ ০২ (দুই) সপ্তাহের মধ্যে আবশ্যিকভাবে উক্ত কর্মকর্তাকে বদলিকৃত কর্মস্থলে যােগদানের জন্য অব্যাহতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ১৬তম দিবসে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (stand Released) বলে গণ্য।
এ আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়ােজনীয় নির্দেশনা প্রদানের জন্যও অনুরােধ করা হলাে।
(মুহাম্মদ মনজুরুল হক)
সিনিয়র সহকারী সচিব,
ফোন নং-৭১৭৩৩২০
বদলিকৃত কর্মকর্তাবৃন্দের বদলি/নিয়ােগ আদেশের বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা: ডাউনলোড
রেফারেন্স হিসেবে আপনি চাকুরির বিধানাবলী ছিদ্দিকুর রহমান সংগ্রহ করুন।
রেফারেন্স হিসেবে আপনি চাকুরির বিধানাবলী ছিদ্দিকুর রহমান সংগ্রহ করুন। এগুলোর কপি সংগ্রহে নেই।