বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করাই যেন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীদের একমাত্র স্বপ্ন। যদি তাই না হতো বুয়েটের ইঞ্জিনিয়ারসহ ডাক্তার বা বিভিন্ন পেশাজীবী ডিগ্রীধারীরা অ্যাডমিন ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে চাকরির সুযোগ খুজছে হন্নে হয়েই বলতে পারেন।
সিভিল সার্ভিস বিসিএস এর সর্বোচ্চ দরের চাকরি কোনটি?
এ প্রশ্নের উত্তর সবারই জানা তবুও অবগতির জন্য জানাচ্ছি যে, অ্যাডমিন ক্যডার বা প্রশাসন ক্যাডার। এ ক্যাডারের ক্ষমতা যেমন বেশি বেতন ভাতাও সর্বোচ্চ মেলে তাই ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন প্রফেশনার ডিগ্রিধারীগণ এখন একমুখী হয়ে ছুটছে তা হলো প্রশাসন ক্যাডার। এই তো কয়েক বছর আগেও প্রফেশনালসগণ নিজ নিজ ক্যাডারে চাকরি করা নিয়ে সন্তুষ্ট ছিল বর্তমানে প্রশাসন ক্যাডারের দাপট এবং সুযোগ সুবিধার দরূন এটি একমাত্র চয়েজ হয়ে উঠেছে মেধাবীদের জন্য।
সিভিল সার্ভিস এ জয়েন করার যোগ্যতা ২০২২
যে কোন বিষয়ে স্নাতক থাকলেই আপনি বিসিএস পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। ৪১তম বিসিএসে আবেদনকারী ৪ লাখ ৭৫ হাজার হলেও উত্তীর্ণ হয়েছে ২১ হাজার মাত্র। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এই বিধিমালার অধীন লিঙ্গ নির্বিশেষে যে কোন ব্যক্তি সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বলিয়া গণ্য হইবেন। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীগণের মধ্যে যাহাদের পরীক্ষায় অংশগ্রহণের যােগ্যতা রহিয়াছে তাহারা নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হইলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যিনি চাকরি হইতে ইস্তফা দিয়াছেন বা অপসারিত হইয়াছেন, এই ধরনের প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হইলে তাহার আবেদনপত্রের সহিত চাকরি হইতে ইস্তফাপত্র নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হইয়াছে এইরূপ আদেশ বা অপসারণ আদেশের সত্যায়িত কপি জমা প্রদান করিতে হইবে।
আবেদনের পর প্রথমত ২০০ নম্বরের প্রিলিমিনারী টেস্টে অংশ গ্রহণ করতে হবে
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর (১) বিধি ৯ এর উপ-বিধি (১) অনুযায়ী দাখিলকৃত আবেদনপত্র বাছাইয়ের পর প্রার্থীদের উপযুক্ততা নির্ধারণের উদ্দেশ্যে জ্ঞানের বিভিন্ন শাখার উপর কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ২০০ (দুইশত) নম্বরের একটি পত্রে ২ (দুই) ঘণ্টাব্যাপী প্রিলিমিনারি মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) টেস্ট গ্রহণ করা হইবে। প্রিলিমিনারী MCQ টেস্ট এর সিলেবাস ও অন্যান্য বিষয় কমিশন কর্তৃক নির্ধারিত হইবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। প্রতিটি MCQ প্রশ্নের শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ (এক) নম্বর পাইবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কর্তন করা হইবে। অনুমােদিত প্রার্থীকে বিধি ১১ অনুযায়ী কমিশন কর্তৃক জারিকৃত প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রে নিজ খরচে উপস্থিত হইয়া পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে।
বিসিএস পরীক্ষার আবেদনপত্র দাখিল, পরীক্ষার ফি, ইত্যাদি নির্ধারণ পদ্ধতি ২০২২
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে কমিশন কর্তৃক নির্দেশিত পদ্ধতি অনুসরণ করিয়া কমিশনের ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করিয়া জমা প্রদান করিতে হইবে, এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হইবে না। নিম্নবর্ণিত সাধারণ ক্যাডার সার্ভিসের যে সার্ভিস বা সার্ভিসসমূহে নির্ধারিত শিক্ষাগত যােগ্যতাধারী কোন প্রার্থী বিবেচিত হইতে আগ্রহী সেই সকল সার্ভিস বা সার্ভিসসমূহের নাম অগ্রাধিকারের ক্রমানুসারে তাহার আবেদনপত্রে উল্লেখ করিতে হইবে, যথা:—
(ক) বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন);
(খ) বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার);
(গ) বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব);
(ঘ) বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়);
(ঙ) বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি);
(চ) বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক);
(ছ) বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা);
(জ) বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য);
(ঝ) বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র);
(ঞ) বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য);
(ট) বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ);
(ঠ) বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক);
(ড) বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক);
(ঢ) বাংলাদেশ সিভিল সার্ভিস (কর);
(ণ) বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য);
নির্ধারিত শিক্ষাগত যােগ্যতাধারী কোন প্রার্থীকে নিম্নবর্ণিত কারিগরি বা পেশাগত ক্যাডারের যে সার্ভিস বা সার্ভিসসমূহে তিনি বিবেচিত হইতে আগ্রহী সেই সকল সার্ভিস বা সার্ভিসসমূহের নাম অগ্রাধিকারের ক্রমানুসারে তাহার আবেদনপত্রে উল্লেখ করিতে হইবে, যথা—
(ক) বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি);
(খ) বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়);
(গ) বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য);
(ঘ) বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য);
(ঙ) বাংলাদেশ সিভিল সার্ভিস (বন); (
চ) বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা);
(ছ) বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য);
(জ) বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য);
(ঝ) বাংলাদেশ সিভিল সার্ভিস (পশুসম্পদ);
(ঞ) বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল);
(ট) বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত);
(ঠ) বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল);
(ড) বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ);
(ঢ) বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান);
(ণ) বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা);
(ত) বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য);
পরীক্ষায় অংশগ্রহণের জন্য দাখিলকৃত অনলাইন আবেদনপত্রের সহিত প্রার্থীকে কমিশন কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে -(ক) দফা (খ) তে উল্লিখিত প্রার্থী ব্যতীত অন্যান্য সকল প্রার্থীকে অফেরতযােগ্য ৭০০/-(সাতশত) টাকা, (খ) বিধি ৩ এর দফা (১) এর অধীন কোন প্রার্থীকে অফেরতযােগ্য ১০০/-(একশত) টাকা, ফি জমা প্রদান করিতে হইবে।
প্রার্থীকে অনধিক তিন মাস পূর্বে তােলা ছবি কমিশনের নির্দেশনা অনুসারে অনলাইন আবেদনপত্রের (BPSCForm-1) নির্দিষ্টকৃত স্থানে আপলােড করিতে হইবে।
প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত মূল আবেদনপত্রের (BPSC Form-2) নির্দিষ্টকৃত স্থানে প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি পাসপাের্ট সাইজের ছবি সংযুক্ত করিতে হইবে।
কোন আবেদনপত্রে গুরুতর অসম্পূর্ণতা (Substantively Incomplete)) থাকিলে বা ভুলভাবে পূরণ করিলে বা প্রয়ােজনীয় তথ্য ও প্রামাণিক দলিলাদি সংযুক্ত না করিলে উক্ত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। ব্যাখ্যা:—“গুরুতর অসম্পূর্ণতা অর্থ কমিশন কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি দ্বারা ঘােষিত প্রার্থীর আবেদনপত্রের কোন গুরুতর অসম্পূর্ণতা।
ঠিকানা- প্রত্যেক প্রার্থীকে তাহার আবেদনপত্রে ডাক যােগাযােগের ঠিকানা প্রদান করিতে হইবে এবং প্রার্থীর ঠিকানা পরিবর্তন হইলে তাহা কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কে যথাসময়ে লিখিতভাবে অবহিত করিতে হইবে।
বিসিএস পরীক্ষার বিষয় সমূহ ও নম্বর বন্টন পদ্ধতি ২০২২
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর (১) তফসিল-১ এর ক্রমিক ১, ৩, ৪, ৫(ক), ৬, ৭, ৮, ১০(ক), ১১, ১৫(ক), ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৭ (ক) হইতে উল্লিখিত সার্ভিস বা ক্যাডার পদসমূহের নিয়ােগের ক্ষেত্রে প্রার্থীদের নিম্নোক্ত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে, যথাঃ
বিসিএস লিখিত পরীক্ষার সময় ও মানবন্টন ২০২২
২০০ (দুইশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হইবে ৪ (চার) ঘন্টা এবং ১০০ (একশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হইবে ৩ (তিন) ঘন্টা। পরীক্ষার বিষয়সমূহের ন্যূনতম মান এবং বিস্তারিত সিলেবাস কমিশন কর্তৃক নির্ধারিত হইবে। প্রার্থীদের জন্য সকল বিষয় বা পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যিক হইবে।
বিসিএস পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ২০২২
বিসিএস লিখিত পরীক্ষার গড় ন্যূনতম পাস নম্বর হইবে শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ। লিখিত পরীক্ষার কোন বিষয়ে কোন প্রার্থী শতকরা ৩০ (ত্রিশ) ভাগ এর কম নম্বর পাইলে তিনি উক্ত বিষয়ে কোন নম্বর পান নাই বলিয়া গণ্য হইবে; এবং মৌখিক পরীক্ষার ন্যূনতম পাস নম্বর হইবে শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর (২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন, প্রয়ােজনীয় মনে করিলে, সরকারের পূর্বানুমােদনক্রমে, ন্যূনতম পাস নম্বর হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।
বিসিএস মৌখিক পরীক্ষা এবং বুদ্ধিমত্তা টেস্ট ২০২২
কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে গঠিত মৌখিক পরীক্ষা বাের্ড লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করিবে। মৌখিক পরীক্ষা বাের্ড প্রার্থীর বুদ্ধিমত্তা, মানসিক সচেতনতা ও বলিষ্ঠতা, চারিত্রিক দৃঢ়তা, সম্ভাবনাময় গতিশীল নেতৃত্বের ক্ষমতা গুরুত্বপূর্ণভাবে বিবেচনাসহ প্রার্থীর পাঠক্রম বহির্ভূত গুণাবলি, যেমন—খেলাধুলা, বিতর্ক প্রতিযােগিতা, শখ, ইত্যাদি বিষয়ও বিবেচনা করিবে।
বিসিএস পরীক্ষার শেষ ধাপ স্বাস্থ্য পরীক্ষা ২০২২
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হইতে কমিশন কর্তৃক চূড়ান্ত সুপারিশের ফলাফল প্রকাশের পর মনােনীত প্রার্থীগণকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বাের্ডের সম্মুখে উপস্থিত হইতে হইবে। স্বাস্থ্য পরীক্ষার ধরন এবং পদ্ধতি তফসিল-২ অনুযায়ী পরিচালিত হইবে।
স্বাস্থ্য পরীক্ষা-এই ধাপে যদি অকৃতকার্য হয় তবে সে নিয়োগের অযোগ্য বলিয়া বিবেচিত হইবে। তাই বিসিএস পরীক্ষার অংশ গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে অবশ্যই পরীক্ষার অংশ গ্রহণ করা উচিৎ।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪: ডাউনলোড
Thank You