ফর্ম I আবেদনপত্র । নমুনা

সংশোধিত বাজেট তৈরি ২০২৩ । এক্সেল শীটে সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রস্তুত করার নিয়ম

প্রতি অর্থ বছরে জুলাই মাসে বাজেট ছাড় করা হয় – মাত্র ৩ মাস অতিবাহিত হওয়ার পর সংশোধিত ও প্রস্তাবিত বাজেট দাখিল করতে হয় – বাজেট ২০২২-২০২৩

বাজেট কি? – বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব। সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যাঁরা কাজ করেন, তাঁদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানোসহ নানা ধরনের উদ্যোগ নিতে হয়। সুতরাং একটি নির্দিষ্ট অর্থবছরে কোথায় কত ব্যয় হবে, সেই পরিকল্পনার নামই বাজেট। চলতি বছরের বাজেট সম্পর্কে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হয় এবং পরবর্তী অর্থ বছরের ব্যয় বাজেট সম্পর্কে একটি প্রস্তাবিত বাজেট প্রস্তুত রাখতে হয়।

সংশোধিত বাজেট বলতে বোঝায় চলতি বছরে পূর্ববর্তী প্রস্তাবিত বাজেটে যে অর্থ বা বাজেট বরাদ্দ চাওয়া হয়েছিল তা প্রদান করা হয়। বরাদ্দকৃত বাজেটে উদ্বৃত্ত বা ঘাটতি রয়েছে কিনা সেটি পর্যালোচনা করে সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেট পেশের উপর নির্ভর করে চলতি বাজেট বৃদ্ধি বা হ্রাস করা হবে কিনা। মূলত প্রকৃত সর্বশেষ ৩ মাসের ব্যয় ও দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রয়োজনীয় ব্যয় হিসাব করে সংশোধিত বাজেট প্রস্তুত করা হয়।  ৮ম জাতীয় পে-স্কেলের ধাপসমূহ ও গেজেট টি সংগ্রহে রাখুন।

প্রস্তাবিত বাজেট কি? প্রস্তাবিত বাজেট হচ্ছে আগামী বছর কি পরিমাণ অর্থ কর্মকর্তা কর্মচারী ও দপ্তর পরিচালনায় ব্যয় হবে সেই হিসাব চলতি বছরই দিয়ে রাখা। মূলত প্রস্তাবিত বাজেটের উপর ভিত্তি করেই আগামী বছর জুলাই মাসে নতুন বাজেট বরাদ্দ দেয়া হয়। গত বছরের প্রস্তাবিত বাজেটই চলতি বছরের চলমান বাজেট। চলতি বা চলমান বাজেট হ্রাস বা বৃদ্ধি হবে কিনা সেটিই হচ্ছে সংশোধিত বাজেট।  যে হারে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া নির্ধারণ করা হয় (Chart সহ)

সংশোধিত বাজেট ২০২২-২৩ / প্রস্তাবিত বাজেট ২৩-২৪

চলতি অর্থ বছরে ৩ মাস পর সংশোধিত বাজেট পেশ করার পর যদি আপনার দপ্তরের বাজেট কম পড়ে তবে আপনি আবার চলতি অর্থ বছরের ৯ মাস অতিবাহিত হওয়ার পর পুন:সংশোধিত বাজেট চাইতে পারবেন। বাজেট ফরওয়ার্ডিং ডাউনলোড করুন। এখানে দেওয়া ফাইল গুলো ডাউনলোড করে একটি ফোল্ডালে নিয়ে নিন অন্যথায় সূত্র কাজ করবে না।

Caption: Automated preparatoin of Budget File । ছক -ক, খ, গ এর এক্সেল ফাইল সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। ফাইল গুলোতে সূত্র বসানো আছে শুধু তথ্য ইনপুট দিতে হবে।

সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের এক্সেল ফাইল। যে ফাইল গুলো এক্সেল ফরম্যাটে বাজেট ফাইল রেডি করতে প্রয়োজন পড়বে। সকল ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে নিয়ে নিন অন্যথায় অনেক সূত্র কাজ করবে না।

  1. সংশোধিত ও প্রস্তাবিত বাজেট অগ্রায়ন কপি বা ফরওয়ার্ডিং- ডাউনলোড
  2. সংশোধিত ও প্রস্তাবিত বাজেট ছক-ক, খ, গ – ডাউনলোড
  3. লাম্পগ্র্যান্ট ও অবসর ভাতা , আনুতোষিক হিসাব- ডাউনলোড
  4. শ্রান্তি ও বিনোদন আলাদা ফাইল সংযুক্তি হিসেবে-ডাউনলোড
  5. অনিয়মিত শিল্পীদের সংশোধিত ও প্রস্তাবিত হিসাব- ডাউনলোড
  6. নোটিং –ডাউনলোড

বাজেট প্রস্তুতে কত সময় লাগে?

প্রতিটি দপ্তরই সংশোধিত ও প্রস্তাবিত বাজেট দাখিল করে থাকে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা সদর দপ্তর বাজেটের হিসাব চেয়ে থাকে তবে সাধারণত ১৫-৩০ দিন সময় দিয়ে বাজেট কপি প্রেরণের নোটিশ জারি করে থাকে। হাতে কলমে হিসাব কষে মাইক্রোসফট ওয়ার্ড বা MS Word এ সংশোধিত ও প্রস্তাবিত বাজেট তৈরি করতে লোকবল ও সময় অনেক বেশি লাগে। আপনি যদি এক্সেল ফাইলে বাজেটের হিসাব করেন তবে ১-২ দিনেই সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রস্তুত করে ফেলতে পারবেন। এখানে দেওয়া এক্সেল ফাইলে সূত্র বসানো আছে শুধু তথ্য পরিবর্তন করলেই অনেক হিসাব হয়ে যাবে। কিছু তথ্য আপনাকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে।

দপ্তরগুলো যেভাবে নোটিশ দিয়ে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত এবং ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট প্রেরণ সংক্রান্ত-৬৩১, তারিখ: ৩০-১১-২০২১

যে হারে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া নির্ধারণ করা হয় (Chart সহ)

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *