কারা অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সিভিল কর্মচারীর মৌলিক রেশন সুবিধা প্রবর্তন এবং কারারক্ষীদের পারিবারিক মৌলিক রেশন ৬০% হতে ১০০% বৃদ্ধিতে নিম্নবর্ণিত প্রাধিকার, রেশন আইটেম ও স্কেল এবং পরিবার প্রতি প্রাপ্যতার বিষয়ে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
৪ সদস্য মাসিক স্কেল কেজি/লিটার
- চাল-৩৫ কেজি
- গম/আটা-৩০ কেজি
- ভোজ্য তৈল ৮ লিটার
- চিনি-৫ কেজি
- ডাল-৮ কেজি
প্রত্যেক পরিবারের রেশন প্রাপ্ত সদস্য সংখ্যা কর্মকর্তা/কর্মচারীসহ ৪ জনের অধিক হবে না।
- মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে?
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?
কারা অধিদপ্তরের ১ম-৪র্থ শ্রেণীর কর্মকর্তা/কর্মচারী ৮৬ কেজি রেশন সুবিধার আওতায় বিস্তারিত আদেশ দেখুন: ডাউনলোড