সেতু বিভাগের আওতাধীন যমুনা সেতু এবং মুক্তারপুর সেতুর জন্য অনুমােদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার পুনঃনির্ধারণ করা হয়েছে-Jamuna Setu Toll Chart bd 2024
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
সেতু বিভাগ
উন্নয়ন অধিশাখা
প্রজ্ঞাপন
তারিখ : ১৭ কার্তিক ১৪২৮/০২ নভেম্বর ২০২১
নং ৫০.০০.০০০০.৩০১.৩৮.০০১.১৭-৩৪৯—সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর জন্য অনুমােদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার পুনঃনির্ধারণ করা হলাে:
০২। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
মােহাম্মদ আনােয়ারুল নাসের
উপসচিব (উন্নয়ন)
বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর অনুমোদিত যানবাহনের টোল হার পুনঃনির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড
যমুনা সেতু এবং রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-র নামানুসারে যমুনাসেতুর পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনের নাম রাখা হয়ে ছিলো ‘ইব্রাহিমাবাদ স্টেশন’। আওয়ামীলীগ সরকার এই নাম পরির্তন করে নামকরণ করেন ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব’ স্টেশন।