পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

Jamuna Setu Toll Chart bd । যমুনা সেতু এবং মুক্তারপুর সেতুতে গাড়ি প্রতি টোল কত?

সেতু বিভাগের আওতাধীন যমুনা সেতু এবং মুক্তারপুর সেতুর জন্য অনুমােদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার পুনঃনির্ধারণ করা হয়েছে-Jamuna Setu Toll Chart bd 2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সেতু বিভাগ

উন্নয়ন অধিশাখা

প্রজ্ঞাপন

তারিখ : ১৭ কার্তিক ১৪২৮/০২ নভেম্বর ২০২১

নং ৫০.০০.০০০০.৩০১.৩৮.০০১.১৭-৩৪৯—সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর জন্য অনুমােদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার পুনঃনির্ধারণ করা হলাে:

যানাবহন টোল

সেতু টোল

০২। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মােহাম্মদ আনােয়ারুল নাসের

উপসচিব (উন্নয়ন)

 

বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর অনুমোদিত যানবাহনের টোল হার পুনঃনির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড

যমুনা সেতু এবং রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-র নামানুসারে যমুনাসেতুর পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনের নাম রাখা হয়ে ছিলো ‘ইব্রাহিমাবাদ স্টেশন’। আওয়ামীলীগ সরকার এই নাম পরির্তন করে নামকরণ করেন ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব’ স্টেশন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *