পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা ২০১১

স্বতন্ত্র প্রার্থী যে নির্বাচনী এলাকা হইতে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক, কেবল সেই এলাকার ভােটারগণের সমর্থন ফরম-ক তে উক্ত প্রার্থীর প্রার্থীতার অনুকূলে সংগ্রহ করিতে হইবে। স্বতন্ত্র প্রার্থী বা তদকর্তৃক মনােনীত প্রতিনিধি কর্তৃক ‘তফসিলের ফরম-ক তে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভােটারের তথ্য লিপিবদ্ধপূর্বক ভােটারগণের স্বাক্ষর কিংবা টিপসহি সংগ্রহ করিতে হইবে।

অতিরিক্ত সংখ্যা

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০১১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নির্বাচন কমিশন সচিবালয় শেরে বাংলা নগর, ঢাকা।

প্রজ্ঞাপন 

তারিখ, ১২ ফাখুন ১৪১৭ বঙ্গাব্দ২৪ ফেব্রুয়ারি ২০১১ খ্রিস্টাব্দ 

এস, আর, ও নং ৩৯-আইন/২০১১Representation of the People Order, 1972 (P.0 No. 155 of 1972) এর Article 94 এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন উক্ত Order এর Anicle 12 এর clause (3a) এর sub-clause (a) এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা

১। সংক্ষিপ্ত শিরােনাম ও প্রবর্তন। (১) এই বিধিমালা স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২। সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায় | (১) “Article” অর্থ Order এর কোন Articles (*) “Order” Representation of the People Order, 1972 (P.O No. 155 of 1972);

(৩) “কমিশন” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুজেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন;

(৪) “তফসিল” অর্থ এই বিধিমালার তফসিল; 

(৫) “নিবন্ধিত রাজনৈতিক দল” অর্থ Article 90A এর অধীন নিবন্ধিত রাজনৈতিক দল 

(৬) “নির্বাচনী এলাকা” অর্থ Article 2(iv) এর অধীন সংজ্ঞায়িত কোন নির্বাচনী এলাকা;

(৭) “ফরম” অর্থ এই বিধিমালার তফসিলে বর্ণিত কোন ফরম (৮) “ভােটার” অর্থ Article 2(x) এর অধীন সংজ্ঞায়িত কোন ভােটার

(৯) “ভোটার তালিকা” অর্থ ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ১নং আইন) এর অধীন প্রণীত চূড়ান্ত ভােটার তালিকা;

(১০) “রিটার্নিং অফিসার” অর্থ Article 2(xxi) এর অধীন সংজ্ঞায়িত রিটার্নিং অফিসার।

(১১) “স্বতন্ত্র প্রার্থী” অর্থ এমন একজন প্রার্থী যিনি কোন নিবন্ধিত রাজনৈতিক দলের মনােনীত প্রার্থী নহেন।

৩। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভােটারের সমর্থন সংগ্রহ, ইত্যাদি।-১) স্বতন্ত্র প্রার্থী যে নির্বাচনী এলাকা হইতে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক, কেবল সেই এলাকার ভােটারগণের সমর্থন ফরম-ক তে উক্ত প্রার্থীর প্রার্থীতার অনুকূলে সংগ্রহ করিতে হইবে।

(২) স্বতন্ত্র প্রার্থী বা তদকর্তৃক মনােনীত প্রতিনিধি কর্তৃক ‘তফসিলের ফরম-ক তে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভােটারের তথ্য লিপিবদ্ধপূর্বক ভােটারগণের স্বাক্ষর কিংবা টিপসহি সংগ্রহ করিতে হইবে।

৪। প্রার্থীতার সমর্থনসূচক তালিকা যাচাই পদ্ধতি।- ১) স্বতন্ত্র প্রার্থী কর্তৃক বিধি ৩ এর অধীন সংগৃহীত এক শতাংশ ভােটারের তথ্যসহ স্বাক্ষর বা টিপসহি এর সমর্থনসূচক তালিকা Article 12 এর clause (3a) এর sub-clause (a) এর বিধান অনুসারে রিটার্নিং অফিসারের নিকট দাখিলের পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উক্ত দাখিলকৃত এক শতাংশ ভোটারের সমর্থন যাচাই করিবেন।

(২) রিটার্নিং অফিসার উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত তালিকায় এক শতাংশ হইতে কম সংখ্যক সমর্থন এর ক্ষেত্রে উহা যাচাই এর কোন কার্যক্রম গ্রহণ করিবেন না এবং রিটার্নিং অফিসার এইরূপ মনােনয়নপত্র বাতিল করিবেন।

(৩) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ স্বতন্ত্র প্রার্থীর মােট সংখ্যা ফ্যাক্স, ই-মেইল কিবা অন্য কোন মাধ্যমে কমিশনের মনােনীত কর্মকর্তাকে অবহিত করিকেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা অবগত হইবার পর মনােনীত কর্মকর্তা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীগণ যে সমস্ত নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করিবার জন্য মনােনয়নপত্র দাখিল করিয়াছেন, উহাদের প্রতিটির জন্য ১০ টি সংখ্যা চিহ্নিত করিবেন, যাহা ক্রমিক ১ হইতে ১ শতাংশের মধ্যবর্তী যে কোন ১০ টি সংখ্যা হইবে।

(৫) উপ-বিধি (১) এর অধীন সমর্থনসূচক তালিকায় এক শতাংশের অধিক ভােটারের নাম অন্তর্ভুক্ত হইলে, যে কমিক হইতে এই অধিক সংখ্যার শুরু উহা হইতে শেষ পর্যন্ত প্রাপ্ত ক্রমিকসমূহ উপ-বিধি (৩) এর অধীন দৈবচয়নের অন্তর্ভুক্ত হইবে না।

(৬) কমিশনের মনােনীত কর্মকর্তা উপ-বিধি (৪) এর অধীন চিহ্নিত ১০ টি সংখ্যা ফ্যাক্স, ই-মেইল বা অন্য কোন মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করিবেন, এবং রিটার্নিং অফিসার প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লিখিত তথ্যাদির সত্যাসত্য সরেজমিনে যাচাই এর জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করিবেন।

(৭) উপ-বিধি (৬) এর অধীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে তদন্তপূর্বক তফসিলের ফরম-খ তে প্রত্যেক ভােটারের বিপরীতে একটি লিখিত প্রতিবেদন প্রস্তুত করিবেন যাহাতে তদন্তের ফলাফলের উপর ক্ষেত্রমত, সংশ্লিষ্ট এলাকার একজন ভােটারের প্রত্যয়ন অথবা যাচাইকৃত ভোটারের স্বাক্ষর কিংবা টিপসহি থাকিবে এবং উহা সংশ্লিষ্ট এলাকার অপর একজন ভােটার কর্তৃক প্রতিস্বাক্ষরকৃত বা টিপসহি থাকিবে।

৫। যাচাইকৃত তালিকায় তথ্যের গরমিল থাকিলে মনােনয়ন বাতিল। বিধি ৪ এর অধীন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতার সমর্থনসূচক তালিকা যাচাই এর পর উক্ত তালিকার কোন একটি ক্রমিকে প্রদত্ত তথ্যের গরমিল থাকিলে সংশ্লিষ্ট প্রার্থী যথাযথ তথ্য প্রদান করেন নাই বলিয়া গণ্য হইবে এবং কমিশন উক্ত প্রার্থীর মনােনয়ন বাতিল করিতে পারিবে।

 

নির্বাচন কমিশনের আদেশক্রমে

ড. মােহাম্মদ সাদিক

ভারপ্রাপ্ত সচিব

 

স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা ২০১১ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *