সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ মোতাবেক যে মাসে ফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করবেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে জিপিএফ অগ্রিমের কিস্তি কর্তন করতে হবে। আর্থিক ক্ষমতা অর্পণ বিধিমালা ২০১৫ জারির পর থেকে বিভাগ/ অধিদপ্তর কর্তৃক সর্বোচ্চ একটি অগ্রিমের কিস্তি ০১ বৎসর সময়ের জন্য স্থগিত রাখতে পারেন।
- মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে?
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?
এক্ষেত্রে অফিস প্রধান নিয়োগকারী কর্তৃপক্ষ হতে হবে। আঞ্চলিক বা উপজেলা লেভেলের অফিসগুলো একবছর কিস্তি স্থগিতের ক্ষমতা রাখে না। অনুচ্ছেদটি এখান থেকে দেখে নিন: ভিউ
জিপিএফ ফেরৎতযোগ্য অগ্রিমের কিস্তি কর্তন ০১ বছর পর্যন্ত স্থগিত রাখা যায় এ সংক্রান্ত বিধি আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০১৫ দেখে নিতে পারেন: ডাউনলোড