বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

অফিস সহকারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ২০২৪ । হিসাবরক্ষণ অফিসের দৌরাত্মে এটা কেউ পেয়েছেন কেউ পাননি

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন-১, শাখার ০৪/০১/২০১৮ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১১০.০০.১৬৫.১৭.৩৮ নম্বর পত্র মোতাবেক ০৮ (আট) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরতরা যদি দুটি অগ্রিম ইনক্রিমেন্ট উপসচিব জনাব মো: মশিউর রহমান এর মঞ্জুরীতে পেয়েছেন সুতরাং আপনিও পাবেন।

২টি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়ার নাকি আর সুযোগ নেই? হ্যাঁ। অর্থমন্ত্রণালয় এমনটি-ই জানিয়েছে কিন্তু অনেক দপ্তর হতে তা মঞ্জুর করে কার্যকরও করা হয়েছে এবং পরবর্তীতে তা আর বাতিল করা হয়নি। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের বাস্থবায়ন অনুবিভাগ সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে কর্মরত কর্মচারীদের ০২ (দুই) টি/০৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ১৪(৩) অনুচ্ছেদের বিষয়ে অধিকতর স্পষ্টীকরণ করা হয়ছে। সে অনুযায়ী সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিটার মুদ্রাক্ষরিকদের “জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর ১৪(৩) বিধান অনুযায়ী সকল প্রকার ভাতা বাতিল করা হয়েছে বিধায় ০২ (দুই) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের কোন সুযোগ নাই” এবং সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে কর্মরত কর্মচারীদের “জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর ১৪(৩) বিধান সকল প্রকার ভাতা বাতিল করা হয়েছে বিধায় ০৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নাই” মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। সূত্র দেখুন

কোন দপ্তর কি এই ইনক্রিমেন্ট দিয়েছে? হ্যাঁ। দিয়েছে। অর্থ বিভাগের ১৪/০৯/১৯৮৬ তারিখের MF – FD (Imp ) – 3-R(G) – 16-83 ( Pt. 1 ) / 161 নং অফিস স্মারকাদেশ এর ধারাবাহিকতায় ২২/১০/২০০৮ তারিখের অম/অবি (বাস্ত – ৪)/ সংসদ (সিঃ গ্রেঃ)/২০০৮/১৬৫ নং স্মারকাদেশ হওয়ায় সে মোতাবেক খাদ্য অধিদপ্তরাধীণ মাঠপর্যায়ের সকল কার্যালয়সমুহে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগণকে ২(দুই)টি বার্ষিক অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের নিমিত্ত স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্মকর্তাগণকে বর্ণিত পদের কর্মচারীদের কম্পিউটার মুদ্রাক্ষর (বাংলা ও ইংরেজি) গতি যাচাই করে (সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে) সরকারী আদেশ অনুসারে ২ (দুই)টি বার্ষিক অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান করতে অনুমতি দেয়া হলো। পরীক্ষা বিষয়ক তথ্যাদি অবশ্যই সংরক্ষণ করতে হবে। সূত্র দেখুন

অফিস সহকারীদের ২টি অগ্রিম ইনক্রিমেন্ট ২০২৪ । কম্পিউটার নাকি সবাই জানে তাই ইনক্রিমেন্ট বাতিল করা হয়েছে

অনৈতিক কথা: এজি অফিস শুধু ডকুমেন্ট দেখে। টাকা দিলে ওরা সব পাশ করে দেয়। অতীতে বঞ্চিত হয়েছেন তবে এখন মামলা বা উক্ত নির্দেশের বিরূদ্ধে আওয়াজ তোলা হলে অবশ্যই পাওয়া যাবে বলে অনেকেই আশা করছেন।

অফিস সহকারীদের অগ্রিম ইনক্রিমেন্ট সংক্রান্ত আদেশ ও বিস্তারিত

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকদের জন্য অগ্রিম ২টি ইনক্রিমেন্ট ২০২৪ । প্রমানক সমূহ তুলে ধরা হলো

এমন অনেক দপ্তর রয়েছে যেখানে জাতীয় বেতন স্কেল ২০১৫ জারি পর তাদের ২টি ইনক্রিমেন্ট প্রদান করা হয়েছে। কিছু দপ্তর অর্থ ফেরত প্রদানের জন্য পত্র প্রেরণ করেছেন কিন্তু অনেক দপ্তর রয়েছে এমন পত্র প্রেরণ করেনি। কিছু কর্মচারী ২টি ইনক্রিমেন্ট সুবিধা ভোগ করবে সারা জীবন আর কিছু বঞ্চিত হবে এটা তো হতে পারে না। 

অর্থ মন্ত্রণালয় কি এক মুখে দুই কথা বলেছে? 

হ্যাঁ। অর্থ বিভাগ হতে সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কর্মরত কর্মচারীদের ০২ (দুই) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের বিষয়ে নিম্নরূপ মতামত প্রদান করা হয়- “জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ১৪ (৩) বিধান অনুযায়ী সকল প্রকার ভাতা বাতিল করা হয়েছে বিধায় ০২ (দুই) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের কোন সুযোগ নেই।“ ২ নম্বর পত্রে অর্থ বিভাগ হতে সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে কর্মরত কর্মচারীদের ০৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের বিষয়ে নিম্নরূপ মতামত প্রদান করা হয় : “জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ১৪ (৩) বিধান অনুযায়ী সকল প্রকার ভাতা বাতিল করা হয়েছে বিধায় ০৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের কোন সুযোগ নেই।

কেউ কি ২টি ইনক্রিমেন্ট পেয়েছে?

হ্যাঁ। এমন অনেক নজির রয়েছে। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১৪-০৯-১৯৮৬ তারিখের MF-FD (Imp)-3-R(G)-16-83 (pt. I ) / 161 নম্বর পত্র, ১২-১১- ১৯৮৬ তারিখের MF-FD (Imp)-3-R(G)-9-86-180 নম্বর পত্র এবং ২২-১০-২০০৮ তারিখের অম/অবি(বাস্ত-৪)/সংসদ (সিঃগ্রেঃ) ২০০৮/১৬৫ নম্বর পত্র এবং এ অধিদপ্তরের ১৬ অক্টোবর ২০১৮ তারিখের বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ সাপেক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে যোগদানকৃত নিম্নবর্ণিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণের জন্য ০২ (দুই)টি অগ্রিম ইনক্রিমেন্টের মঞ্জুরি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। 

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “অফিস সহকারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ২০২৪ । হিসাবরক্ষণ অফিসের দৌরাত্মে এটা কেউ পেয়েছেন কেউ পাননি

  • দুই বছর শিক্ষা নবিস কাল পার হওয়ার পর। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক অগ্রিম 2 টি ইনক্রিমেন্ট প্রপ্তির পত্র থাকা সত্যে ও হিসাব রক্ষণ অফিস তা দিচ্ছেনা । এ সংক্রান্ত কোন পরামস্য চাইছি।

  • পে স্কেল ২০১৫ জারি হওয়ার পর এমনটি হচ্ছে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এটি একটি অন্যায় যা নিম্নগ্রেডের কর্মচারীর সাথে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *