জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনাভূক্ত কার্যক্রমের আওতায় ২য় কোয়ার্টার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর-২০২০ মেয়াদে নিম্নোক্ত ৩ জন কর্মচারীকে “মাসিক সেরা কর্মচারী” নির্বাচন ও পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যান ভবন
৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রো, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০
প্রশাসন শাখা
www.probashi.gov.bd
নং-৪৯.০০.০০০০.০১৫.১৬.০১০.২০.৯৯২; তারিখ: ১৫-১২-২০২০
অফিস আদেশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনাভূক্ত কার্যক্রমের আওতায় ২য় কোয়ার্টার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর-২০২০ মেয়াদে নিম্নোক্ত ৩ জন কর্মচারীকে “মাসিক সেরা কর্মচারী” নির্বাচন ও পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে:
১। ক্যাটাগরি-১ (গ্রেড ১৭ থেকে ২০ পর্যন্ত) অফিস সহায়ক জনাব শুভ্রা চাকমা।
২। ক্যাটাগরি-২ (গ্রেড ১১-১৬ পর্যন্ত) সাঁট মুদ্রাক্ষিরিক কাম কম্পিউটার অপারেটর জনাব আহাম্মেদ শরীফ।
৩। ক্যাটাগরি-২ (গ্রেড ১০) ব্যক্তিগত কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলাম খন্দকার।
০২। মনোনীত কর্মচারী দুই হাজার (২,০০০) টাকার প্রাইজবন্ড এবং সনদ প্রাপ্য হবেন। এ মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের ৩২১১১০১ পুরস্কার উপখাতের বাজেট বরাদ্দ হতে এ ব্যয় মিটানো হবে।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
(মনির হোসেন চৌধুরী)
উপসচিব
ফোন: ৪১০৩০২৪১
“মাসিক সেরা কর্মচারী” নির্বাচন ও পুরস্কার প্রদানের রীতি: ডাউনলোড