শিক্ষা ভাতা । পোষাক । রেশন

সাজ পোষাক / লিভারেজ Liveries 2024 । অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীসহ ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পোষাক প্রাপ্যতা কোনটি?

বাংলাদেশ সরকার চাকরিজীবীদের চতুর্থ শ্রেণীর চাকরিজীবীদের জন্য সাজ পোষাক / লিভারেজ Liveries / দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্যপুনঃনির্ধারণ সংক্রান্ত “পরিপত্র” সংশোধন করেছেন নিম্নোক্ত সংশোধনীটি পূর্বে পরিপত্রের সাথে যুক্ত হবে মাত্র। সম্পূর্ণ পরিবর্তন করা নয় বরং আংশিক পরিবর্তন আনা হয়েছে মাত্র-সাজ পোষাক / লিভারেজ Liveries 2024

সংশোধনীটি আদেশটি ২০২৪ সালেও কার্যকর রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিবালয় অধিশাখা

নং-০৫.০০.০০০০.১২৩.০৬.০০১.১৬.২১৫ তারিখ: ০৭ অক্টোবর ২০১৯

বিষয়: ১৬-২০ নম্বর গ্রেডভূক্ত কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুনঃনির্ধারণ সংক্রান্ত “পরিপত্র” সংশোধন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় কল্যাণ শাখা হতে ১৮.০১.২০১৮ তারিখে ৫৩ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, জাতীয় বেতনস্কেলে ১৬-২০ নম্বর গ্রেডের নন গেজেটেড কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষাঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুন:নির্ধারণ সংক্রান্ত বিগত ১৮.০১.২০১৮ তারিখে জারিকৃত পরিপত্রটি নির্দেশক্রমে নিম্নরূপ সংশোধন করা হলো।

০১। ১৬-২০ নম্বর গ্রেডভূক্ত কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষাঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুন:নির্ধারণ বিষয়/শিরোনামটি সংশোধন করে ১৭-২০ নম্বর গ্রেডভূক্ত (৪র্থ শ্রেণী) কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুন:নির্ধারণ।

০২। জুতা (পুরুষ কর্মচারীদের জন্য) ০১ জোড়ার পরিবর্তে ০২ জোড়া করা হয়েছে।

০৩। নাম ফলক (পুরুষ মহিলা উভয় কর্মচারী) জন্য নির্ধারিত ছিল না সংশোধন করে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

০২। উল্লিখিত কর্মচারীদের দাপ্তরিক পোশাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মুল্য পুন:নির্ধারণ সংক্রান্ত ১৮.০১.২০১৮ তারিখে ৫৩ নম্বর স্মারকে জারিকৃত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

(নাঈমা হোসেন)

উপ সচিব

ফোন: ৯৫১৪৮৮৯

১৬-২০ নম্বর গ্রেডভূক্ত কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুনঃনির্ধারণ সংক্রান্ত “পরিপত্র” সংশোধনীটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

পুরাতন পূর্নাঙ্গ পরিপত্রটি দেখে নিতে পারেন: ডাউনলোড JPEG FilePDF File Download Link

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: এখন কি অফিস সহকারী ও গুদাম রক্ষক পোষাক পাবে না?
  • উত্তর: না পাবে না। শিরোনামই পরিবর্তন হয়ে গেছে।
  • প্রশ্ন: ১৭-২০ তম গ্রেডের যে কোন কর্মচারী পাবেন?
  • উত্তর: হ্যাঁ, যে কোন কর্মচারী পাবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

60 thoughts on “সাজ পোষাক / লিভারেজ Liveries 2024 । অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীসহ ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পোষাক প্রাপ্যতা কোনটি?

  • দুই জোড়া জুতার দাম কতো হবে

  • চাকুরীতে যোগদানের কত বছর পর থেকে পোষাক ভাতা পাওয়া যাবে

  • পুরুষ কর্মচারী প্রতি জোড়া ১৮০০ করে ধরা আছে।

  • কোন আইন বা তার কোন চিঠির কপি হবে

  • কোন বিষয়ে চিঠি লাগবে?

  • My mothers job duration will be 24 years 6 months . Due some government issue she was join late . Is she get pension ?

  • অবশ্যই পাবেন। সব ঠিক ঠাকই পাবেন।

  • বাংলাদেশ রেলওয়ে থেকে এইটা কার্যকর হবে

  • এটা কি প্রত্যেক বছরে চাহিদা দেওয়া যাবে ?

  • প্রতিবছরই প্রাপ্য। একবছর জুতা মোজা ছাতা এবং পরবর্তী বছর এগুলো সহ সকল কিছু

  • চাকুরীর কত বছর হলে পাবে আর চাকুরী স্থায়ি হলে পাবে এমন কি নিয়ম আছে?

  • 2 বছর পর স্থায়ী হলেই পাবেন। নিয়ম পরিপত্রে দেখুন।

  • ১৬ গ্রেটের ল্যাব টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর এরা কি পোষাক পাবে।

  • না। ষোল গ্রেড পাবে না।

  • চাকুরীতে যোগদানের কত বছর পর থেকে পোষাক ভাতা পাওয়া যাবে পরিপত্রে আছে

  • দুই বছর পর চাকুরী স্থায়ী হলে পোশাক প্রাপ্য হবেন।

  • চাকরি ৩ বছর হলে স্হায়ী করণ না হলে কি পুশাক ভাতা পাওয়া যাবে।

  • অবশ্যই পাওয়া যাবে।

  • পোশাক ভাতা প্রতি বছরের জন্য নির্ধারণ কিনা

  • জি। এক বছর জুতা মোজা ছাতা জন্য ভাতা এবং অন্য বছর সব কিছু অর্থাৎ ফুল পোষাক ভাতা।

  • এই বিষয়ে ২৪/১১/২০১০ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার টা দেয়া যাবে ?

  • অফিস সহকারী কাম-কম্পউটার মুদ্রাক্ষরিক (চলতি দায়িত্ব) থাকা অবস্থায় পাবকিনা

  • ‌পোষাক ভা‌তা ১মবার কোন সম‌য়ে প্রাপ্ত হ‌বেন ? এর কোন সার্কুলার পাওয়া যা‌বে। অনুগ্রহপূর্বক দি‌লে উপকৃত হব

  • দু’বছর অতিক্রম করে চাকরি স্থায়ী হলেও প্রাপ্য হবেন। পোস্ট থেকে ডাউনলোড করে নিন।

  • Sir,amader chakrir 3bochor & sthayi hoyeche,poshaker jonno abedon korte gele 2015 progyapan anusare 5 bochorer age paina bola hoi .amra 18/01/2018 r 53 poripotra/07/102019 r215 poripotra dekhiyechi.tateo kaj hoini.bola hoyeche progyapan songsudhan kora hoini ,tai pabona.ja amader poshak paoa anischit hoyeche .amader koroniyo ki?

  • আমার চাকরির বয়স ৩ বছর ও চাকরি স্থায়ী হয়েছে ,কিন্তু পোশাক ও ধোলাই ভাতা পাইনি। অফিসে যোগাযোগ করলে ৫ বছরের আগে পাবেন না বলা হয়। আমরা ১৮/০১/২০১৮তারিখের ৫৩ নং স্মারক ও জন প্রশাসন মন্ত্রণালয় জারিকৃত পরিপত্র দেখানো হয়েছে। যাবো নাকি আমরা পাবনা। যা ২০১৫ প্রজ্ঞাপন পরিবর্তন করা হয়নি তাই আমরা পাব না। এ স্বপক্ষে আর কোন প্রমান আছে কিনা।

  • আপনি কোন পদে এবং কোন প্রতিষ্ঠানে আছেন?

  • আমার জানামতে এই পরিপত্র সকল দপ্তরের জন্য কার্যকর।

  • স্যার!আমি বি এস পলিটেকনিক ইন্সটিটিউট কাপ্তাই এর পরিচ্ছন্নতা কর্মী পদে আছি।

  • স্যার পোশাক ভাতার 15100 টাকার পরিপত্র কোথায় থেকে পাবো । বা এই টাকার বিভাজনটা কি ভাবে করব।

  • দাপ্তরিক পোশাক ভাতার বরাদ্দ পেয়েছি15100টাকা কিন্তু বিভাজন করতে পারছিনা 15100টাকা এই মর্মে কারো কাছে পরিপত্র থাকলে অনূগ্রহ পূর্বক জানাবেন।

  • রেট অনুসারে বিভাজন করবেন। হিসাব করে টাকা উল্লেখ করা আছে এখানে দেখুন

  • পরিপত্রটি প্রিন্ট করতে গেলে অনেক ছোট হয়ে যায়, এবং এক পেইজে থাকার কারনে পিন্টে সমস্যা হচ্ছে । অনুগ্রহ করে মূল পেইজটি প্রদান করলে উপকৃত হতাম।

  • দেখুন পিডিএফ ডাউনলোড লিংক যুক্ত করা হয়েছে।

  • 2018 এর পরিপত্র অনুযায়ী বিভাজন করতে পারছি না।

  • কে কি সমস্যা হচ্ছে?

  • চাকরির বয়স দুই বছর হলে পোশাক ভাতা পাওয়া যাবে এর পরিপত্রটি লাগবে।

  • চাকুরির বয়স 03 বছর হলে স্থায়ীকরণ না হলে পোশাক ভাতা পাওয়া যাবে কি? পাওয়া গেলে উপযোক্ত প্রমানসহ দিবেন।

  • না। অবশ্যই চাকরি স্থায়ীকরণ হতে হবে।

  • লিভারেজ এর ভ্যাট রেট কত হবে

  • ১৫% । বিবিধ ক্যাটাগরি

  • আমি সিএজি অফিসের ফটোকপি অপারেটর আমি কি লিভারিজ প্রাপ্য

  • ১৭-২০ গ্রেড এরা সবাই প্রাপ্য।

  • স্যার আমি জুতা ২ জোড়ার পরিবর্তে প্রতি বছর এক জোড়া নিয়েছি ভূল বশত জানতাম না তাহলে আমি কি বকেয়া টাকাটা নিতে পারবো

  • না। আংশিক বকেয়া নিতে পারবেন না। তবে সম্পূর্ণ বকেয়া পড়লে নিতে পারতেন।

  • পোশাক নিতে আবেদন প্রক্রিয়াটা জানতে চাই।

  • ২ বছর পূর্তিতে স্থায়ী করণ হলেই আবেদন করে দিবেন।

  • দুই বছরের একসাথে বিল করা যাবে কি? যদি যাই তাহলে দুই বছরের একত্রে কি চার জোড়া জুতা,চার জোড়া মোজা আর ছাতা দুই টা হবে?

  • যাবে। হ্যাঁ। বাজেট থাকলে বকেয়া নিতে পারবেন।

  • সার আমি একজন সরকারি গাড়ীচালক। গত ১৪/০৭/২০২৪ তারিখে প্রথম সাজপোষাক পাওনা হয়েছি। এখন আমাদের প্রতিষ্টান বলে ১৬ গ্রেড যারা তারা নাকি সাজপোষাক পাবে না । সে ক্ষেত্রে একটা সমাধান দেন। ১৬ গ্রেড যারা চাকরি করে তারা কি সাজপোষাক পাবে না।

  • গ্রেড ১৬ হোক বা উচ্চতর গ্রেড পেয়ে ১৫ হোক। ড্রাইভারদের আলাদা অর্ডার সেই ক্ষেত্রে ড্রাইভার পোষাক পাবেই। এখানে দেখুন https://bdservicerules.info/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C/

  • ইলেকট্রিশিয়ান কি কারিগরির মধ্যে পরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *