প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি ২০২৫ । স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন শুরু?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ২০২৫-২৬ অর্থবছরে এই সহায়তা প্রদান করা হবে ।
📝 আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া
আবেদনের সময়সীমা: ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ।
আবেদনের লিংক: ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে ।
প্রক্রিয়া: সম্পূর্ণ আবেদনটি অনলাইনভিত্তিক। আবেদনের কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজন নেই ।
🧑🎓 কারা আবেদন করতে পারবেন?
স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে ।
📑 প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী
আবেদনের সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে আপলোড করতে হবে:
১. প্রত্যয়নপত্র (আবশ্যিক)
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগে ভর্তিকৃত, সেই প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে ।
২. অভিভাবকের আয়ের প্রমাণপত্র
১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান: ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্তি হিসেবে আপলোড করতে হবে ।
অন্যান্য শিক্ষার্থী: শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে ।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্রের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে ।
৪. অগ্রাধিকারের প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক , এতিম শিক্ষার্থী , ভূমিহীন পরিবারের সন্তান , নদী ভাঙ্গন পরিবারের সন্তান , অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান – যারা ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাদের অবশ্যই অগ্রাধিকার প্রাপ্তি’র স্বপক্ষে প্রমাণপত্র আবশ্যিকভাবে আপলোড করতে হবে ।
৫. ব্যাংক একাউন্ট/মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের তথ্য
একাউন্ট নম্বর: শিক্ষার্থী/পিতা/মাতা’র নিজ ব্যাংক একাউন্টের পূর্ণাঙ্গ নম্বর অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের যে কোনো একাউন্ট নম্বর এন্ট্রি করা যাবে । (পিতা ও মাতা উভয়ের মৃত্যু/অবর্তমানে আইনগত অভিভাবকের একাউন্ট নম্বর এক্ষেত্রে বিবেচনা করা হবে )। অন্য কারো একাউন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না ।
প্রমাণক: ব্যাংক একাউন্টের প্রমাণক হিসেবে চেকের ভিতরের পাতা/ব্যাংক স্টেটমেন্টের তথ্য এবং মোবাইল একাউন্ট নম্বরের ক্ষেত্রে একাউন্ট নম্বরের KYC আপডেট বা একাউন্ট নম্বর সচল রয়েছে মর্মে তথ্যের স্পষ্ট হার্ড কপি আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে ।
🏫 শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে করণীয়
অনলাইনে আবেদনের সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে, প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।
যোগাযোগের জন্য: সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ এর সাথে যোগাযোগ করা যেতে পারে:
ফোন: ০২-৫৫০০০৪২৮
ইমেইল: ad.stipend@pmeat.gov.bd

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি ২০২৫
যে কেউ কি অনলাইনে ভর্তি সহায়তার আবেদন করতে পারবে?
না। এ টি দরিদ্র ও মেধাবীদের জন্য ভর্তির আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদানে ফান্ড গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট । স্নাতক ও সমমান শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ১০ হাজার টাকা!


