ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি ২০২৫ । স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন শুরু?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২০২৫-২৬ অর্থবছরে এই সহায়তা প্রদান করা হবে


📝 আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

  • আবেদনের সময়সীমা: ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত

  • আবেদনের লিংক: ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে

  • প্রক্রিয়া: সম্পূর্ণ আবেদনটি অনলাইনভিত্তিক। আবেদনের কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজন নেই


🧑‍🎓 কারা আবেদন করতে পারবেন?

স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে


📑 প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী

আবেদনের সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে আপলোড করতে হবে:

১. প্রত্যয়নপত্র (আবশ্যিক)

  • প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগে ভর্তিকৃত, সেই প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে

২. অভিভাবকের আয়ের প্রমাণপত্র

  • ১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান: ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্তি হিসেবে আপলোড করতে হবে

  • অন্যান্য শিক্ষার্থী: শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

  • সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্রের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে

৪. অগ্রাধিকারের প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

  • প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক , এতিম শিক্ষার্থী , ভূমিহীন পরিবারের সন্তান , নদী ভাঙ্গন পরিবারের সন্তান , অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান যারা ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাদের অবশ্যই অগ্রাধিকার প্রাপ্তি’র স্বপক্ষে প্রমাণপত্র আবশ্যিকভাবে আপলোড করতে হবে

৫. ব্যাংক একাউন্ট/মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের তথ্য

  • একাউন্ট নম্বর: শিক্ষার্থী/পিতা/মাতা’র নিজ ব্যাংক একাউন্টের পূর্ণাঙ্গ নম্বর অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের যে কোনো একাউন্ট নম্বর এন্ট্রি করা যাবে (পিতা ও মাতা উভয়ের মৃত্যু/অবর্তমানে আইনগত অভিভাবকের একাউন্ট নম্বর এক্ষেত্রে বিবেচনা করা হবে )। অন্য কারো একাউন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না

  • প্রমাণক: ব্যাংক একাউন্টের প্রমাণক হিসেবে চেকের ভিতরের পাতা/ব্যাংক স্টেটমেন্টের তথ্য এবং মোবাইল একাউন্ট নম্বরের ক্ষেত্রে একাউন্ট নম্বরের KYC আপডেট বা একাউন্ট নম্বর সচল রয়েছে মর্মে তথ্যের স্পষ্ট হার্ড কপি আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে


🏫 শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে করণীয়

অনলাইনে আবেদনের সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে, প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে


যোগাযোগের জন্য: সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ এর সাথে যোগাযোগ করা যেতে পারে:

  • ফোন: ০২-৫৫০০০৪২৮

  • ইমেইল: ad.stipend@pmeat.gov.bd

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি ২০২৫

যে কেউ কি অনলাইনে ভর্তি সহায়তার আবেদন করতে পারবে?

না। এ টি দরিদ্র ও মেধাবীদের জন্য ভর্তির আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদানে ফান্ড গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট । স্নাতক ও সমমান শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ১০ হাজার টাকা!

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *