মাসিক নীট পেনশন গ্রহণকারীগণ এবং আজীবন পারিবারিক পেনশন ভোগীগণ তাদেঁর মাসিক নীট পেনশনের ২০% হারে এ ভাতা প্রাপ্য হবেন-বাংলা নববর্ষ ভাতা প্রজ্ঞাপন ২০১৫
বৈশাখ মাস শুরুর আগেই কি পাওয়া যায়? প্রতি বছর মার্চ মাসের মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও পহেলা বৈশাখের ভাতা দেওয়া হয়। বৈশাখী ভাতা সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠানেও দেওয়া হয়।
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারঅর্থ মন্ত্রণালয়,
অর্থ বিভাগপ্রবিধি অনুবিভাগ,
প্রবিধি-৩, অধিশাখা
নং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০১৮.১৪-৭৮, তারিখ: ১৪/১০/২০১৫ খ্রি:
প্রজ্ঞাপন
সরকার জাতীয় বেতনস্কেল এর আওতাভূক্ত, সকল সামরিক/বেসামরিক কর্মচারীদের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:
২। জাতীয় বেতনস্কেলের আওতাভূক্ত সকল সরকারী কর্মচারী (সামরিক/বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০% হারে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রাপ্য হবেন;
৩। মাসিক নীট পেনশন গ্রহণকারীগণ এবং আজীবন পারিবারিক পেনশন ভোগীগণ তাদেঁর মাসিক নীট পেনশনের ২০% হারে এ ভাতা প্রাপ্য হবেন; এবং
৪। ১০০% পেনশন সমর্পণকারীগণের ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে না।এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(ড. মোহাম্মদ আলী খান),
অতিরিক্ত সচিব
পরবর্তীতে ১০০% সমপর্ণকারীগণ পেনশনের আওতায় আসায় তারও নীট পেনশনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন: ডাউনলোড
প্রতি বছর বৈশাখী ভাতা কত টাকা পাওয়া যায়?
২০১৫ সালের ১৫ ডিসেম্বর জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালু করা হয়। সে অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে থাকে।