আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

Benefit of ibas++ । iBAS++ ব্যবহারে যে সকল সুযোগ-সুবিধা পাওয়া যায়

সরকারি কাজের সুবিধার্থে এবং বাজেট নিয়ন্ত্রণের স্বার্থে বাংলাদেশ সরকার iBAS++ চালু করেছে। এক্ষেত্রে এই ওয়েব বেইজ সফটওয়্যারটি ব্যবহারে যে সকল সুবিধা রয়েছে তা নিচে উল্লেখ করা হলো।

১। iBAS++ কেন্দ্রীভূত ও ইন্টারনেট ভিত্তিক Software.

২। জেনারেল লেজার ভিত্তিক আর্থিক প্রতিবেদন প্রনয়ন করে থাকে ৷

৩। বাজেট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ যেমন – বাজেট প্রনয়ন, বাজেট বরাদ্দ বন্টন ও বিভাজন, অর্থ অবমুক্তি, পুনঃ উপযোজনের সুবিধা ৷

৪। সরকারী কর্মকর্তা, কর্মচারী ও পেনশনারদের ডাটাবেজ প্রনয়ন ৷

৫। মাঠ পর্যায়ের অফিস ও গেজেটেড কর্মকর্তাগন অনলাইনে বেতন ও উৎসব ভাতার বিল সহ সকল প্রকার বিল দাখিল ৷ বিলের সর্বশেষ অবস্থা জানার সুবিধা ৷

৬। কর্মচারীদের বেতন ও উৎসব ভাতার বিল অন লাইনে DDO এর মাধ্যমে দাখিল ৷

৭। EFT এর মাধ্যমে বেতন ভাতা ও পেনশন প্রদান ৷

৮। বিল পাশের সময় স্বয়ংক্রীয়ভাবে প্রতিটি অর্থনৈতিক কোডের বরাদ্দ যাচাই ও ব্যয় নিয়ন্ত্রন করে থাকে ৷

৯। হিসাবরক্ষন অফিস ও DDO এর মধ্যে স্বয়ংক্রীয়ভাবে হিসাবের সঙ্গতিসাধন করে থাকে৷

১০। সাধারন ভবিষ্য তহবিলের অটোমেশন, ঋণ ও অগ্রিমের খতিয়ান প্রণয়ন এবং সাব-লেজার স্বয়ংক্রীয়ভাবে তৈরী করে থাকে ৷

১১। উৎসে আয়কর কর্তনের সনদ প্রদান এবং জিপিএফ বাৎসরিক হিসাব বিবরনী স্বয়ংক্রীয়ভাবে তৈরী করে থাকে ৷

১২। স্বয়ংক্রীয়ভাবে আয়-ব্যয়ের হিসাব প্রনয়ন করে থাকে ৷

১৩। দৈনিক সারা দেশের আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় ৷

এই সফটওয়্যারটি ব্যবহারে কমে গেছে Fraudulation এবং কাজে গতি এনেছে এবং অতিদীর্ঘ সময়ের কাজ খুব কম সময়ে করা যায়। এসেছে সরকারি কাজে স্বচ্ছতা এবং কমে গেছে দুর্নীতি।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *