পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Family Pension Date for Death of Staff । মৃত কর্মচারির পেনশনের ক্ষেত্রে যে তারিখে বয়স নির্ধারণ করিতে হইবে

সরকারি কর্মচারী যে তারিখে মৃত্যুবরণ করেন, ঐ তারিখের পরবর্তী দিন (ইংরেজী পঞ্জিকা দিন)( হইতে পারিবারিক পেনশন প্রদেয় হয়।

যেমন কোনো কর্মচারী ১১/০৪/২০২০ তারিখে মৃত্যুবরণ করিলে, ১২/০৪/২০২০ তারিখে মৃত কর্মচারীর যে সকল পুত্র সন্তানের বয়স পচিঁশ বৎসর অতিক্রম করে নাই এবং মৃত পুত্রের যে সকল পুত্রের বয়স ১৮ বৎসর অতিক্রম করে নাই, তাহারা পারিবারিক পেনশন প্রাপ্তির যোগ্য পরিবারের সদস্য হিসাবে গণ্য হইবেন।

ইহা ছাড়া ঐ তারিখে যে সকল কন্যাগণ বা মৃত পুত্রের কন্যাগণ অবিবাহিত / তালাকপ্রাপ্ত/বিধবা ছিলেন তাহারা আনুতোষিক ও পারিবারিক মাসিক পেনশন পাইবেন। পেনশন পরবর্তী যে তারিখে বা সময়েই মঞ্জুর করা হউক না কেন তাহারা আনুতোষিক ও পারিবারিক মাসিক পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইবে না।

তবে উক্ত তারিখের পর যে সন্তানের বয়স উল্লেখিত নির্ধারিত বয়সসীমা অতিক্রম করিবে বা কন্যা সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে, উক্ত পুত্র সন্তানগণ নির্ধারিত বয়সসীমা অতিক্রমের এবং কন্যা সন্তানগণ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তারিখ হইতে মাসিক পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইবেন।

মৃত্যুর দিনও অপরাহ্ন পর্যন্ত কর্মরত ছিলেন বলে ধরা হয় । মৃত্যুর পরের দিন হতে পারিবারিক পেনশন হিসেব করা হয়

সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *