পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Family Pension for Child 2025 । পুত্র বা কন্যার বয়স ৩০ হলেও মাসিক পারিবারিক পেনশন পাবেন?

কোন সরকারি কর্মচারী অবসর গ্রহণের ১৫ বছরের মধ্যে মারা গেলে এবং যদি তার কোন স্ত্রী জীবিত না থাকে তবে ছেলে বা মেয়ের বয়স ২৫ বছরের উর্ধ্বে হলেও তিনি তার বাবা/মায়ের মাসিক পেনশন  পাবেন। সরকারী কর্মচারীর স্ত্রী/স্বামীর পেনশন গ্রহণ ও উক্ত কর্মচারীর পেনশন গ্রহণের সময় ১৫ বছর পূর্ণ না হয়ে থাকলে তার ছেলে বা মেয়ে জীবিত থাকলে তাদের বয়স ৩০ বা তার উপরে হলেও মাসিক পেনশন গ্রহণ করতে পারবেন-Family Pension for Child 2025

সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর ৩.০৪ পুত্র ও বিবাহিতা কন্যা সন্তানের বয়সসীমা উল্লেখ রয়েছে।

পারিবারিক পেনশনের ক্ষেত্রে পুত্র সন্তানের বয়সসীমা হইবে ২৫ বৎসর। প্রচলিত বিধানের যেই সকল ক্ষেত্রে পত্র সন্তানের কোন বয়সসীমা বর্তমানে উল্লেখ নাই, সেই সকল ক্ষেত্রে বয়স নির্বিশেষে সকল পুত্র সন্তান পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন। পারিবারিক পেনশন প্রাপ্যতার ক্ষেত্রে তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের ১৬-০৪-১৯৫৯ তারিখের স্মারক নং ২৫৬৬ (৪০)-এফ এর অনুচ্ছেদ ৫(২)(এ)(ii) –এর অনুসরণে ১৫ বৎসরের মেয়াদকাল পূর্তির কোন সময় অবশিষ্ট থাকিলে শুধু উক্ত সময় পূর্তি পর্যন্ত তিনি পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন। ২৫ বৎসরের উর্ধ্বে পুত্র সন্তানের প্রাপ্যতার অনুরূপ শর্তে মৃত সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/ কন্যাগণ প্রচলিত বিধিগত পদ্ধতিতে ও হারে পেনশন / আনুতোষিক প্রাপ্য হইবেন।

৩.০৫ অবিবাহিতা/ বিধবা/ তালাকপ্রাপ্ত কন্যার বয়সসীমা:

পেনশনারের অবসরগ্রহণের তারিখ হইতে মোট ১৫ বৎসর মেয়াদকাল পূর্তির কোন সময় অবশিষ্ট থাকিলে উক্ত অবশিষ্ট সময়ের জন্য অবিবাহিত / বিধবা/ তালাকপ্রাপ্য কন্যা বয়স নির্বিশেষে পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন।

পুত্র বা কন্যার বয়স ৩০ হলেও মাসিক পারিবারিক পেনশন পাবেন?

হ্যাঁ, মৃত্যুর পর পুত্র বা কন্যা পেনশন পেতে পারে। পেনশনভোগীর মনোনীত ব্যক্তি পেনশনভোগীর মৃত্যুর পরে পেনশন পান। পেনশনভোগীর মনোনীত ব্যক্তি পেনশনভোগীর মৃত্যুর পরে পেনশন পান। সরকারি কর্মচারীদের জন্য, বর্তমানে পেনশন সুবিধাসহ স্বেচ্ছায় অবসর নিতে ২৫ বছরের চাকরি করা প্রয়োজন। বিদেশে কর্মরত বা অবস্থানরত যেকোনো বাংলাদেশী নাগরিকও সার্বজনীন পেনশন প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। পেনশন শুরু হওয়ার ১৫ বছরের মধ্যে যদি পেনশনভোগী মারা যান, তাহলে মনোনীত সুবিধাভোগীরা ১৫ বছরের গ্যারান্টিযুক্ত সময়কাল শেষ না হওয়া পর্যন্ত পেনশন পেমেন্ট পেতে থাকবেন। পেনশন হলো এমন একটি তহবিল যেখানে কোনও কর্মীর চাকরিতে নিযুক্ত থাকাকালীন সময়ে কিছু অর্থ আলাদা করে যোগ করা হয়। এই অর্থগুলি থেকে পর্যায়ক্রমিক আকারে ব্যক্তির অবসর গ্রহণের পরে সহায়তা প্রদানের জন্য প্রদান করা হয়।

এসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য ও উক্ত তথ্যে প্রমাণ পেতে সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

12 thoughts on “Family Pension for Child 2025 । পুত্র বা কন্যার বয়স ৩০ হলেও মাসিক পারিবারিক পেনশন পাবেন?

  • আমার বয়স ৫০ বছর। আমি একজন সহায়সম্বলহীন বিধবা। একমাত্র স্কুল পড়ুয়া কন্যাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুর পর আমার আম্মু পারিবারিক পেনশন সুবিধা পেতেন। এখন আমার বাবা-মা দুজনই ইন্তেকাল করেছেন। এমতাবস্থায়, তাদের বিধবা কন্যা হিসেবে ওনাদের পেনশন কি আমি পাবো? মানবিক ভাবে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

    সৈয়দা সুরাইয়া নাসরীন
    01716428888

  • মূল পেনশনার পেনশনে যাওয়ার ১৫ বছরের মধ্যে মারা গেলে বিধবা কন্যা সন্তার ১৫ পূর্ণ হওয়া পর্যন্ত পেনশন ভোগ করতে পারেন। সরকার এখন পর্যন্ত শুধুমাত্র প্রতিবন্ধী ও স্ত্রীর পেনশন আজীবন করেছেন। আপনার বিষয়টিও বিবেচনায় রাখা উচিৎ বলে আমার মনে হচ্ছে। আপনি বিধবা ভাতা গ্রহণ করতে পারেন।

  • আমার বাবা ও মা দুজনই মারা জান পারিবারিক পেনশনরত অবস্থায়। তারা মাত্র ৩বছর পারিবারিক পেনশন পায়। এমতাবস্থায় আমরা তাদের সন্তানরা কি ১৫ বছরের বাকী ১২ বছর পারিবারিক পেনশনের আওতায় আসবো কি না দয়া করে জানাবেন।

  • অবশ্যই আসবে।

  • আমার মা ইন্তেকাল করেন পেনশনের সময়কাল ৭ বছর চলছে । আমাদের একভাই কিছুটা প্রতিবন্ধী পুরো নয় । সে কি পেনশন পাবে ? প্রসেস টা কি ?

  • প্রতিবন্ধী কেউ না থাকলেও আরও ৮ বছর পাবেন। প্রতিবন্ধী আজীবন পাবেন। তবে তাকে সমাজসেবা অধিদফতর থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

  • আমার আম্মু মারা গিয়েছেন গত তিন মাস হল
    আমরা এক ভাই এক বোন ,দুজনেই বিবাহিত
    আমার আম্মু পেনশন চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন
    উনি আরো ৯ বছর পেনশন পেতেন ,আমরা কি আমার মায়ের পেনশন পাবো? যদি জানাতেন খুব উপকার হত

  • চাকরিজীবী আপনার মা হলে এবং তিনি ১৫ বছর পেনশন ভোগ না করেই যদি মারা গিয়ে থাকেন তবে ১৫ বছর পেনশন পূর্ণ হতে যে সময় বাকী উক্ত সময় ৩০ বছর উর্ধ্ব বা বিবাহিত সন্তানও পেনশন পাবেন।

  • আমার বোন একজন সরকারি চাকরি করতেন৩য় া ২২বছর ৬মাস চাকরি করে দূইটি কীডনী নষ্ট হয়ে মারা যায়। উনার ২মেয়ে ১ ছেলে রেখে যান৷ তাদের বয়স ২৫ এর উপরে এরা কি পেনশন ও আনুতোষিক পাবে? দয়া করে জানাবেন্‌্‌্‌্‌

  • হ্যাঁ। অবশ্যই। যদি স্ত্রী না থাকে তবে ছেলে মেয়ে পাবেন অন্যথায় স্ত্রী।

  • আমার সৎ মা আমার বাবার আনুতোষিক আমাকে সহ তার তিন সন্তান কে নমিনি করে আনুতোষিক উত্তোলন করেছেন আমার বয়স 29 আমি কি আমার বাবার আনুতোষিকের অংশাদারি হবো না? তারা আমাকে নমিনিতে রাখলেও এখন বলছে আমাকে কোনো টাকা দিবে না।

  • মাসিক পেনশনের অংশ পাবেন না। ২৫ বছর অতিক্রম না করলে আপনি হিসাবরক্ষণ অফিসে পত্র দিয়ে ক্লেম করতেন পেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *